এক ঝলক (১৭ ফেব্রুয়ারি ২০২৩)

১ / ১৭
প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে সার্টিফিকেট ও ক্রেস্ট নিয়ে মুঠোফোন শিক্ষার্থীরা সেলফি তুলছে। বিএম স্কুল, বরিশাল নগর, ১৭ ফেব্রুয়ারি।
ছবি: সাইয়ান
২ / ১৭
সদ্য লাগানো বোরো ধানখেতে সার দিচ্ছেন কৃষক। ঝাঁকুনিপাড়া, কুমিল্লা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৩ / ১৭
পাইপের ভেসে যাওয়া পানিতে আয়েশি স্নানে মগ্ন চড়ুই। গোয়ালখালী, খুলনা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৭
ভোরে খেত থেকে লাউ নিয়ে ঝুড়িতে করে পদ্মার খাল পাড়ি দিয়ে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন কৃষক। উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৭
প্রথম আলো আয়োজিত লেকসিটি কনকর্ড আনন্দমেলা অনুষ্ঠানে শিশুরা। খিলক্ষেত, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আশরাফুল আলম
৬ / ১৭
ব্রয়লার মুরগির পা ও গিলা কলিজা কিনতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। কারওয়ান বাজার, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ১৭
তিস্তা নদীতে মাছ ধরছেন এক মাছশিকারি। কাউনিয়া, রংপুর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৭
ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড রাজশাহীর আঞ্চলিক পর্বের প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছে এক শিক্ষার্থী। রাজশাহী কলেজ মিলনায়তন, রাজশাহী, ১৭ ফেব্রুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৭
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা। বিএম স্কুল, বরিশাল নগর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১০ / ১৭
সীতাকুণ্ডের শিব চতুর্দশী মেলায় হরপার্বতীসহ বিভিন্ন দেব-দেবীর ছদ্মবেশ ধারণ করেছেন ভক্তরা। গজারিয়া দীঘিরপাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৭ ফেব্রুয়ারি
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১১ / ১৭
শিখো ও প্রথম আলোর আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ হাতে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস। মাদারীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তন, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৭
প্রচণ্ড ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং সাজেক পাহাড়ি সড়কে এভাবে চাঁদের গাড়ি নামে পরিচিত পরিবহনে এলাকার মানুষ চলাচল করেন। শিজকছড়া এলাকা, রাঙামাটি, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৭
সাপ্তাহিক গ্রামীণ হাটে শাকসবজি ও ফলমূলসহ পাহাড়ে ফলদ বিভিন্ন পণ্যের বেচাকেনা হয় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালংয়ে। ক্রেতার অপেক্ষায় পাহাড়ি নারী-পুরুষ পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। ১৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৭
তিস্তার চরে বাদাম বীজ বুনছেন এক কৃষক দম্পতি। পাঞ্জরভাঙ্গা, কাউনিয়া উপজেলা, রংপুর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৭
নিয়মিত ওয়াসার পানি না আসায় ও পানিতে দুর্গন্ধ থাকায় ১৫ নম্বর মধ্যম রামপুর ছায়াবীথি ভবনের সামনে পানি নিতে আসেন প্রায় এক শ পরিবার। সপ্তাহে তিন দিন ছায়াবীথি ভবনের মালিক এলাকার বাসিন্দাদের খাবারের পানি দেন। বিকেল ৪টা, ১৫ নম্বর মধ্যম রামপুর, হাজার দীঘিরপাড়, চট্টগ্রাম, ১৭ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
১৬ / ১৭
ছুটির দিনে বইমেলায় পরিবার-পরিজন নিয়ে উপচে পড়া ভিড়। শুক্রবার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে
ছবি- জুয়েল শীল
১৭ / ১৭
ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে বের হয়েছেন মানুষ। ধানমন্ডি লেক, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: জাহিদুল করিম