হাওরাঞ্চলে এখন চারদিকে পানি। শুকনা বালুর মাঠে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরের দল। বাউয়ারকান্দি হাওর এলাকা, সিলেট, ১৮ আগস্টছবি: আনিস মাহমুদ
৮ / ১১
ধান ভাঙার কলে ধান ভেঙে টুকরিভর্তি চাল নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছেন তিনজন। বাকগুল হাওর, সিলেট, ১৮ আগস্টছবি: আনিস মাহমুদ
৯ / ১১
বাজারে বিক্রির জন্য খেত থেকে বরবটি তুলছেন এক চাষি। বাড়ৈপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৮ আগস্টছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
আগে আগে চলছে জমি চাষ, পেছন পেছন ধানের বীজ ছিটাচ্ছেন চাষি। কিছুদিন পর খেত থেকে ধনেপাতা তুলে বিক্রি করবেন। কৃষ্ণপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১৮ আগস্টছবি: মঈনুল ইসলাম
১১ / ১১
ছাগল তো আর সাইকেলে চড়তে পারে না। তাই সেগুলোকে প্লাস্টিকের বড় ব্যাগে ভরে সাইকেলে ঝুলিয়ে হাটে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। পানবাড়ি এলাকা, রংপুর, ১৮ আগস্টছবি: মঈনুল ইসলাম