একঝলক (২৯ এপ্রিল ২০২৪)

১ / ১৭
শিমুল ফল ফেটে তুলা বেরিয়ে এসেছে। লাঠিগঞ্জ, গাবতলী, বগুড়া, ২৯ এপ্রিল
ছবি: সোয়েল রানা
২ / ১৭
দীর্ঘ ছুটির পর আজ পাবনায় খুলেছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলে গিয়ে অনেক দিন পর সহপাঠীদের সঙ্গে দেখা। আনন্দ, উচ্ছ্বাস। তাই ক্লাস শেষে সেই রেশ রয়ে গিয়েছিল। তাই রোদ-গরম উপেক্ষা করে দল বেঁধে রিকশায় চড়ে গল্প করতে করতে বাড়ি ফিরে তারা। মহিলা কলেজ সড়ক, পাবনা, ২৯ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৭
বড়শি নিয়ে বিলে মাছে ধরতে যাচ্ছেন এক ব্যক্তি। ফুলতলা, খুলনা, ২৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৭
প্রচণ্ড রোদে কাজ করা মানুষদের কষ্ট বেশি। তাই নিজের ছাতাটি রিকশাচালকের মাথার ওপর দিয়ে চালককে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা যাত্রীর। খুলনা মেডিকেল কলেজ এলাকা, ২৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৭
ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছেন দুই ব্যক্তি। সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ২৯ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
৬ / ১৭
প্রখর রোদ আর প্রচণ্ড গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। রোদ থেকে রক্ষা পেতে ছাতা মাথায় দিয়ে সাইকেল নিয়ে বের হয়েছেন এই ব্যক্তি। শহীদ হিটলু সড়ক এলাকা, বগুড়া, ২৯ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৭ / ১৭
প্রখর রোদের মধ্যে মশারি বিক্রি করতে বের হয়েছেন এক ফেরিওয়ালা। সাতমাথা, বগুড়া, ২৯ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৮ / ১৭
বগুড়া শহরের সার্কিট হাউসের সামনে সড়কে ট্রাককে ভরে ন্যায্যমূল্যের ডিম বিক্রি করা হয়। আকার ও মানভেদে প্রতি হালি ডিম ২৮ থেকে ৩২ টাকায় বিক্রি হয়। সার্কিট হাউসের সামনে সড়ক, বগুড়া, ২৯ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৯ / ১৭
প্লাস্টিকের ড্রাম কাঁধে নিয়ে গ্রামে বিক্রি করতে যাচ্ছেন এক বিক্রেতা। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ২৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৭
গবাদিপশুর খাবারের জন্য মাঠ থেকে ঘাস সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন এক কৃষক। তাম্বুলখানা এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৭
প্রচণ্ড রোদের মধ্যে মাথায় গামছা রেখে পাঁপড় শুকানোর কাজ করছেন এক ব্যক্তি। ফুলতলা, খুলনা, ২৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৭
হাওরে উৎপাদিত বোরো ধান মোকামে বিক্রির জন্য নদীপথে করে নিয়ে আসা হয়েছে। সেগুলো নৌকা থেকে খালাস করে মোকামে নেওয়া হচ্ছে। ধানের মোকাম, ভৈরব, ২৯ এপ্রিল
ছবি: সুমন মোল্লা
১৩ / ১৭
গরমের মধ্যে পাটখেতে নিড়ানি ও পাতা তোলার কাজ করছেন দুজন। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ২৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৭
পাহাড়ি ঢলে বেড়েছে সুরমা নদীর পানি। নৌকায় পারাপার হচ্ছেন মানুষ। কাজীরবাজার এলাকা, সিলেট, ২৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৭
চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন মাঠঘাটে কাজ করা মানুষেরা। প্রখর রোদ আর প্রচণ্ড গরমে ক্লান্ত এই রিকশাচালক ঠান্ডা পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন। ২ নম্বর রেলগেট এলাকা, নারায়ণগঞ্জ, ২৯ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
১৬ / ১৭
দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। পাবনায় এই গরমে পথচারী ও রিকশা-ভ্যানচালকদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণ করছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। পাওয়ার হাউস মোড়, পাবনা, ২৯ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৭
প্রচণ্ড গরমের কারণে আখের রসের বেশ চাহিদা। তাই বিক্রির ধুম পড়েছে পার্বত্য চট্টগ্রাম থেকে আসা এসব আখের। ফিরিঙ্গী বাজার আড়ত, চট্টগ্রাম, ২৯ এপ্রিল
ছবি: জুয়েল শীল