একঝলক (১৯ নভেম্বর ২০২৫)

১ / ২১
চারপাশ উজ্জ্বল করে সূর্যোদয় হচ্ছে। হেমন্তের হিম হিম ভোরে হাওরের পানিতে পড়েছে তার নরম আভা। হাকালুকি হাওর, জুড়ী, মৌলভীবাজার, ১৯ নভেম্বর
ছবি: কল্যাণ প্রসূন
২ / ২১
মাচা ঘরের জানালার ফাঁক গলে শিশুদের হাসি। চিংম্রং পাহাড়, কাপ্তাই, রাঙামাটি, ১৯ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২১
হেমন্তে ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত নারী–পুরুষ। ভূতের টিলা, রাঙামাটি, ১৯ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
শুকনা ডালে বসে আছে গিরগিটি। গারারণ, গাজীপুর, ১৯ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
৫ / ২১
বাঁশের খুঁটিতে উড়ে এসে বসছে একটি কাঠঠোকরা পাখি। সবুজবাগ, বগুড়া, ১৯ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ২১
বাজারে আনা পান ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকেরা। মুরাদপুর, বগুড়া, ১৯ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ২১
ভেলায় ভেসে বড়শি পেতে মাছ ধরছেন এক ব্যক্তি। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ১৯ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২১
ধানখেতের পাশে শুকনা ডালে বসে আছে মাছরাঙা পাখিটি। কাতিয়ানাংলা, খুলনা, ১৯ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২১
পেঁয়াজের বস্তা আড়ত থেকে ট্রাকে তোলার জন্য নিচ্ছেন শ্রমিকেরা। পেঁয়াজপট্টি, বরিশাল, ১৯ নভেম্বর
ছবি: সাইয়ান
১০ / ২১
খেত থেকে আনা ভুট্টা বিক্রির আগে বাছাই করছেন তাঁরা। পাইংক্ষ্যং নোয়াপাড়া, বান্দরবান, ১৯ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১১ / ২১
সূর্যমুখী ফুলে উড়ে এসে বসেছে একটি প্রজাপতি। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ১৯ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
বাজারে ঝুট কাপড় বেছে বেছে সংগ্রহ করছেন বম নারীরা। এসব ঝুট কাপড় থেকে সুতা সংগ্রহ করে শীতের কাপড় বুনে থাকেন তাঁরা। মধ্যম পাড়া, বান্দরবান, ১৯ নভেম্বর
ছবি: মং হাই সিং  মারমা
১৩ / ২১
পাকা ধান কাটা শেষে জমিতেই মাড়াই চলছে। শাহগঞ্জ, ময়মনসিংহ, ১৯ নভেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
১৪ / ২১
নতুন ধান সেদ্ধ করে বাড়ির পাশে সড়কে রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। ভোমরাকান্দি, ফরিদপুর, ১৯ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৫ / ২১
খেত থেকে মাষকলাই ডাল দলবেঁধে তুলছেন কৃষকেরা। ভোমরাকান্দি, ফরিদপুর, ১৯ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৬ / ২১
ঝাউগাছে সকালে জমেছে শিশিরবিন্দু। ভদ্র, রাজশাহী, ১৯ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৭ / ২১
হাওরের বিল থেকে দুর্বৃত্তরা যাতে মাছ ধরে নিয়ে যেতে না পারে, সে জন্য ইজারাদারের নিয়োজিত লোকজন নৌকায় অস্থায়ী বাসা তৈরি করে পাহারা দেন। নাগুয়াবিল, হাকালুকি হাওর, মৌলভীবাজার, ১৯ নভেম্বর
ছবি: কল্যাণ প্রসূন
১৮ / ২১
সাভারের ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমিন বাজার, ঢাকা, ১৯ নভেম্বর
ছবি: শামসুজ্জামান
১৯ / ২১
শীত বাড়তে থাকায় কম্বলের বিক্রি বাড়ছে। জেলা স্টেডিয়াম মার্কেট, খুলনা, ১৯ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২১
মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আন্তবিভাগ ভলিবল টুর্নামেন্টে খেলার একটি মুহূর্ত। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১৯ নভেম্বর
ছবি: সোয়েল রানা
২১ / ২১
বাংলাদেশের জাতীয় দলের হয়ে ফুটবল খেলার পর প্রথমবারের মতো পৈতৃক বাড়িতে ফিরলেন ফুটবলার শমিত সোম। তাঁর আগমনে স্বজন ও এলাকাবাসীর মাঝে ছিল উৎসবের আমেজ। সোমবাড়ি, দক্ষিণ উত্তরসুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৯ নভেম্বর
ছবি: শিমুল তরফদার