কৃষকের কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা মণ দরে পটোল কিনেছেন পাইকারি ব্যবসায়ীরা। সেগুলো বস্তায় ভরা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যাওয়ার জন্য। বিদিরপুর বাজার, মোহপুর, রাজশাহী, ২১ আগস্টছবি: শহীদুল ইসলাম
বরিশাল থেকে আসা আমড়া বাছাই করে আলাদা আলাদা টুকরিতে রাখছেন এই বিক্রেতা। মানভেদে এসব আমড়া ১৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। চারারগোপ ফলের আড়ত এলাকা, নারায়ণগঞ্জ, ২১ আগস্টছবি: দিনার মাহমুদ
৫ / ১৫
মৌসুমি বায়ুর প্রভাবে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। হুমায়ুন রশীদ চত্বর এলাকা, সিলেট, ২১ আগস্টছবি: আনিস মাহমুদ