একঝলক (৬ আগস্ট ২০২৫)

১ / ২০
বৃষ্টিতে ফুলের কলির ওপর কালো পিঁপড়া। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ৬ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২০
ফুটে আছে শুভ্র চায়না টগর ফুল। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুমিল্লা, ৬ আগস্ট
ছবি: আবদুর রহমান
৩ / ২০
বসে আছে জোড়া তিলা ঘুঘু। আলুটিলা, রাঙামাটি, ৬ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
কাপ্তাই হ্রদের পানি বেড়ে ভেঙে গেছে বাঁশের সাঁকো। ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। ভেদভেদী, রাঙামাটি, ৬ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
সড়কের পাশে ঝুড়ি পেতে ইলিশ মাছ বিক্রি করছেন এই বিক্রেতা। সদর থানার মোড়, খুলনা, ৬ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
বৃষ্টিভেজা দিনে দুই জোড়া শালিক পাখি। সবুজবাগ, বগুড়া, ৬ আগস্ট
ছবি: সোয়েল রানা
৭ / ২০
বৃষ্টিভেজা ঘাসে ওপর পাখির ওড়াউড়ি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ৬ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২০
খানাখন্দে ভরা সড়কে চলছে যানবাহন। গাজিরখামার বাজার, শেরপুর-নালিতাবাড়ী সড়ক, ৬ আগস্ট
ছবি: প্রথম আলো
৯ / ২০
বাজারে শাপলা ফুল বিক্রি করতে এনেছেন এই নারী। তারাগঞ্জ বাজার, নালিতাবাড়ী, শেরপুর, ৬ আগস্ট
ছবি: আবদুল মান্নান
১০ / ২০
বৃষ্টি ভেজা করমচা ফল। তালুক বকচি, রংপুর, ৬ আগস্ট। ছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
১২. গাছে ধরেছে দেশি জাতের মাল্টা। তালুক বকচি, রংপুর, ৬ আগস্ট। ছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কলেজ সেকশনের ক্লাস শুরু হয়েছে, ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। উত্তরা, ঢাকা, ৬ আগস্ট। ছবি: তানভীর আহাম্মেদ
১৩ / ২০
কুমার নদে রাতে পেতে রাখা চাঁই সকালে তুলে মাছ সংগ্রহ করছেন পাড়ের এক বাসিন্দা। ভাটিলক্ষ্মীপুর, ফরিদপুর, ৬ আগস্ট। ছবি: আলীমুজ্জামান
১৪ / ২০
গ্রামগঞ্জে ঘুরে ঘুরে গৃহস্থের বাড়ির দা-ছুরি–বঁটি ধার করে অর্থ উপার্জন করেন এই শানকারেরা। এখন দল বেঁধে গ্রামের পথে কাজে বেরোচ্ছেন তাঁরা। আলীপুর, ফরিদপুর, ৬ আগস্ট। ছবি: আলীমুজ্জামান
১৫ / ২০
সড়কের পাশে থামানো একটি পণ্যবাহী ট্রাকের পেছনে আরেকটি পণ্যবাহী লরি ধাক্কা দিলে লরির সামনের অংশ দুমড়েমুচড়ে মৃত্যু হয় চালকের সহকারী সাব্বির হোসেনের। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সুফিয়া রাস্তার মাথা, মিরসরাই, চট্টগ্রাম, ৬ আগস্ট। ছবি: ইকবাল হোসেন
১৬ / ২০
বৃষ্টিভেজা কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য। উজানী পাড়া, বান্দরবান, ৬ আগস্ট। ছবি: মংহাইসিং মারমা
১৭ / ২০
পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের জেটি নদীতে বিলীন হয়ে গেছে। পাটুরিয়া ২ নম্বর ফেরিঘাট, মানিকগঞ্জ, ৬ আগস্ট। ছবি: আব্দুল মোমিন
১৮ / ২০
শখ করে লাগানো বিদেশি চেরি ফলের গাছ ফুল ও ফলে ভরে উঠেছে। ঝাউতলা, কুমিল্লা, ৬ আগস্ট। ছবি: আবদুর রহমান
১৯ / ২০
মুড়ি বিক্রি করতে বেরিয়েছেন বিক্রেতা। তামপাট, রংপুর, ৬ আগস্ট। ছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
অধ্যাদেশ ঘোষণার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। সায়েন্স ল্যাব মোড়, ঢাকা, ৬ আগস্ট। ছবি: সাজিদ হোসেন