বড়শি দিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছেন এক ব্যক্তি। বৈরাগীগঞ্জ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৩০ মার্চছবি: মঈনুল ইসলাম
২ / ২৩
আকাশে ওড়া ভুবন চিল বিশ্রাম নিচ্ছে মাটিতে। ৬ নম্বর ঘাট এলাকা, খুলনা, ৩০ মার্চছবি: সাদ্দাম হোসেন
৩ / ২৩
মাছ রক্ষায় পুকুরের ওপরে জাল দিয়েছেন চাষিরা। তবুও সেখানে শিকারের অপেক্ষায় দুটি বক। গোহাইল শালিখা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৩০ মার্চছবি: সোয়েল রানা
৪ / ২৩
করলাখেত পরিচর্যায় ব্যস্ত চাষি। ভিমেরগড় এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৩০ মার্চছবি: মঈনুল ইসলাম
৫ / ২৩
কুমার নদে টানা জাল দিয়ে মাছ ধরছে এক শিশু। শোভারামপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ৩০ মার্চছবি: আলীমুজ্জামান
৬ / ২৩
গৃহপালিত ছাগল ঘাস খাওয়াতে যাচ্ছেন দুই নারী। মোসলেমবাজার এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৩০ মার্চছবি: মঈনুল ইসলাম
৭ / ২৩
গ্রামীণ মেঠো পথে সাইকেল চালাচ্ছে এক কিশোর। গোহাইল গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৩০ মার্চছবি: সোয়েল রানা
৮ / ২৩
পুরোনো কাগজের বাক্স ভাঁজ করে ট্রাকে তোলা হচ্ছে ঢাকায় নেওয়া হবে। এগুলো প্রতি কেজি ৬ থেকে ১০ টাকা করে বিক্রি হয়। আটরা গিলাতলা, ফুলতলা, খুলনা, ৩০ মার্চছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৩
ঈদযাত্রা নিরাপদ করতে রেলপথ তদারকি করছেন রেলকর্মীরা। দুর্বল স্লিপার থাকলে পরিবর্তন করে দেওয়া হচ্ছে তা। রেলওয়ে স্টেশন এলাকা, রংপুর, ৩০ মার্চছবি: মঈনুল ইসলাম
১০ / ২৩
তিন চাকার অবৈধ যান মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছেই। রংপুর-ফুলবাড়ী মহাসড়ক, ফকিরের হাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৩০ মার্চছবি: মঈনুল ইসলাম
১১ / ২৩
মশারির জাল দিয়ে কচুরিপানায় ভরা খালে মাছ ধরছেন এই ব্যক্তি। ভবুকদিয়া, ডাঙ্গী, নগরকান্দা, ফরিদপুর, ৩০ মার্চছবি: আলীমুজ্জামান
১২ / ২৩
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বিক্রির জন্য লাচ্ছা সেমাই কিনে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। গড়ের মাথা এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৩০ মার্চছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৩
সড়ক দখল করে জুতা ও কাপড় বিক্রি করছেন অনেকে। এতে দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাচ্ছে শহরবাসী। স্টেশন সড়কের হকার্স মার্কেটের সামনের সড়ক, বগুড়া, ৩০ মার্চছবি: সোয়েল রানা
১৪ / ২৩
বরবটি জমি থেকে তুলে হাটে বিক্রির জন্য যাচ্ছেন এই চাষি। প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করবেন। লতিবপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৩০ মার্চছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৩
ঈদ এলে বাড়ে টুপির চাহিদা। ফুটপাতে দোকানে ক্রেতাকে টুপি দেখাচ্ছেন এক বিক্রেতা। ২০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হয় এসব টুপি। ডাকবাংলো এলাকা, খুলনা, ৩০ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৩
কয়েক দিন পরই শুরু হবে ঈদযাত্রা। মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে চলছে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রং করার কাজ। পাটুরিয়া লঞ্চঘাট, শিবালয়, মানিকগঞ্জ, ৩০ মার্চছবি: আবদুল মোমিন
১৭ / ২৩
পয়োনালা পুনর্নির্মাণের জন্য মাটি খুঁড়ে রাখা হয়েছে সড়কের ওপর। এতে সড়ক হয়ে গেছে আরও সরু। যানজটে বাড়ছে ভোগান্তি। টুটপাড়া খানজাহান আলী রোড, খুলনা, ৩০ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২৩
সুরমা নদীতে জাল দিয়ে মাছ শিকার করছেন মৎস্যজীবীরা। চাঁদনীঘাট, সিলেট, ৩০ মার্চছবি: আনিস মাহমুদ
১৯ / ২৩
আগামী ১ এপ্রিল শুরু হচ্ছে সুন্দরবনের মধু সংগ্রহের মৌসুম। বনে যাওয়ার জন্য নদীর তীরে বেঁধে রাখা হয়েছে মৌয়ালদের নৌকা। শাকবাড়িয়া নদীর তীর, কয়রা, সুন্দরবন, ৩০ মার্চছবি: প্রথম প্রথম আলো
২০ / ২৩
আমন ধান কাটার পর জমিতে থাকা অংশ নাড়া। আলু চাষের পর নাড়া দিয়ে জমি ঢেকে দেওয়া হয়েছিল। আলু তোলার পর নাড়াগুলো জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য বাড়ি নিয়ে যাচ্ছেন দুই কৃষক। মির্জানগর, মেঘনা, কুমিল্লা, ৩০ মার্চছবি: আবদুর রহমান ঢালী
২১ / ২৩
ইফতারে ফিরনি বেশ জনপ্রিয়। বিক্রির জন্য ফিরনি মোড়কজাত করছেন এক রেস্তোরাঁকর্মী। দেওয়ানহাট মোড়, চট্টগ্রাম, ৩০ মার্চছবি: সৌরভ দাশ
২২ / ২৩
বৃষ্টির পানি জমেছে জমিতে। সেই পানিতে দেশি হাঁস গা ভিজিয়ে নিচ্ছে। জেলখানা বাড়ি এলাকা, কুমিল্লা, ৩০ মার্চছবি: এম সাদেক
২৩ / ২৩
পয়লা বৈশাখকে কেন্দ্র করে মৃৎশিল্পের কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। চট্টগ্রামের জব্বারের বলীখেলা মেলায় বিক্রির জন্য তৈরি করছেন মাটির তৈরি ফুলের টব। প্রতিটি ফুলের টব আকারভেদে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাইকারি বিক্রি করা হয়। মধ্যম বিজয়পুর এলাকা, কুমিল্লা, ৩০ মার্চছবি: এম সাদেক