পুরোনো বস্তা খুলনা থেকে ট্রাকে পাঠানো হচ্ছে পঞ্চগড়। ভুট্টা, আলু ইত্যাদি বহনের কাজে ব্যবহার হয় এই বস্তা। স্টেশন সড়ক, খুলনা, ৪ মার্চছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৫
টাঙ্গাইলের মধুপুর থেকে পিকআপে করে এসেছে আনারস। নামানো হচ্ছে আড়তে। স্টেশন সড়ক, খুলনা, ৪ মার্চছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৫
আবহাওয়া ভালো থাকায় মরিচের ভালো ফলন হয়েছে। বাজারে বিক্রির জন্য খেত থেকে মরিচ তুলছেন কৃষক। বুড়িচং, কুমিল্লা, ৪ মার্চছবি: আবদুর রহমান
৭ / ১৫
সিলেট বন বিভাগের আয়োজন ও জেলা প্রশাসনের সহযোগিতায় গাছ (পেরেক অপসারণ) সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করছেন সিলেটের জেলা প্রশাসকসহ অতিথিরা। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, সিলেট, ৪ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৮ / ১৫
উত্তরের ঠাকুরগাঁও থেকে আলু আনা হয়েছে পাবনার আড়তে। সেখানে মেপে বস্তায় ভরে পাঠানো হচ্ছে বিভিন্ন হাটে। কোল্ড স্টোরেজে আলু রাখার মৌসুম এখন, তাই কিছুটা বাড়তে শুরু করেছে দাম। মাধপুর, পাবনা, ৪ মার্চছবি: হাসান মাহমুদ
৯ / ১৫
শুরু হয়েছে গাছ (পেরেক অপসারণ) সুরক্ষা কর্মসূচি। সিলেট জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গাছ থেকে পেরেক অপসারণ করছেন বন বিভাগের কর্মীরা। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, সিলেট, ৪ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
১০ / ১৫
বাইসাইকেলের দুটি টায়ার একসঙ্গে চালানোর চেষ্টায় দুরন্ত শিশু। খারুয়াবাধা, রংপুর, ৪ মার্চছবি: মঈনুল ইসলাম
১১ / ১৫
মাটির তৈরি হাঁড়ি রোদে শুকাতে দিচ্ছেন এক নারী। প্রতিটি হাঁড়ি পাইকারি দরে ২০ টাকায় বিক্রি করা হয়। দক্ষিণ মমিনপুর, রংপুর, ৪ মার্চছবি: মঈনুল ইসলাম
১২ / ১৫
যমুনা নদীর চরে নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়ছেন জুলহাস মোল্লা। শিবালয়, মানিকগঞ্জ, ৪ মার্চছবি: আব্দুল মোমিন
১৩ / ১৫
বিস্তীর্ণ মাঠে ফুটে আছে পেঁয়াজের ফুল। মৌমাছি না থাকায় হাত দিয়ে পরাগায়ন করছেন কৃষক দম্পতি। গোবিন্দপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ৪ মার্চছবি: আলীমুজ্জামান
১৪ / ১৫
এবার আলুর আবাদ হয়েছে তুলনামূলক বেশি। মৌসুমের শুরুতে হিমাগারগুলোতে আলুর বস্তা রাখার তোড়জোড়। পালিচড়া, রংপুর, ৪ মার্চছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৫
পয়োনিষ্কাশনের লাইন সংস্কারের জন্য খুঁড়ে রাখা হয়েছে সড়ক। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। মিরপুর, ঢাকা, ৪ মার্চছবি: তানভীর আহাম্মেদ