জ্বালানিবাহী ট্যাংকার যাচ্ছে বিমানবন্দরে। বিরোধীদের ডাকা হরতালে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় গাড়িগুলোর পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়, ২০ নভেম্বরছবি: সাজিদ হোসেন
২ / ১৫
হরতালের মধ্যেও রাজধানীতে ছিল তীব্র যানজট। রাজধানীর গুলিস্তান এলাকায়, ২০ নভেম্বরছবি: সাজিদ হোসেন
৩ / ১৫
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। আজ সকালে কারাগার থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন তিনি। কারণ, আজ তাঁর পরীক্ষা ছিলছবি: সাজিদ হোসেন
৪ / ১৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা, ২০ নভেম্বর ছবি: দীপু মালাকারছবি: দীপু মালাকার
৫ / ১৫
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পরীক্ষার হলে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। ঢাকা, ২০ নভেম্বরছবি: দীপু মালাকার
৬ / ১৫
স্বল্প আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে পণ্য দিতে ট্রাকে করে পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সেই পণ্য কিনতে ট্রাকের পাশে মানুষের ভিড়। নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা সড়কের পশ্চিম দেওভোগ এলাকায়, ২০ নভেম্বরছবি: দিনার মাহমুদ
৭ / ১৫
অগ্রহায়ণ মাস শুরু হয়েছে। পাকা ধান কেটে ঘরে নেওয়ার কাজে ব্যস্ত কৃষকেরা। ঘোড়ার গাড়িতে মাঠ থেকে ধান নেওয়া হচ্ছে কৃষকের ঘরে। কোলাদী, পাবনা, ২০ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৮ / ১৫
সড়কে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী রেখে চলছে স্থাপনা নির্মাণের কাজ। এতে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নবগ্রাম সড়ক, বরিশাল নগর, ২০ নভেম্বরছবি: সাইয়ান
৯ / ১৫
ধান সেদ্ধ করে বাড়ির পাশের মাঠে শুকাচ্ছেন গৃহবধূ সুমি বেগম। নইমুউদ্দিন মাতুব্বরের ডাংগী এলাকা, চরমাধবদিয়া ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ২০ নভেম্বরছবি: আলীমুজ্জামান
১০ / ১৫
শর্ষেখেতের আইল ধরে বিদ্যালয়ে যাচ্ছে তিন শিক্ষার্থী। গোলডাঙ্গী এলাকা, ডিগ্রিচর ইউনিয়ন সদর উপজেলা, ফরিদপুর, ২০ নভেম্বরছবি: আলীমুজ্জামান
১১ / ১৫
নিজের বাগানের গাছ থেকে সংগ্রহ করার সুপারি গুনছেন এই নারী। পাইকারেরা বাড়ি থেকে এসব সুপারি কিনে নিয়ে যান। বৌদিপুর গ্রাম, রাঙামাটি সদর, ২০ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৫
কয়েক দিন বাদেই খেত থেকে তোলা শুরু হতো। এর মধ্যেই ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মাটিতে নুয়ে পড়েছে ধানগাছ। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। মাটিতে নুয়ে পড়া ধানগাছ বেছে বেছে কাটছেন চাষি প্রিয় মোহন চাকমা। ধর্মঘর, রাঙামাটি সদর, ২০ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৫
কাটার সময় কিছু পাকা ধান গাছ থেকে মাটিতে পড়ে। জমিতে পড়ে থাকা সেই ধান কুড়াচ্ছেন এই প্রবীণ নারী। মিঠাপুকুর উপজেলার ভিমেরগড় এলাকা, রংপুর, ২০ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৫
আমন ধান কাটা হয়ে গেছে। এরপর সেই ধানের জমি চাষ করে বোরো ধানের জন্য বীজ বপন করছেন দুই কৃষক। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিশাবন্ধ গ্রাম, ২০ নভেম্বরছবি: এম সাদেক
১৫ / ১৫
অগ্রহায়ণ মাসের শুরু হলেও রাতে বেশ কুয়াশা পড়ছে। সকালে রোদ উঠলে ধীরে ধীরে বিদায় নেয় সেই কুয়াশা। খুলনা-যশোর মহাসড়ক, ফুলতলা, খুলনা, ২০ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন