একঝলক (২৩ মার্চ, ২০২৩)

১ / ১১
ছয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। বেলা দুইটা, সিরাজী ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ মার্চ
ছবি: প্রথম আলো
২ / ১১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিককে ছাত্রলীগের হেনস্তা ও মারধরের প্রতিবাদে মানববন্ধনে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৩ মার্চ
ছবি: প্রথম আলো
৩ / ১১
পবিত্র রমজানে ইফতারে মুড়ি খাবারের অন্যতম অনুষঙ্গ। তাই রোজা এলে মুড়ির চাহিদা বেড়ে যায়। গ্রামের হাটে মুড়ি কিনছেন ক্রেতা। প্রতি কেজি মুড়ি মান অনুযায়ী ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আবার হাতে ভাজা মুড়ি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মহিষকাটা বাজার, মির্জাগঞ্জ, পটুয়াখালী, ২৩ মার্চ
ছবি: সাইয়ান
৪ / ১১
দেশের দুধের চাহিদার বড় একটা অংশ জোগান দেয় পাবনা ও সিরাজগঞ্জ জেলা। এ দুই জেলায় উৎপাদিত দুধ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চলে যায় দেশের অন্যান্য অঞ্চলে। পবিত্র রমজান উপলক্ষে ভোক্তাপর্যায়ে দুধের দাম বাড়লেও প্রান্তিক পর্যায়ে লোকসান গুনছেন উৎপাদনকারীরা। প্রতি কেজি দুধ তাঁরা বিক্রি করছেন ৪৫ থেকে ৫০ টাকায়। পারভাঙ্গুড়া, ভাঙ্গুড়া, পাবনা, ২৩ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৫ / ১১
স্পিডগান যন্ত্রের সাহায্যে যানবাহনের গতিসীমা পরিমাপ করছেন হাইওয়ে পুলিশের একজন উপপরিদর্শক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ধীতপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১১
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে কেউ হতাহত হননি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ফৌজদারহাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৩ মার্চ
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৭ / ১১
কীর্তনখোলা নদী দিয়ে দুটি মাছ ধরা ট্রলার নদী ড্রেজিং করার পাইপ দড়িতে বেঁধে নিয়ে গন্তব্যে যাচ্ছে। ত্রিশ গোডাউন এলাকা, বরিশাল নগর, ২৩ মার্চ
ছবি: সাইয়ান
৮ / ১১
কীর্তনখোলা নদীর তীরে পিলার বসিয়ে তৈরি করা হচ্ছে সাইলোর জেটি। স্থানীয় বিশিষ্টজনদের মতে এভাবে নদীর মধ্যে সাইলো জেটি তৈরির কারণে হুমকির মুখে পড়বে নদী। ত্রিশ গোডাউন এলাকা, বরিশাল নগর, ২৩ মার্চ
ছবি: সাইয়ান
৯ / ১১
চট্টগ্রামে খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ট্রাক থেকে চাল কিনতে আসা মানুষের ভিড় যেন কিছুতেই কমছে না। চালের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককেই। তবু অনেকে পাচ্ছেন না চাল। বেলা ১১টা, সাগরিকা বিটাক মোড়, চট্টগ্রাম, ২৩ মার্চ
ছবি: জুয়েল শীল
১০ / ১১
পবিত্র রমজান শুরুর আগের দিন টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন শত শত মানুষ। তাঁদের অনেকে মধ্যরাত থেকে পণ্যের জন্য লাইনে দাঁড়ান। ক্লান্ত হয়ে কেউ কেউ বসে পড়েন। পণ্যের স্বল্পতার কারণে অনেককে খালি হাতে ফিরে যেতে হয়। আজিমপুর, ঢাকা, ২৩ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১১ / ১১
মৌসুমি ফল কাঁঠাল রাঙামাটি শহরে আসতে শুরু করেছে। আগে ফলন হওয়া পরিপক্ব কাঁঠাল শহরের বনরূপা সমতা ঘাটে বিক্রির জন্য এনেছেন বাগানি। ছোট, বড় ও মাঝারি কাঁঠাল ২২০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বনরূপা সমতা ঘাট, রাঙামাটি, ২৩ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা