একঝলক (৪ জানুয়ারি ২০২৫)

১ / ৮
এলপি গ্যাসের সিলিন্ডার ব্যাটারিচালিত অটোরিকশায় শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ম হলো এলপিজি সিলিন্ডার খাড়াভাবে দাঁড় করিয়ে রাখতে হবে। উপুড় বা কাত করে রাখা যাবে না। বাগবাড়ী, হেমায়েতপুর, সাভার, ঢাকা, ৪ জানুয়ারি
ছবি : আশরাফুল আলম
২ / ৮
কুয়াশা আর কনকনে ঠান্ডার মধ্যে পদ্মা নদীর পাড়ে বসে ভাঙা নৌকা মেরামত করছেন কৃষক। বরাট অন্তার মোড়, সদর উপজেলা, রাজবাড়ী, ৪ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৩ / ৮
শীতে শিশুদের ঠান্ডাজনিত রোগের সংক্রমণ বেড়েছে। অনেক অভিভাবককেই সন্তানকে নিয়ে ছুটতে হচ্ছে হাসপাতালে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল, ৪ জানুয়ারি
ছবি: সাইয়ান
৪ / ৮
টানা ঘন কুয়াশার পর একটু রোদের দেখা মেলায় আলুখেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। দাড়িয়াল, বগুড়া, ৪ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৫ / ৮
শীতে জবুথবু হয়ে পথের ধারে গাছের ডালে বসে আছে কসাই পাখিটি। দাড়িয়াল, বগুড়া, ৪ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৬ / ৮
গরুর গাড়ি নিয়ে ছুটছেন তাঁরা। আমন ধান কাটা শেষে ফাঁকা জমিতে আয়োজন করা হয়েছে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা। ওসমানপুর, যশোর, ৪ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৮
খেত থেকে কাচা মরিচ তুলে নিয়ে যাচ্ছেন কৃষক। প্রতি কেজি মরিচ ৩০-৩৫ টাকায় বিক্রি করেন বলে জানালেন তিনি। ভান্তি, বুড়িচং, কুমিল্লা, ৪ জানুয়ারি
ছবি: এম সাদেক
৮ / ৮
প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা এবং ড্রিম ৭১ আইটি সার্ভিস আয়োজিত মাসব্যাপী তথ্যপ্রযুক্তি (আইসিটি) দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। মডেল কলেজ মিলনায়তন, কুমিল্লা, ৪ জানুয়ারি
ছবি: এম সাদেক