একঝলক (২৮ মে, ২০২৪)

১ / ১৩
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে গাছ ভেঙে পড়ে সড়কে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খেপ্পোপাড়া এলাকা, রাঙামাটি, ২৮ মে
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৩
রিমালের প্রভাবে দুই দিন ধরে সিলেটে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাহমুদাবাদ আবাসিক এলাকা, কুমারগাঁও ,সিলেট, ২৮ মে
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৩
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ২৯ মে। এর প্রস্তুতির জন্য বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা। সদর উপজেলা পরিষদ, বগুড়া, ২৮ মে
ছবি: সোয়েল রানা
৪ / ১৩
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ধানখেতে পানি জমে নুইয়ে পড়েছে পাকা ধান। সেই ধান কেটে তাফালে করে পারে নিয়ে যাচ্ছেন কৃষক। পসরা এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৮ মে
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৩
খেত থেকে পেকে যাওয়া মরিচ তুলছেন এক কৃষক দম্পতি। জুগিকাটা এলাকা, আটোয়ারী, পঞ্চগড়, ২৮ মে
ছবি: রাজিউর রহমান
৬ / ১৩
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। তাই উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনসামগ্রী কেন্দ্রে নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গঙ্গাচড়া পরিষদ চত্বর, রংপুর, ২৮ মে
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৩
ঘূর্ণিঝড় রিমালের কারণে ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি। দৌলতদিয়া ক্যানালঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ মে
ছবি: এম রাশেদুল হক
৮ / ১৩
ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়বৃষ্টিতে বাগানের আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। রাজশাহীর বাঘা থেকে ঝরে পড়া কাঁচা আম নিয়ে এসে পাবনায় বিক্রি করছেন এক বিক্রেতা। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। ডাকবাংলো মোড়, পাবনা, ২৮ মে
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৩
ভারী বৃষ্টিতে সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। বদরপুর এলাকা, কৈজুরী , ফরিদপুর, ২৮ মে
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৩
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের জন্য বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে। ইভিএম মেশিনের বক্স নিয়ে ছুটছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উপজেলা চত্বর, পাবনা, ২৮ মে
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৩
ধান কাটার পর ফাঁকা জায়গা পেয়ে ফুটবল খেলছে একদল কিশোর। নবনীদাস এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৮ মে
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৩
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণ আর ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে সড়কে। জেলা পরিষদ ডাকবাংলোর পাশের সড়ক, চাষাঢ়া এলাকা, নারায়ণগঞ্জ, ২৮ মে
ছবি: দিনার মাহমুদ
১৩ / ১৩
লালমাই পাহাড়ের কাঁঠাল দেশজুড়ে প্রসিদ্ধ। বাগান থেকে কাঁঠাল পেড়ে সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। এখান থেকে পাইকাররা নিয়ে যাচ্ছেন বিভিন্ন বাজারে। প্রতিটি কাঁঠাল আকারভেদে ৬০-১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হাজিমুড়া এলাকা, কুমিল্লা, ২৮ মে
ছবি: এম সাদেক