হেমন্তের সকালে আকাশে পেঁজা তুলার মতো মেঘ জমেছে। এমন স্নিগ্ধ সকালে নাতনিকে নিয়ে খেলায় মেতেছেন গৃহকর্ত্রী। বাহাদুরসিং, রংপুর, ৫ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
২ / ১৮
উত্তর জনপদে হেমন্তেই শুরু হয়েছে শীতের আমেজ। তাই গ্রামের পথে পথে এখন ভাপা পিঠা বিক্রি করছেন নারীরা। হারাটি, রংপুর, ৫ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৩ / ১৮
নয়ানী গ্রামের সরকারি এই পুকুর থেকেই চারটি গ্রামের মানুষ প্রতিদিন খাওয়ার পানি সংগ্রহ করেন। সাদা পদ্মফুলে ভরা এই পুকুরই লবণাক্ত উপকূলের মানুষের একমাত্র মিঠাপানির ভরসা। কয়রা, খুলনা, ৫ নভেম্বরছবি: ইমতিয়াজ উদ্দীন
৪ / ১৮
অলকানন্দা ফুলকে শোভাবর্ধন করেছে ঝোড়োবৃষ্টির ফোঁটা। বগা পড়া, কাউখালী, রাঙামাটি, ৫ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৮
খাবারের খোঁজে বিদ্যুতের তারে বসে আছে বুলবুলি। জুনুমাছড়া ঘাগড়া, রাঙামাটি, ৫ নভেম্বর।ছবি: সুপ্রিয় চাকমা