একঝলক (২১ এপ্রিল ২০২৪)

১ / ৩৪
কৃষক মুজিবর শেখ ১০ শতাংশ জমিতে ৩ হাজার টাকা খরচ করে উচ্ছে চাষ করেছেন। বিক্রির জন্য এখন খেত থেকে সেই উচ্ছে তুলছেন। দেবীনগর এলাকা, রামনগর, নগরকান্দা, ফরিদপুর, ২১ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২ / ৩৪
দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিদিন ভোরে বসে বাঙ্গির হাট। আশপাশের গ্রামের চাষিরা এখানে বাঙ্গি বিক্রি করতে আসেন। পাইকাররা বাঙ্গি কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। হাটে আকারভেদে ১০০টি বাঙ্গি ৩ হাজার থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দেবীনগর এলাকা, রামনগর, নগরকান্দা, ফরিদপুর, ২১ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৩ / ৩৪
গরমে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা। সারা দেশে বয়ে চলা তাপপ্রবাহের কারণে জ্বরসহ নানা ধরনের অসুস্থতা নিয়ে শিশুদের হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকেরা। শের-ই-বাংলা মেডিকেল, বরিশাল, ২১ এপ্রিল
ছবি: সাইয়ান
৪ / ৩৪
গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। প্রখর রোদ আর গরমে ঘেমে একাকার এই রিকশাচালক। জিন্দাবাজার এলাকা, সিলেট, ২১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৫ / ৩৪
মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে যাচ্ছেন জেলেরা। তেলখিরা এলাকা, নারায়ণগঞ্জ, ২১ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
৬ / ৩৪
বৈশাখের খরতাপে হাঁসফাঁস অবস্থা সবার। দুর্বিষহ অবস্থা থেকে বাদ নেই পাখিরাও। প্রচণ্ড গরমে সড়কে জমে থাকা পানি পান করছে কাকগুলো। কিনব্রিজ এলাকা, সিলেট, ২১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৭ / ৩৪
দাবদাহে পুড়ছে দেশ। এর মধ্যেও কাজে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে প্রচণ্ড রোদ-গরম উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে দুধ দিচ্ছেন গোয়ালা। কাচারিপাড়া, পাবনা, ২১ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৮ / ৩৪
গরম ও দাবদাহের কারণে সরকারি সব স্কুল-কলেজ বন্ধ থাকলেও আলাদা নির্দেশনা না থাকায় খোলা রয়েছে কিন্ডারগার্টেন। বিদ্যালয়ের ছুটি শেষে রোদ থেকে রক্ষা পেতে বইয়ের ব্যাগ মাথায় নিয়ে বাড়ি ফিরছে এক শিশুশিক্ষার্থী। বকুলতলা এলাকা, পীরগাছা, রংপুর, ২১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৯ / ৩৪
গরম থেকে স্বস্তি পেতে ড্রামে লাগানো গাছের নিচে গা এলিয়ে শুয়ে আছে বিড়ালছানা। দেওভোগ আখড়া এলাকায়, নারায়ণগঞ্জ, ২১ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
১০ / ৩৪
নিষেধাজ্ঞা থাকার পরও বন্ধ হয়নি মহাসড়কে তিন চাকার যানবাহনের চলাচল। প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও মহাসড়কে দাপিয়ে চলছে এসব যানবাহন। ঢাকা-পাবনা মহাসড়ক, রাজাপুর, পাবনা, ২১ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১১ / ৩৪
রোদে ভুট্টা শুকাতে ব্যস্ত শ্রমিকেরা। রোদে পুড়ে আর গরমে ঘেমে ক্লান্ত, তবু কাজ থেমে নেই। কুটিরঘাট এলাকা, কাউনিয়া, রংপুর, ২১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১২ / ৩৪
প্রচণ্ড রোদ আর গরমে বোরো ধানখেতের পানি শুকিয়ে যাচ্ছে, তাই ঘন ঘন সেচ দিতে হচ্ছে চাষিদের। খেতে সেচ দিতে শ্যালো মেশিন নিয়ে যাচ্ছেন একজন। চিলারঝার এলাকা, রংপুর, ২১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ৩৪
তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যেও বসে থাকার সুযোগ নেই খেটে খাওয়া মানুষের। জীবিকার তাগিদে প্রচণ্ড গরম ও তাপ উপেক্ষা করে কাজ করছেন তাঁরা। শহীদ বুলবুল কলেজ, পাবনা, ২১ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১৪ / ৩৪
পরিবহনের সময় পথেই কিছু ভুট্টা ছড়িয়ে পড়েছে। সেই ভুট্টা কুড়িয়ে নিচ্ছেন কৃষক মোতাহার হোসেন। গাড়িদহ এলাকা, শেরপুর, বগুড়া, ২১ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৫ / ৩৪
মাঠে কাজ করার ফাঁকে সকালের খাবার খাচ্ছেন এক কৃষক। জামুন্না এলাকা, শাজাহানপুর, বগুড়া, ২১ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৬ / ৩৪
খেতে কাজ করে হাঁপিয়ে উঠছেন কৃষক। কাজের ফাঁকে গাছের নিচে পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন একজন। জামুন্না এলাকা, শাজাহানপুর, বগুড়া, ২১ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৭ / ৩৪
ধানখেতে ইঁদুরের উৎপাত বেড়েছে। তাই ইঁদুর মারতে বাঁশ দিয়ে তৈরি বিশেষ ফাঁদ পাততে যাচ্ছেন চাষি মোফাজ্জল হোসেন। সাধু এলাকা, কাউনিয়া, রংপুর, ২১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ৩৪
গাছি জহুরুল হক গাছ থেকে তালের রস পেড়ে গুড় তৈরির জন্য বাড়ির উঠানে জ্বাল দিচ্ছেন। ভোজের ডাঙ্গী এলাকা, রামনগর, নগরকান্দা, ফরিদপুর, ২১ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৯ / ৩৪
শিমুল ফল ফেটে বের হচ্ছে তুলা। থানা এলাকা, শাহমখদুম, রাজশাহী, ২১ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
২০ / ৩৪
গরমে ছুটি দেওয়া হয়েছে স্কুল। সেই সুযোগে শিশুদের চড়ুইভাতির আয়োজন। ইটের চুলায় পাতা ও খড়কুটো জ্বালিয়ে চলছে খিচুড়ি রান্না। বন্দর বাজার এলাকা, নারায়ণগঞ্জ, ২১ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
২১ / ৩৪
গরমে বেড়েছে হাতপাখার চাহিদা। তাই পাড়া ঘুরে ঘুরে হাতপাখা বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। কাপড়ের তৈরি এসব পাখা প্রকারভেদে ৪০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাচারিবাজার এলাকা, রংপুর, ২১ এপ্রিল।
ছবি: মঈনুল ইসলাম
২২ / ৩৪
গরমে একটু প্রশান্তির খোঁজে অনেকেই সন্তানদের নিয়ে সাঁতার কাটতে যাচ্ছেন সুইমিং পুলে। পুলিশ সুইমিং পুল, মুলাটোল এলাকা, রংপুর, ২১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
২৩ / ৩৪
প্রচণ্ড তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা। সূর্যের প্রখর তাপে প্রাণ ওষ্ঠাগত। রোদ থেকে বাঁচতে মাথার ওপর কলাপাতা ধরে গন্তব্যে যাচ্ছেন এক নারী। হাড়োকান্দি এলাকা, ফরিদপুর, ২১ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২৪ / ৩৪
গরমে নিচে নেমে গেছে পাহাড়ের পানির স্তর। সহজে মিলছে না পানি। তাই অনেক পথ ঘুরে ঝিরির স্যাঁতসেঁতে জায়গায় গর্ত করে পানি সংগ্রহ করছেন পাহাড়ি এক তরুণ। খামার পাড়া এলাকা, শুকর ছড়ি, রাঙামাটি, ২১ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
২৫ / ৩৪
শোভা বাড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল। বাখুন্ডা এলাকা, গেরদা, ফরিদপুর, ২১ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২৬ / ৩৪
খেত থেকে মিষ্টিকুমড়া তুলে বিক্রির জন্য সড়কের পাশে রেখেছেন এক কৃষক। প্রতিটি মিষ্টিকুমড়া পাইকারি ২০-২৫ টাকা দরে বিক্রি করবেন তিনি। ভান্তী এলাকা, বুড়িচং, কুমিল্লা, ২১ এপ্রিল
ছবি: এম সাদেক
২৭ / ৩৪
সড়কের পাশে কাঁচা কলা, আম ও তেঁতুল দিয়ে তৈরি আচার বিক্রি করছেন এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। প্রতি কাপ বিক্রি করছেন ২০ টাকা দরে। নগর শিশু উদ্যান এলাকা, কুমিল্লা, ২১ এপ্রিল
ছবি: এম সাদেক
২৮ / ৩৪
পাবনার ঈশ্বরদীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড এই গরমে অসুস্থ হয়ে পড়ছে খামারের মুরগি। একটু গরম কমাতে দিনের বিভিন্ন সময় নিয়ম করে পানি ছিটাচ্ছেন খামারের কর্মীরা। জোতকলসা, পাবনা, ২১ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২৯ / ৩৪
খুলনা–যশোর মহাসড়কে চলছে নির্মাণকাজ। এতে ধুলায় ঢেকে গেছে সড়ক ও আশপাশের এলাকা। চেঙ্গুটিয়া, যশোর, ২১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৩০ / ৩৪
বিদ্যুতের তারের ওপর বসে বিশ্রাম নিচ্ছে একটি সাদা চিল। বসুন্দিয়া, যশোর, ২১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৩১ / ৩৪
প্রচণ্ড তাপে যশোর–নড়াইল সড়কের পিচ গলে গেছে। ঝুমঝুমপুর, যশোর, ২১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৩২ / ৩৪
প্রচণ্ড তাপে পিচ গলে যাওয়ায় যশোর–নড়াইল সড়কে বালু ছড়ানো হচ্ছে। ঝুমঝুমপুর, যশোর, ২১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৩৩ / ৩৪
রোদের তাপ থেকে রক্ষা পেতে ঝুড়ি মাথায় বাড়িতে ফিরছেন শ্রমিকেরা। সিঅ্যান্ডবি পাড়া, চুয়াডাঙ্গা, ২১ এপ্রিল
ছবি: শাহ আলম
৩৪ / ৩৪
প্রচণ্ড গরমের মধ্যে বিকেলে নামে একপশলা বৃষ্টি। বৃষ্টির মধ্যেই গন্তব্যের উদ্দেশে যাত্রা। বারুতখানা এলাকা, সিলেটে, ২১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ