একঝলক (১০ জুন ২০২৫)

১ / ২৫
পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে অনেকেই ঢাকা ছেড়েছেন। তাই রাজধানীর ব্যস্ততম সড়কগুলো এখন অনেকটাই ফাঁকা। মতিঝিল, ঢাকা, ১০ জুন
ছবি: প্রথম আলো
২ / ২৫
ঈদের ছুটিতে নানা বয়সী মানুষের কোলাহলে মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহার প্রাঙ্গণ। কোটবাড়ী, কুমিল্লা, ১০ জুন
ছবি: আবদুর রহমান
৩ / ২৫
রাজধানীর পোস্তগোলা শ্মশান সড়কে বেলা ১১টার দিকেও পড়ে ছিল অস্থায়ী পশুর হাটের বর্জ্য। এতে মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। ঢাকা, ১০ জুন
ছবি: দীপু মালাকার
৪ / ২৫
ভরা বর্ষায় পর্যটকে মুখর নয়নাভিরাম টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জ, ১০ জুন
ছবি: প্রথম আলো
৫ / ২৫
পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১০ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এক অভিভাবক তাঁর ডেঙ্গু আক্রান্ত মেয়েকে সেবা দিচ্ছেন। সদর হাসপাতাল, বরগুনা জেলা, ১০ জুন
ছবি: সাইয়ান
৭ / ২৫
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে। আগারগাঁও, ঢাকা, ১০ জুন
ছবি: জাহিদুল করিম
৮ / ২৫
ঈদের ছুটি শেষ না হলেও কর্মব্যস্ততা শুরু হয়েছে সবজির বাজারে। জমি থেকে বেগুন তুলে তা বস্তায় ভরে নেওয়া হচ্ছে আড়তে। বিমানবন্দর সড়ক, ঈশ্বরদী, পাবনা, ১০ জুন
ছবি: হাসান মাহমুদ
৯ / ২৫
পানি বাড়ায় পদ্মা নদীতে মাছ শিকারের জন্য বাঁশের তৈরি মাছ ধরার চাঁই তৈরি করছেন একজন জেলে। সাঁড়াঘাট, ঈশ্বরদী, পাবনা, ১০ জুন
ছবি: হাসান মাহমুদ
১০ / ২৫
চলছে রসালো ফলের মৌসুম। গ্রামের গাছে গাছে ঝুলছে কাঁঠাল। সাঁড়াঘাট, ঈশ্বরদী, পাবনা, ১০ জুন
ছবি: হাসান মাহমুদ
১১ / ২৫
বাড়ির পাশে বেগুনখেতের আগাছা পরিষ্কারে নিড়ানি দিচ্ছেন এক কৃষক। শোলাকুণ্ডু এলাকা, কানাইপুর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর ১০, জুন
ছবি: আলীমুজ্জামান
১২ / ২৫
রুমা উপজেলায় পাহাড়ের ওপর অবস্থিত দৃষ্টিনন্দন বগালেক। রুমা, বান্দরবান, ৯ জুন
ছবি: মংহাইসিং মারমা।
১৩ / ২৫
ক্রেতাদের মনোযোগ আকর্ষণে আমপাতা দিয়ে সাজিয়ে বিভিন্ন জাতের আম বিক্রি করছেন মারুফ মিয়া। প্রতি কেজি আম ৬০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। অশোকতলা, কুমিল্লা, ১০ জুন
ছবি: আবদুর রহমান
১৪ / ২৫
পেছনে গরু রেখে নছিমনের সামনে ও ওপরে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন গরুর ব্যাপারীরা। বদরপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১০ জুন
ছবি: আলীমুজ্জামান
১৫ / ২৫
তাপপ্রবাহের মধ্যে দিনের বেলায় বাইরে বের হলে গরমে অতিষ্ঠ হয়ে উঠতে হচ্ছে। এর মধ্যে রিকশায় চেপে শাড়ির আঁচল দিয়ে ঢেকে কোলের শিশুকে রোদের আঁচ থেকে রক্ষার চেষ্টা করেন এই মা। বদরপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১০ জুন
ছবি: আলীমুজ্জামান
১৬ / ২৫
বর্ষা মৌসুমে সিলেট সদরের বাইশটিলা এলাকার উফতার হাওরে ঘুরতে আসেন লোকজন। নৌকায় করে ঘুরে বেড়ান হাওরে। ঘাটে বাঁধা নৌকা। বাইশটিলা, সিলেট, ১০ জুন
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৫
ঈদের ছুটিতে আলুটিলা গুহায় ঘোরাঘুরি। খাগড়াছড়ি, ১০ জুন
ছবি: জয়ন্তী দেওয়ান
১৮ / ২৫
পাকা জাম পাড়তে গাছের মগডালে উঠেছে এই কিশোর। কেরানীহাট, রংপুর, ১০ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২৫
সবুজ, সাদা আর খয়েরি রঙের মাছরাঙা পাখিটি কাপ্তাই হ্রদের পাড়ে গাছের ডালে বসে শিকারের খোঁজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হাজারি বাঁক, রাঙামাটি, ১০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২৫
কাজীবাছা নদীতে সূক্ষ্ম ছিদ্রের জাল দিয়ে চিংড়ির রেণু ধরছেন স্থানীয় লোকজন। এতে অন্য মাছের ডিম ও জলজ প্রাণীর লার্ভা নষ্ট হয়। জলমা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১০ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২১ / ২৫
কাপ্তাই হ্রদ ভ্রমণ করে সুবলং ঝরনার উদ্দেশে বোটে চড়ে পর্যটকদের যাত্রা। জারুলছড়ি, রাঙামাটি, ১০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২২ / ২৫
কাজীবাছা ও শোলমারী নদীর মোহনায় জোয়ারের পানিতে ধরা হচ্ছে মাছ। বটিয়াঘাটা সেতু, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১০ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২৩ / ২৫
সকালে রংধনু আর মেঘের ঘনঘটা পাহাড়ের ওপরে। সুবলং ঝরনা, রাঙামাটি, ১০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২৪ / ২৫
নালা থেকে ময়লা-আবর্জনা তুলে স্তূপ করে রাখা হয়েছে এর পাশেই। এসব ময়লা-আবর্জনা আবার গড়িয়ে পড়ছে সেই নালায়। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১০ জুন
ছবি: আনিস মাহমুদ
২৫ / ২৫
এই মৌসুমে সিলেট নগরের কদমতলী এলাকায় বসে অস্থায়ী ‘কাঁঠালের হাট’। মৌসুমের শুরু থেকে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এই বাজারে কাঁঠাল আসে। ট্রাকে করে এসব কাঁঠাল আনা হয়। বাজারে দিনভর পাইকারি-খুচরা দরে কাঁঠালের বেচাকেনা চলে। তবে ঈদের পর ক্রেতাসমাগম কম। তবু কাঁঠাল নিয়ে বসে আছেন বিক্রেতারা। কদমতলী, সিলেট, ১০ জুন
ছবি: আনিস মাহমুদ