একঝলক (৭ অক্টোবর ২০২৪)

১ / ২১
মাচায় বসে কাঁথা সেলাই করছেন এক নারী। সোনারায়, গাবতলী, বগুড়া, ৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
২ / ২১
কলাগাছের ফাঁকে ধনে বুনবেন এই কৃষক। তাই হালচাষ করে জমি তৈরি করছেন। পালিচড়া এলাকা, রংপুর, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২১
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাটির তৈরি খেলনা ও তৈজসপত্রে রং করছেন একাদশী রানী পাল। বামুনিয়া, গাবতলী, বগুড়া, ৭ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৪ / ২১
দুর্গাপূজা উপলক্ষে বাড়িতে আপ্যায়নের জন্য উনুনে খই ভাজছেন এই নারী। পালপাড়া এলাকা, রংপুর, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২১
রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান—এ তিন পার্বত্য জেলায় পর্যটক নেই বললেই চলে। মানিকছড়ি, রাঙামাটি, ৭ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২১
দুর্গাপূজায় ঢাক বাজাবেন নরেশ চন্দ্র মণ্ডল। তাই ঢাক ঠিকঠাক করতে বাজারে যাচ্ছেন তিনি। খারুয়াবাধা এলাকা, রংপুর, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২১
রপ্তানি করার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হবে এসব মেস্তা পাট। ১৮০ কেজি ওজনের বেল্টগুলো ট্রলার থেকে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। ৫ নম্বর ঘাট এলাকায়, নারায়ণগঞ্জ, ৭ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ।
৮ / ২১
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে বেড়েই চলেছে সবজির দাম। বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় শহরাঞ্চলে এমনকি গ্রামাঞ্চলেও সবজির দাম চড়া। হাজিরহাট, পাবনা, ৭ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৯ / ২১
ধানখেতের পাশে ঘাসের ফাঁকে খাবার খুঁজছে একদল হট্টিটি পাখি। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ৭ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
১০ / ২১
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। পূজামণ্ডপগুলো তাই রঙিন হয়ে উঠছে। বিদ্যুৎ চক্র কালীমন্দির, শালগাড়িয়া, পাবনা, ৭ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১১ / ২১
টিনের তৈরি ট্রাংক ব্যবহার অনেক কমেছে। আনোয়ার হোসেন ছোটবেলা থেকে তৈরি করে আসছেন এই টিনের ট্রাংক। মানভেদে প্রতিটি ট্রাংক ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করবেন তিনি। কৃষ্ণপুর, কুমিল্লা, ৭ অক্টোবর
ছবি: এম সাদেক
১২ / ২১
শিকারের খোঁজে কসাই পাখি। সাধারণত অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই পাখি বেশি দেখা যায়। কামারপট্টি, শায়েস্তাবাদ ইউনিয়ন, বরিশাল, ৭ অক্টোবর
ছবি: সাইয়ান
১৩ / ২১
কুমিল্লা নগরের প্রতিটি ব্যস্ততম সড়কের পাশে গড়ে উঠেছে সিএনজিচালিত অবৈধ অটোরিকশার স্ট্যান্ড। ফলে দিনভর যানজট লেগে থাকে। দুর্ভোগে পড়েন পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। কান্দিরপাড়, কুমিল্লা, ৭ অক্টোবর
ছবি: এম সাদেক
১৪ / ২১
পথের ধারে ফুটে আছে বুনোফুল। সেই ফুলে সাদা–কালো প্রজাপতি। টিলাগড় এলাকা, সিলেট, ৭ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২১
দিন দিন বেড়েই চলছে ডিমের দাম। বর্তমান বাজারে প্রতিটি ডিম ১৪ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে, যা খোলাবাজারে বিক্রি হচ্ছে ১৫ টাকা দরে। নিউমার্কেট, কুমিল্লা, ৭ অক্টোবর
ছবি: এম সাদেক
১৬ / ২১
পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোত বেড়ে যাওয়ায় কয়েক দিন ধরে গোয়ালন্দের দেবগ্রামে নদীভাঙন দেখা দিয়েছে। দুই দিনের ভাঙন বসতভিটায় এসে ঠেকেছে। ঘরের জিনিসপত্র সরিয়ে নিচ্ছে এই পরিবার। গোয়ালন্দ, রাজবাড়ী, ৭ অক্টোবর
ছবি: এম রাশেদুল হক
১৭ / ২১
নিজের গাছের লাউ বিক্রি করতে সকাল সকাল বাজারে নিয়ে যাচ্ছেন কৃষক অনিল মণ্ডল। কাফুরাত, গেরদা, ফরিদপুর, ৭ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২১
বৃষ্টির কারণে নার্সারিতে টবের চাহিদা বেড়েছে। টবেরও ভালো দাম পাচ্ছেন কুমাররা। দক্ষিণ মমিনপুর এলাকা, রংপুর, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২১
ছাঁচে ফেলে মাটির চাড়ি তৈরি করছেন রজনীকান্ত পাল। স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে এই মাটির চাড়ির ব্যাপক চাহিদা রয়েছে। তৈরি শেষে প্রতিটি চাড়ি ১০০ টাকা পাইকারি দরে বিক্রি করা হয়। চিলারকান্দি, কৃষ্ণনগর ফরিদপুর, ৬ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
২০ / ২১
রাজধানীতে হঠাৎ শুরু হয় ঝুম বৃষ্টি। অনেকেই এই হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন। মিরপুর রোড, ঢাকা, ৭ অক্টোবর
ছবি: জাহিদুল করিম
২১ / ২১
জমি থেকে মুলা তুলে পাইকারের কাছে বিক্রি করছেন চাষি। প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। নয়াপুকুর, রংপুর, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম