বর্ষার এ সময়ে নদী-নালা ও খাল-বিলে পাওয়া যাচ্ছে নানা রকম মাছ। সেগুলো ধরা হয় জালসহ বিভিন্ন রকম ফাঁদ ব্যবহার করে। জেলেরা হাট থেকে মাছ ধরার ফাঁদ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনে ট্রলারে ফিরছেন। সোনারগাঁয়ের মুগারচর এলাকায়, নারায়ণগঞ্জ। ১৩ আগস্টছবি: দিনার মাহমুদ