একঝলক (১ মার্চ, ২০২৪)

১ / ১২
পাবনা শহরে প্রতিবছর ফেব্রুয়ারিজুড়ে বইমেলার আয়োজন করা হয়। মাস শেষে মেলা শেষ হওয়ার কথা থাকলেও আজ শুক্রবার পর্যন্ত মেলা এক দিন বাড়ানো হয়েছে। শেষ দিনের এই মেলাতে অনেকেই পছন্দের বই কিনতে আসেন। বইমেলা প্রাঙ্গণ, স্বাধীনতা চত্বর, পাবনা, ১ মার্চ
ছবি: হাসান মাহমুদ
২ / ১২
একসময়ের খরস্রোতা তিস্তা নদীতে পানি কমে গেছে। নদীতে ভেলা ভাসিয়ে চরে যাচ্ছে কয়েকটি শিশু। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১ মার্চ, ২০২৪
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
বসন্তের এই সময় গাছে গাছে ফুল আর সবুজ কচি পাতা উঁকি দিচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন থাকায় প্রাকৃতিক এই পরিবেশে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন অনেকেই। শেখ রাসেল নগর পার্ক, নারায়ণগঞ্জ, ১ মার্চ
ছবি: দিনার মাহমুদ
৪ / ১২
বাঁশের খুঁটিতে ঝাঁক বেঁধে বসে আছে পাখি। কুর্শা, নিকলী, কিশোরগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ১২
গাছে ফুটতে শুরু হওয়া বসন্তের ফুল নীলমণি লতায় মধুর সন্ধানে উড়ছে মৌমাছি। রথঘর মহল্লা, রাধানগর, পাবনা, ১ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৬ / ১২
নৌকায় কাঁকড়া ধরার উপকরণ নিয়ে সুন্দরবনে যাচ্ছেন জেলেরা। শাকবাড়িয়া নদী, সুন্দরবন, কয়রা, খুলনা, ১ মার্চ, ২০২৪
ছবি: ইমতিয়াজ উদ্দীন
৭ / ১২
পাট বিক্রি করতে হাটে নিয়ে যাচ্ছেন দুই কৃষক। বাজারে প্রতি মন পাট ২ হাজার ৮০০ থেকে ৩০০০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। খালিয়া, বাজিতপুর, মাদারীপুর ১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৮ / ১২
খুলনার যুবসমাজকে ফিটনেসে আগ্রহী করে তোলা এবং পাশাপাশি মাদক ও জঙ্গিবাদ থেকে তাদের দূরে রেখে সুষ্ঠু দেশ বিনির্মাণে ভূমিকা রাখার প্রয়াসে ‘খুলনা রানার্স’ সংগঠনটি ৫০ জন রানার নিয়ে আয়োজন করে ১০ কিলোমিটার রানিং ইভেন্টের। শিববাড়ী মোড়, খুলনা, ১ মার্চ, ২০২৪
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১২
নিজের লাগানো বাঙ্গিখেতে পানি দিচ্ছেন কৃষক এনায়েত শেখ। পূর্ব সদরদি, চুমুরদি, ভাঙ্গা, ফরিদপুর ১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১০ / ১২
বসন্তে মাঠঘাট সব শুকনা। পাশের জমি থেকে নিজের টমেটোখেতে পানি দিচ্ছেন কৃষক। অরণ্যপুর এলাকা, সদর উপজেলা, কুমিল্লা ১ মার্চ, ২০২৪ ছবি: এম সাদেক নৌকায় কাঁকড়া ধরার উপকরণ নিয়ে সুন্দরবনে যাচ্ছেন জেলেরা। শাকবাড়িয়া নদী, সুন্দরবন, কয়রা, খুলনা, ১ মার্চ, ২০২৪
ছবি: ইমতিয়াজ উদ্দীন
১১ / ১২
শখের বসে ৩৫ হাজার টাকা দিয়ে ৮ মাস আগে একটি গাড়ল কিনে পালন শুরু করেন বাবু রাজ। দুটি বাচ্চাসহ বর্তমানে এই তিন গাড়ল নিয়েই দিন কাটে তাঁর। গাছপাড়া, পাবনা, ১ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১২ / ১২
নয়নাভিরাম কাপ্তাই হ্রদে নৌকাভ্রমণ করছেন পর্যটকেরা। কাটাছড়ি, রাঙামাটি, ১ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা