একঝলক (২৬ জুলাই ২০২৫)

১ / ২০
সড়কের পাশে গাছের চারা রোপণ করছে শিক্ষার্থীরা। স্বপ্ননগর, পটিয়া, চট্টগ্রাম, ২৫ জুলাই
ছবি: আবদুর রাজ্জাক
২ / ২০
হাটে ফল ও সবজি বেচাকেনায় ব্যস্ত পাহাড়ি নারীরা। শশি দেওয়ানপাড়া, রাঙামাটি, ২৬ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
প্রকৃতিতে এখনো শরৎ না এলেও নীল আকাশে সাদা মেঘের ভেলা যেন শরতের সুনীল আকাশের রূপ নিয়েছে। আসামবস্তি, রাঙামাটি, ২৬ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
বড়শি দিয়ে ধরা সাড়ে পাঁচ কেজি ওজনের কাতলা মাছ দেখাচ্ছেন একজন শৌখিন মৎস্যশিকারি। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৫ জুলাই
ছবি: বদর উদ্দিন
৫ / ২০
খেত থেকে আখ কেটে শহরে বিক্রির জন্য এনেছেন এক চাষি। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ২৬ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২০
বাজারে এসেছে মৌসুমি ফল বাতাবিলেবু। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ২৬ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২০
বৃষ্টির মধ্যে ছাতা হাতে ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। রয়েল মোড়, খুলনা, ২৬ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২০
ফুলের ওপর উড়ে এসে বসেছে রঙিন প্রজাপতি। চন্দ্রঘোনা বারঘোনিয়া, রাঙামাটি, ২৬ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
ঝুম বৃষ্টিতে বসে আছে একটি দোয়েল পাখি। ৪ নং ঘাট এলাকা, খুলনা, ২৬ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২০
জমিতে ধান রোপণ করছেন কৃষিশ্রমিকেরা। মানজাই, রংপুর, ২৬ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
সকাল থেকে কালো মেঘে ঢাকা ছিল পাবনার আকাশ। একটা পর্যায়ে শুরু হয় থেমে থেমে বৃষ্টি। লস্করপুর, পাবনা, ২৬ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১২ / ২০
পাট কাটা পুরোদমে শুরু হয়েছে। কাটার পর পাতা ঝরার জন্য তা রেখে দেওয়া হয় জমিতে। এরপর জাগ দেওয়ার জন্য নেওয়া হয় পানিতে। পুস্তিগাছা, আটঘরিয়া, পাবনা, ২৬ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২০
তীব্র খরায় নিচু জমির পানি কমে গেছে। সেখানে পানি সেচে মাছ ধরছেন কয়েকজন। ভোগতেরা, জুড়ী, মৌলভীবাজার, ২৫ জুলাই
ছবি: কল্যাণ প্রসূন
১৪ / ২০
হাওরে মাছ শিকারে ব্যস্ত এক জেলে। নিকলী, কিশোরগঞ্জ, ২৫ জুলাই
ছবি: তাফসিলুল আজিজ
১৫ / ২০
নানা দাবিতে ভূমিহীন-কৃষক-জেলে-সাঁওতাল সমাবেশ চলছে। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ২৬ জুলাই
ছবি: দীপু মালাকার
১৬ / ২০
নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারের প্রভাবে পায়রা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পায়রাকুঞ্জ ফেরিঘাট পন্টুনের গ্যাংওয়ে তলিয়ে গেছে। ফলে পারাপারে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পায়রাকুঞ্জ ফেরিঘাট, কলাপাড়া, পটুয়াখালী, ২৬ জুলাই
ছবি: প্রথম আলো
১৭ / ২০
প্রথম আলো ‘বন্ধুসভা’ ও  মোবাইল ফোন ব্র্যান্ড ‘অনার’–এর যৌথ উদ্যোগে ‘স্মার্ট স্কিল ফ্রম লার্নিং টু লিডিং’ বিষয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। জহির রায়হান মিলনায়তন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৬ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
১৮ / ২০
বিশাল গাছে ফুটেছে কাঠ গোলাপ। অনিন্দ্যসুন্দর এই ফুলের মিষ্টি গন্ধে ম–ম করছে চারপাশ। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ২৬ জুলাই
ছবি: সাদিক মৃধা
১৯ / ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ২৬ জুলাই
ছবি: আবদুর রহমান
২০ / ২০
রোদে খেটে খাওয়া মানুষদের স্বস্তি দিতে সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে ক্যাপছাতা বিতরণ করেছে আমাদের প্রিয় সৈয়দপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জিআরপি মোড়, সৈয়দপুর, ২৬ জুলাই
ছবি: প্রথম আলো