যানবাহন চলাচল করে না এমন একটি সড়কে একদল তরুণ গাছের গুড়ি দিয়ে স্টাম্প বানিয়ে ক্রিকেট খেলায় মেতেছে। বঙ্গবন্ধু কলোনি এলাকা, বরিশাল নগর, ৫ মার্চছবি: সাইয়ান
২ / ২২
ডিম সাজিয়ে রাখতে ব্যস্ত এক ব্যবসায়ী। তিনি জানান, ডিমের চাহিদা সব সময়ই বেশি থাকে। তবে কিছুদিন আগে দাম বৃদ্ধি পাওয়ায় তখন চাহিদা কিছুটা কমে গিয়েছিল। এখন এককুড়ি ডিম বিক্রি করা হচ্ছে দুই শ টাকায়। পোর্ট রোড, বরিশাল নগর, ৫ মার্চছবি: সাইয়ান
৩ / ২২
মাছ শিকারের জন্য মৎস্য প্রকল্পের পাড়ে শঙ্খচিলটি বসে আছে। আদমপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৫ মার্চছবি: আবদুর রহমান ঢালী
৪ / ২২
চাষের জমি খনন করতে করতে বিকেল পেরিয়ে রাত হয়ে গেল। রাতেও জমি খননের কাজ চলছে। প্রতি ৫০ শতক জমি খনন করতে পাওয়ার টিলারের এ চালক নিবেন ৫০০ টাকা করে। হোগলবুনিয়া, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৪ মার্চছবি: সাদ্দাম হোসেন
৫ / ২২
জমি থেকে তোলা লাউ কিনে মহাসড়কের পাশে সাজিয়ে রাখছেন এক ব্যাপারী। ১৫ থেকে ১৮ টাকা দরে কেনা এসব লাউ চলে যাবে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন বড় শহরের মোকামে। মোল্লাপাড়া, বেড়া উপজেলা, পাবনা, ৫ মার্চছবি: হাসান মাহমুদ
৬ / ২২
নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে মহাসড়কে চলছে তিন চাকার ধীরগতির যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায়, নারায়ণগঞ্জ, ৫ মার্চছবি: দিনার মাহমুদ
৭ / ২২
রাজধানীর সায়েন্স ল্যাবের বসুন্ধরা গলির একটি ভবনে আগুন লাগে। পরে ফারার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঢাকা, ৫ মার্চছবি: সৈয়দ জাকির হোসেন
৮ / ২২
শিল্পকারখানার নির্গত তরল বর্জ্যের কারণে বুড়িগঙ্গা নদীর দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। পানি স্বাভাবিক রং হারিয়েছে, ছড়াচ্ছে উৎকট গন্ধ। শ্যামপুর, ৫ মার্চছবি: দীপু মালাকার
৯ / ২২
রাস্তার অপর পাশে যেতে ঘুরতে হবে অনেকটা পথ। এ কারণে ব্যস্ত সড়কে শিক্ষার্থীদের নামিয়ে দিচ্ছেন চালক। দনিয়া, ৫ মার্চছবি: দীপু মালাকার
১০ / ২২
ব্যস্ত সড়কের বিভাজক গলে প্রায়ই সাইকেল আরোহী ও পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। দনিয়া, ৫ মার্চছবি: দীপু মালাকার
১১ / ২২
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। বেলা তিনটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঢাকা, ৫ মার্চছবি ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ২২
প্রমত্ত পদ্মা নদীর ওপর নির্মিত হার্ডিঞ্জ ব্রিজের নিচে এখন গমের চাষ করা হয়েছে। ১৯১৫ সালের ৪ মার্চ চালু হওয়া সেতুটির বয়স ১০৮ বছর। এটি নির্মাণে ২৪ হাজার ৪০০ শ্রমিক ৬ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং সেই সময়ের হিসাব অনুযায়ী এটি নির্মাণে ব্যয় হয়েছিল ৩ কোটি ৫১ লাখ ৩২ হাজার ১৬৪ ভারতীয় রুপি। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে সেতুটির নামকরণ করা হয়েছিল হার্ডিঞ্জ ব্রিজ। সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৭৯৮ দশমিক ৩২ মিটার বা ৫ হাজার ৮৯৪ ফুট বা ১ দশমিক ৮ কিলোমিটার। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৫ মার্চছবি-হাসান মাহমুদ
১৩ / ২২
উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির পুড়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডে। রোহিঙ্গা বসতিতে ক্ষণে ক্ষণে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুনের ধারেকাছে ভিড়তে পারছিলেন না কেউ। কক্সবাজার, ৫ মার্চছবি: প্রথম আলো
১৪ / ২২
খেত থেকে পাকা রসুন তোলার পর সেখানে বসেই কেটে নিচ্ছেন এক কৃষানী। দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ মার্চছবি: এম রাশেদুল হক
১৫ / ২২
মাটি দিয়ে তৈরি সরা (ঢাকনা) শুকানোর পর লাল মাটি পানির সঙ্গে মিশিয়ে তাতে রং করছেন মৃৎশিল্পী তুলসী রানী। এরপর রোদে শুকিয়ে এসব সরা বিক্রি করা হবে। লখাকাটি গ্রাম, সদর উপজেলা, পিরোজপুর, ৫ মার্চছবি: এ কে এম ফয়সাল
১৬ / ২২
প্লাস্টিকের তৈরি ঝাড়ু মাথায় নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক ফেরিওয়ালা। কোরবানটিলা এলাকা, সদর উপজেলা, সিলেট, ৫ মার্চছবি: আনিস মাহমুদ
১৭ / ২২
পুরাতন যশোর রোডের দুই পাশে নর্দমা নির্মাণের কাজ চলছে। পুরোনো নর্দমার মাটি ফেলা হয়েছে সড়কের ওপর। এতে চলাচলের জায়গা সরু হয়েছে, সঙ্গে যুক্ত হয়েছে ধুলা। প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। খালিশপুর কাস্টমার হাউস মোড়, খুলনা, ৫ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২২
গোলপাতার চাহিদা কমলেও এ পেশায় রয়ে গেছেন কিছু মানুষ। সুন্দরবন থেকে আসা গোলপাতা নৌকা থেকে নামাচ্ছেন বাওয়ালিরা। গোলা পর্যন্ত আনতে প্রতি পোনে (৮০টি) খরচ প্রায় ২৫০ টাকা। গোলা থেকে এ গোলপাতা বিক্রি হয় ২৮০ থেকে ৩০০ টাকায়। ৫ নম্বর ঘাট এলাকা, খুলনা, ৫ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২২
পাহাড়ি শুকনা হলুদের বেচাকেনার হাট বসেছে। শহর থেকে আসা পাইকারেরা দর–কষাকষি করছেন। হলুদের রং ও মানভেদে প্রতি মণ হলুদ ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়। সাপ্তাহিক গ্রামীণ হাট, কুদুকছড়ি, সদর উপজেলা, রাঙামাটি, ৫ মার্চছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২২
হল ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ মার্চছবি: শহীদুল ইসলাম
২১ / ২২
রঙিন গ্যাস বেলুন হাতে নিয়ে বিক্রির জন্য বেরিয়েছে আবদুর রহিম। এসব বেলুন শিশুদের কাছে বেশ প্রিয়। প্রতিটি বেলুন বিক্রি হয় ৫০ টাকায়। খাদিমপাড়া, সিলেট, ৫ মার্চছবি: আনিস মাহমুদ
২২ / ২২
চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে পাহাড়ি কলার ছড়ি তুলছেন এক শ্রমিক। নতুন বাজার, বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৪ মার্চছবি: পলাশ বড়ুয়া