আড়িয়ালখাঁ নদের পাশের খালে ফাঁদ পেতে মাছ ধরেছেন এক মৎস্যশিকারি। তালতলী সেতু, বরিশাল, ২৬ অক্টোবরছবি: সাইয়ান
২ / ১২
ভেঙে আছে ফুটপাতের নর্দমার স্ল্যাব। চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। দুর্ঘটনা এড়াতে ডালপালা, ফেস্টুন প্রভৃতি দিয়ে রাখা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের আর্মি মার্কেটের সামনে, নারায়ণগঞ্জ, ২৬ অক্টোবরছবি: দিনার মাহমুদ
৩ / ১২
শহরের রাস্তায় চলাচলে ধুলোবালু কমানোর জন্য পানি ছিটাচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা। সকালে চাষাঢ়া এলাকা, নারায়ণগঞ্জ, ২৬ অক্টোবরছবি: দিনার মাহমুদ
৪ / ১২
হেমন্তের সকালে গ্রামের পথে পথে এখন ভাপা পিঠা বিক্রির ধুম পড়েছে। প্রতিবছরের মতো এবারও সড়কের ধারে ভাপা পিঠা বিক্রি করছেন মনিজা বেগম। তাঁকে ঘিরে ভিড় করছেন নানা বয়সের মানুষ। শেখটারি এলাকা, রংপুর, ২৬ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
প্রতিদিনই বাড়ছে আলুর দাম। চান্দিনা উপজেলার সেঞ্চুরি কোল্ডস্টোরেজে রাখা আলু বাছাই করা হচ্ছে বিক্রির জন্য। প্রতি কেজি ৪৮ টাকা দরে পাইকারি বিক্রি করছেন। চান্দিনা, কুমিল্লা, ২৬ অক্টোবরছবি: এম সাদেক
৬ / ১২
তিস্তার চরে আলু রোপণের জন্য ঘোড়ার গাড়িতে বীজ নিয়ে যাচ্ছেন কৃষক। আলালচর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৬ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
নদীতে মাছের খোঁজে জাল নিয়ে ছুটছে দুই কিশোর। ছালাপাক এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৬ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৮ / ১২
উত্তর জনপদে এখন শীতের হাওয়া। তাই লেপ-তোশক নিয়ে বিক্রি করতে দল বেঁধে গ্রামের পথে ছুটছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রতিটি লেপ-তোশক বিক্রি করছেন ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৬ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
খাল-বিল, নদী-নালার পানি কমে গেছে। তাই এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে স্পিডবোটটি। এ কাজে ব্যবহার করা হচ্ছে ঘোড়ার গাড়ি। পদ্মাঘাট সড়ক, পাবনা, ২৬ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১০ / ১২
খাল-বিলের পানি কমে গেছে। সেই পানিতে জাল পেতে মাছ শিকার করা হচ্ছে। জালে মাছ ধরা পড়েছে কি না, তা দেখতে এসেছে দুই শিশু। পাইকপাড়া, সুজানগর, পাবনা, ২৬ অক্টোবরছবি: হাসান মাহমুদ