কলের লাঙলে চাষ শেষে মাটি সমান করতে মই দিচ্ছেন কৃষক। এরপর জমিতে করা হবে ধানের চারা রোপণ। ভায়না, সুজানগর, পাবনা, ১৭ মার্চছবি: হাসান মাহমুদ
৪ / ২২
মোকামে মিষ্টিকুমড়ার ব্যাপক আমদানি হচ্ছে। দাম একটু কমতে শুরু করেছে। মানভেদে পাইকারিতে প্রতি কেজি মিষ্টিকুমড়া ১৩ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। মহাস্থান মোকাম, শিবগঞ্জ, বগুড়া, ১৭ মার্চছবি: সোয়েল রানা
৫ / ২২
রমজানে তরমুজের চাহিদা থাকে বেশি। স্থানীয় ব্যবসায়ীরা কেনার আগে পরখ করে দামদর করছেন। ১০০ তরমুজ আকার ও মান অনুযায়ী ১৫ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বালুঘাট, বরিশাল, ১৭ মার্চছবি: সাইয়ান
৬ / ২২
পেঁয়াজ তোলার মৌসুম শুরু হয়েছে। জমিতে পাইকারি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায়। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৭ মার্চছবি: মঈনুল ইসলাম
৭ / ২২
সরকারি কার্ডধারী নারী-পুরুষ সকাল থেকে ভিড় করেছেন টিসিবি পণ্য কিনতে। বিলাইছড়ি পাড়া, রাঙামাটি, ১৭ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২২
রমজানে বরিশালের পাইকারি বাজারে পণ্য বেচাকেনা আগের তুলনায় বেড়েছে। আশপাশের এলাকায় পণ্য বিক্রির জন্য অনেক ব্যবসায়ী নদীপথে ট্রলারের মাধ্যমে মালামাল পরিবহন করেন। নদীপথে পণ্য পরিবহনের খরচ অনেকটা কম। পাইকারি বাজার থেকে মালামাল কিনে ট্রলারে তুলছেন শ্রমিকেরা। নিয়ে যাওয়া হবে বাকেরগঞ্জ। বালুঘাট, বরিশাল, ১৭ মার্চছবি: সাইয়ান
৯ / ২২
ঈদকে সামনে রেখে নানা বয়সের নারী–শিশুর জামাকাপড় নিয়ে সাইকেলে সাজিয়ে গ্রামের পথে বিক্রি করতে যাচ্ছেন এই ব্যক্তি। নাসিরাবাদ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৭ মার্চছবি: মঈনুল ইসলাম
১০ / ২২
আলুর জমিতে কাজ করে ক্লান্ত শ্রমিকেরা আইলে হেলান দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। ভিমেরগড় এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৭ মার্চছবি: মঈনুল ইসলাম
১১ / ২২
পোকামাকড় শিকারের জন্য পাতাহীন গাছের ডালে বসে আছে পাখিটি। মালনীছড়া চা-বাগান এলাকা, সিলেট, ১৭ মার্চছবি: আনিস মাহমুদ
১২ / ২২
ফসলের ওপর থাকা কীটপতঙ্গ, ছোট কেঁচো ব্যাঙ বা ব্যাঙাচি শিকারে ধানখেতে দল বেঁধে বসেছে হট্টিটি পাখি । কখনো দল বেঁধে উড়ে বেড়াচ্ছে মুক্ত আকাশে । শ্মশানকান্দি গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৭ মার্চছবি: সোয়েল রানা
১৩ / ২২
কৃষক জালাল উদ্দিন সাথি ফসলের (আলু ও ভুট্টা) খেত থেকে আলু উত্তোলন করার পর রোদে শুকাতে দিচ্ছেন। দৌলতপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ মার্চছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ২২
প্রাণিসম্পদ অধিদপ্তর সুলভ মূল্যে ভ্রাম্যমাণ ট্রাকে করে গরু, খাসি ও মুরগির মাংস, ডিম, দুধ বিক্রি করছে। নিকেতন বাজার রোড, মহাখালী দক্ষিণপাড়া, ঢাকা, ১৭ মার্চছবি : তানভীর আহাম্মেদ
১৫ / ২২
ঠেলাগাড়িতে করে আনারস বিক্রির জন্য বেরিয়েছেন এক খুচরা বিক্রেতা। হুমায়ুন রশীদ চত্বর এলাকা, সিলেট, ১৭ মার্চছবি: আনিস মাহমুদ
১৬ / ২২
বাসা তৈরির জন্য ঠোঁটে খড়কুটো নিয়ে উড়ে যাচ্ছে কবুতর। রেলওয়ে স্টেশন এলাকা, সিলেট, ১৭ মার্চছবি: আনিস মাহমুদ
১৭ / ২২
ঈদ সামনে রেখে কাপড়ের দোকানে ভিড় বাড়তে শুরু করেছে। ডাকবাংলো এলাকা, খুলনা, ১৭ মার্চছবি: সাদ্দাম হোসেন
পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে রমজানে সীমিত আয়ের মানুষদের কাছে অর্ধেক মূল্যে ১০টি পণ্য বিক্রি করা হচ্ছে। পুলিশ লাইনস, চুয়াডাঙ্গা, ১৭ মার্চছবি: শাহ আলম
২০ / ২২
ভ্যানে করে বেল বিক্রি করছেন এই খুচরা বিক্রেতা। টেলিফোন ভবন এলাকা, রংপুর, ১৭ মার্চছবি: মঈনুল ইসলাম
২১ / ২২
পবিত্র রমজান উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৫০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে গরুর মাংস। মাংস কিনতে ক্রেতাদের ভিড়। জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর, আলীপুর, ফরিদপুর, ১৭ মার্চছবি: আলীমুজ্জামান
২২ / ২২
সরকারি সংস্থা টিসিবির দোকান থেকে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে সারিবদ্ধ হয়ে অপেক্ষায় সীমিত আয়ের মানুষেরা। পাহাড়তলী ওয়ার্ড কার্যালয় এলাকা, চট্টগ্রাম, ১৭ মার্চছবি: জুয়েল শীল