একঝলক(৮ ফেব্রুয়ারি, ২০২৩)

১ / ১০
কাকতাড়ুয়ায় বসে শিকারের অপেক্ষায় মাছরাঙাটি। রেলগেট, খুলনা, ৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১০
বোরো ধানের খেতের আলপথ ধরে দুরন্তপনায় মেতেছে শিশুরা। খাদাশ গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ৮ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৩ / ১০
বোরোর মাঠে সার ছিটিয়ে দিচ্ছেন কৃষক মাহবুবুর রহমান। খাদাশ গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ৮ ফেব্রুয়ারি। গতকাল বুধবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার খাদাশ গ্রামে
ছবি: সোয়েল রানা
৪ / ১০
খেজুরের রস জ্বাল দেওয়ার পর নালি (ঝোলা গুড়) পাতিলে ঢেলে নিচ্ছেন ফাহিমা বেগম। তৈরি করা নালি বাড়ি থেকে বিক্রি করবেন তিনি। বেড়াগাড়ি গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৮ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৫ / ১০
সিলেট নগরের বিভিন্ন এলাকায় সড়ক প্রশস্ত ও নতুন করে নর্দমা সংস্কারের কাজ করছে সিলেট সিটি করপোরেশন। বিভিন্ন এলাকায় নর্দমা উন্মুক্ত থাকায় দিনভর ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ। পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, সিলেট, ৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৬ / ১০
প্রতিদিনই দ্রব্যমূল্য বাড়ছে। প্রায় সব পণ্যের দাম বাড়ায় স্বল্প আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। ন্যায্যমূলে ওএমএসের চাল-আটা কিনতে আসা মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন। ওএমএসের পণ্যবাহী গাড়ির অপেক্ষায় মানুষজন। সড়কের পাশে বসে আছেন পণ্য নিতে আসা স্বল্প আয়ের মানুষজন। সুরমা পয়েন্ট এলাকা, সিলেট, ৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ১০
খেত থেকে পাহারি ভুট্টা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে গন্তেব্যে যাচ্ছেন কয়েকজন। মরংছড়ি গ্রাম, সদর উপেজলা, রাঙামাটি, ৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১০
সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে বিচ্ছিন্ন ছেঁড়াদিয়াতে এক ঘণ্টায় বড়শিতে ১১টি লাল কোরাল ধরেন এই জেলে। দ্বীপের গলাচিপা সৈকতে, সেন্ট মার্টিন, ৮ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
৯ / ১০
এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী শুক্রবার শুরু হবে চট্টগ্রামে প্রথমবারের মতো ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। ইতিমধ্যে ১২২ প্রজাতির ফুল শোভা পাচ্ছে প্রাণ মেলা প্রাঙ্গণ। ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কের পাশে, সলিমপুর ইউনিয়ন, সীতাকুণ্ড, ৭ ফেব্রুয়ারি
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১০ / ১০
গাজীপুরে শিখো–প্রথম আলো জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। সেলফি তুলে আনন্দ প্রকাশ করছে শিক্ষার্থীরা। গাজীপুর ভাওয়াল রাজবাড়ী মাঠ, গাজীপুর, ৮ ফেব্রুয়ারি
ছবি: মাসুদ রানা