একঝলক (২৬ ডিসেম্বর ২০২৩)

১ / ৬
বিদ্যুতের তারে বসে খঞ্জনা পাখি। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২৬ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৬
নিড়ানি যন্ত্র নিয়ে জমিতে কাজে ছুটছেন এই চাষি। শেখপাড়া এলাকা, রংপুর, ২৬ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৬
শীতে শুরু হয়েছে বোরো ধান রোপণ মৌসুম। জমিতে চারা রোপণের জন্য পাহাড়ি কিষানিরা দল বেঁধে চারা তুলছেন বীজতলা থেকে। লুম্বিনী গ্রাম এলাকা, সাধনাপুর, রাঙামাটি, ২৬ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৬
শীতের সকালে পানিতে নেমে আগাম জাতের বোরো ধান রোপণের প্রস্তুতি নিচ্ছেন এক চাষি। আরাজি ধর্মদাস এলাকা, রংপুর, ২৬ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৬
মাকড়সার জালে শিশির। পানবাড়ি এলাকা, রংপুর, ২৬ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৬
রস আহরণের জন্য খেজুরগাছ কেটে প্রস্তুত করছেন গাছি জয়নাল শেখ। দয়ারামপুর এলাকা, গেরদা, ফরিদপুর, ২৫ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান