সকাল থেকে কালো মেঘে ঢাকা ছিল পাবনার আকাশ। একটা পর্যায়ে শুরু হয় থেমে থেমে বৃষ্টি। লস্করপুর, পাবনা, ২৬ জুলাইছবি: হাসান মাহমুদ
১২ / ২০
পাট কাটা পুরোদমে শুরু হয়েছে। কাটার পর পাতা ঝরার জন্য তা রেখে দেওয়া হয় জমিতে। এরপর জাগ দেওয়ার জন্য নেওয়া হয় পানিতে। পুস্তিগাছা, আটঘরিয়া, পাবনা, ২৬ জুলাইছবি: হাসান মাহমুদ
১৩ / ২০
তীব্র খরায় নিচু জমির পানি কমে গেছে। সেখানে পানি সেচে মাছ ধরছেন কয়েকজন। ভোগতেরা, জুড়ী, মৌলভীবাজার, ২৫ জুলাইছবি: কল্যাণ প্রসূন
১৪ / ২০
হাওরে মাছ শিকারে ব্যস্ত এক জেলে। নিকলী, কিশোরগঞ্জ, ২৫ জুলাইছবি: তাফসিলুল আজিজ
নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারের প্রভাবে পায়রা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পায়রাকুঞ্জ ফেরিঘাট পন্টুনের গ্যাংওয়ে তলিয়ে গেছে। ফলে পারাপারে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পায়রাকুঞ্জ ফেরিঘাট, কলাপাড়া, পটুয়াখালী, ২৬ জুলাইছবি: প্রথম আলো
বিশাল গাছে ফুটেছে কাঠ গোলাপ। অনিন্দ্যসুন্দর এই ফুলের মিষ্টি গন্ধে ম–ম করছে চারপাশ। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ২৬ জুলাইছবি: সাদিক মৃধা
১৯ / ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ২৬ জুলাইছবি: আবদুর রহমান
২০ / ২০
রোদে খেটে খাওয়া মানুষদের স্বস্তি দিতে সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে ক্যাপছাতা বিতরণ করেছে আমাদের প্রিয় সৈয়দপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জিআরপি মোড়, সৈয়দপুর, ২৬ জুলাইছবি: প্রথম আলো