১ / ১৭
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূরের হত্যার প্রতিবাদে ও দ্রুত তদন্তের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন। বুয়েট, ঢাকা, ৮ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
২ / ১৭
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঢাকা, ৮ নভেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১৭
টিফিনের ছুটিতে ইচিংবিচিং খেলায় মত্ত এই শিশুশিক্ষার্থীরা। আলালচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গাচড়া, রংপুর, ৮ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৭
বগুড়ায় ছাত্রলীগের কমিটি ঘোষণার পরপরই কাঙ্ক্ষিত পদ না পাওয়া ও পদবঞ্চিত ছাত্রলীগের নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ে তালা দিয়ে সকাল থেকে বিক্ষোভ করেন। টেম্পল সড়ক, বগুড়া, ৮ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১৭
তিস্তার চরে মিষ্টিকুমড়া চাষ হচ্ছে। সেই মিষ্টিকুমড়ার চারায় পানি সেচ দিতে দূরদূরান্ত থেকে পানি বহন করে আনতে হচ্ছে চাষিদের। আলালচর, গঙ্গাচড়া, রংপুর, ৮ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৭
ছেলেকে সাইকেলে বেঁধে ঝুড়িতে নিয়ে বাজারে যাচ্ছেন বাবা। বড়রুপাই, গঙ্গাচড়া, রংপুর, ৮ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৭
শীতের আগমনী বার্তা পাহাড়ে। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ৮ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৭
চাঁই দিয়েই মাছ শিকার করেন এই জেলেরা। সন্ধ্যায় কাপ্তাই হ্রদে চাঁই ফেলে সকালে হ্রদ থেকে তুলে ঘাটে ভিড়েছেন। কাপ্তাই হ্রদনির্ভর জীবিকা তাঁদের। হর্টিকালচার ঘাট, নানিয়ারচর, রাঙামাটি, ৮ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৭
রাসপূর্ণিমার স্নান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ব্রহ্মপুত্র নদে স্নান করতে আসেন, এ উপলক্ষে ঘাটে প্রতিবছর নানা পণ্যের মেলা বসে। থানার ঘাট, ময়মনসিংহ, ৮ নভেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১০ / ১৭
হংসমিথুন: ‘মোরা আর জনমে হংসমিথুন ছিলাম।’ সাতসকালে লাল শাপলা ভরা পুকুরে হাঁস দুটির সাঁতার আর জলকেলি দেখে মনে পড়ে যায় জাতীয় কবি কাজী নজরুলের এই গানের কথা। নুরপুর বাইপাস, পাবনা-ঈশ্বরদী মহাসড়ক, পাবনা, ৮ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৭
রাতভর মাছ শিকার শেষে রোদে জাল শুকাচ্ছেন জেলে শুধাংশু বর্মণ। দুর্গাপুর, কুমিল্লা, ৮ নভেম্বর
ছবি: এম সাদেক
১২ / ১৭
চারদিকে ঘন কুয়াশা থাকায় সকালের আলোতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখাচর এলাকায় সকাল ছয়টায় তোলা। ৮ নভেম্বর
ছবি: এম সাদেক
১৩ / ১৭
গ্রামীণ মানুষের জ্বালানির উৎস বনের লাকড়ি। লাকড়িভর্তি ঠেলাগাড়ি ঠেলে গন্তব্যে ছুটেছেন চালক। একা টেনে নিতে পারছেন না, তাই গৃহিণীও সহযোগিতা করছেন। সাপছড়ি মধ্যপাড়া, রাঙামাটি, ৮ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৭
এখনো গভীর বনে দেখা মেলে বড় বন মোরগ। বন্য প্রাণীর শিকারিদের তৎপরতা এবং বন কমে যাওয়ায় এগুলো এখন অনেকটা বিলুপ্তির পথে। জাতীয় উদ্যানের রাম পাহাড়, কাপ্তাই, রাঙামাটি, ৮ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৭
সিলেটে শীতের আগে বেড়েছে মশার উপদ্রব। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। এ সময় বেড়েছে মশারির চাহিদা। নগরে ফেরি করে মশারি বিক্রির জন্য বেরিয়েছেন বিক্রেতা। কিনব্রিজ, সিলেট, ৮ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৭
তিস্তার চরে কুমড়ার জমিতে পানি সেচ দিতে সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন চাষিরা। রাজবল্লভ, গঙ্গাচড়া, রংপুর, ৮ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৭
অবৈধ যান চলাচল বেড়েছে বগুড়া শহরে। এতে দিনের বেশির ভাগ সময়ে শহরের সাতমাথা এলাকায় যানজট লেগেই থাকে। যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীর। সাতমাথা, বগুড়া, ৮ নভেম্বর
ছবি: সোয়েল রানা