ঝাউগাছে সকালে জমেছে শিশিরবিন্দু। ভদ্র, রাজশাহী, ১৯ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
১৭ / ২১
হাওরের বিল থেকে দুর্বৃত্তরা যাতে মাছ ধরে নিয়ে যেতে না পারে, সে জন্য ইজারাদারের নিয়োজিত লোকজন নৌকায় অস্থায়ী বাসা তৈরি করে পাহারা দেন। নাগুয়াবিল, হাকালুকি হাওর, মৌলভীবাজার, ১৯ নভেম্বরছবি: কল্যাণ প্রসূন
১৮ / ২১
সাভারের ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমিন বাজার, ঢাকা, ১৯ নভেম্বরছবি: শামসুজ্জামান
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আন্তবিভাগ ভলিবল টুর্নামেন্টে খেলার একটি মুহূর্ত। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১৯ নভেম্বরছবি: সোয়েল রানা
২১ / ২১
বাংলাদেশের জাতীয় দলের হয়ে ফুটবল খেলার পর প্রথমবারের মতো পৈতৃক বাড়িতে ফিরলেন ফুটবলার শমিত সোম। তাঁর আগমনে স্বজন ও এলাকাবাসীর মাঝে ছিল উৎসবের আমেজ। সোমবাড়ি, দক্ষিণ উত্তরসুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৯ নভেম্বরছবি: শিমুল তরফদার