মিলন সেখ আগে শুধু সিমেন্টের টব তৈরি করে বিক্রি করতেন। এখন টবের পাশাপাশি সিমেন্টের পেঙ্গুইন, বক, ইগলসহ বিভিন্ন পশুপাখি তৈরি করে বিক্রি করেন। মুজগুন্নী বাসস্ট্যান্ড, খুলনা, ৯ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
২ / ১৮
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে সুধীজনদের নিয়ে প্রীতি সম্মিলনী আয়োজন করে বন্ধুসভা। সেখানে উপস্থিত ছিলেন একুশে পদক পাওয়া ছড়াকার সুকুমার বড়ুয়া। রাউজান উপজেলা প্রশাসন সম্মেলনকক্ষ, চট্টগ্রাম, ৮ নভেম্বরছবি: এস এম ইউসুফ উদ্দিন
৩ / ১৮
বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সংগ্রহ করা পরিত্যক্ত প্লাস্টিকের বোতল মেশিনের সাহায্যে টুকরা টুকরা করে রোদে শুকানো হয়। শুকানোর পর তা মানভেদে ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে বিভিন্ন প্লাস্টিক কোম্পানির কাছে বিক্রি করা হয়। কালাকচুয়া, বুড়িচং, কুমিল্লা, ৯ নভেম্বরছবি: এম সাদেক
৪ / ১৮
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোভিড-১৯ ভ্যাকসিন অনুদান প্রদান উপলক্ষে নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণ, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৯ নভেম্বরছবি: দিনার মাহমুদ
৫ / ১৮
পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে কাপ্তাই হ্রদ দিয়ে ইঞ্জিনচালিত নৌকায় গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। বরকল, রাঙামাটি, ৯ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৮
বিশ্বের যেসব শহরে বায়ুদূষণ সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম রাজধানী ঢাকা। দীর্ঘদিন ধরে ঢাকায় চলছে মেট্রোরেলের নির্মাণকাজ। এ থেকে সৃষ্ট ধুলায় অতিষ্ঠ পথচারীরা। বায়ুদূষণের কারণে রাজধানীর বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। শেওড়াপাড়া, ঢাকা, ৯ নভেম্বরছবি: আশরাফুল আলম
৭ / ১৮
ডেঙ্গু ওয়ার্ডে রোগীকে সেবা দিচ্ছেন একজন নার্স। সারা দেশে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ৯ নভেম্বরছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১৮
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা গামছা দেয়ালে টাঙিয়ে রাখা হয়েছে। পছন্দের গামছা দেখছেন ক্রেতারা। শ্যামলী, ঢাকা, ৯ নভেম্বরছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১৮
হোসেনের একটি ছবি তোলেন আলোকচিত্রী দিনু আলম। সেই ছবি হাতে সংবাদ সম্মেলনে কথা বলছেন আলোকচিত্রী নিজেই। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৯ নভেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৮
খেতে ফুলকপির পাতা কেটে পরিষ্কার করছেন কৃষক আকরাম হোসেন। বিক্রি করবেন বলে সকাল সকাল ফুলকপি তুলতে গেছেন তিনি। প্রতি মণ ফুলকপি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করেন তিনি। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ৯ নভেম্বরছবি: সোয়েল রানা
১১ / ১৮
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ৯ নভেম্বরছবি: দিনার মাহমুদ
১২ / ১৮
মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ‘মহারাসলীলা’ উৎসবে ঐতিহ্যবাহী পোশাক পরে রাতভর রাসনৃত্য পরিবেশন করে মণিপুরি সম্প্রদায়ের শিশু, কিশোরী ও তরুণীরা। আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার, ৯ নভেম্বরছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হয়েছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার, ৯ নভেম্বরছবি: আনিস মাহমুদ
১৪ / ১৮
সড়ক দুর্ঘটনায় নিহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইসমাইল ইমন নিহতের ঘটনার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল। ৯ নভেম্বরছবি: সাইয়ান
১৫ / ১৮
বাঁশ ও বেত দিয়ে মুরগির খাঁচা তৈরি করেন ফুল মিয়া। নিজের তৈরি এসব খাঁচা বিক্রি করতে বেরিয়েছেন তিনি। প্রতিটি খাঁচা পাইকারি ১২০ টাকা দরে বিক্রি করেন তিনি। কাঠের পোল, চান্দিনা, কুমিল্লা, ৯ নভেম্বরছবি: এম সাদেক
১৬ / ১৮
ফেরি করে প্লাস্টিকের ফুল বেচেন জসীমউদ্দীন। টবসহ প্রতিটি ৬০ টাকায় বিক্রি করেন তিনি। নিমসার বাজার, বুড়িচং, কুমিল্লা, ৯ নভেম্বরছবি: এম সাদেক
১৭ / ১৮
মাটির তৈরি ফুলের টব শুকাতে ব্যস্ত সঞ্চিতা রানী। প্রতিটি টব ২ থেকে ৩ টাকা দরে বিক্রি হয়। মমিনপুর, রংপুর, ৯ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৮ / ১৮
সিমেন্ট দিয়ে পেঙ্গুইন, বক, ইগলসহ বিভিন্ন পশুপাখি তৈরি করেন মিলন শেখ। এসব ২ হাজার থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করেন তিনি। মুজগুন্নী বাসস্ট্যান্ড, খুলনা, ৯ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন