একঝলক (২৯ ডিসেম্বর, ২০২২)

১ / ১৫
উত্তরাঞ্চলে কদিন ধরে বেড়েছে শীতের প্রকোপ। তাই গরম কাপড় জড়িয়ে কাজের উদ্দেশ্যে যাত্রা করেছেন একদল শ্রমজীবী মানুষ। বিমানবন্দর সড়ক, ঈশ্বরদী, পাবনা, ২৯ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ১৫
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন একজন। মাঝদিয়া, ঈশ্বরদী, পাবনা, ২৯ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৫
গাছে ঝুলছে বিলিম্বি। পাহাড়ে বেশ চাহিদা এ ফলের। রাঙামাটি, ২৯ ডিসেম্বর
ছবি:সুপ্রিয় চাকমা
৪ / ১৫
নদীপথে চট্টগ্রাম থেকে আসা কার্গো জাহাজ থেকে কয়লা খালাস করছেন শ্রমিকেরা। চর টেপোড়াকান্দি, ফরিদপুর সদর, ২৯ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৫
নদীপথে চট্টগ্রাম থেকে কার্গো জাহাজে করে গম এসেছে। সেই গম খালাস করছেন শ্রমিকেরা। ফরিদপুর সদর, ২৯ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৫
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া গ্রামে রঙিন আলুর জমজমাট পাইকারি বাজার। দিনাজপুর, ২৯ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৭ / ১৫
বয়স ৬০ বছর হলে পেনশন দেওয়া, গ্রাম ও শহরে গরিবদের রেশন দেওয়া এবং গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পে বরাদ্দে লুটপাট বন্ধের দাবিতে বাংলাদেশ খেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেন দিনমজুরেরা। সাতমাথা এলাকা, বগুড়া, ২৯ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ১৫
কুয়াশাঢাকা শীতের সকাল। ঠান্ডায় কাহিল হয়ে রেললাইনে জবুথবু হয়ে বসে আছেন মতিজা বেওয়া। রেলওয়ে বস্তি, বগুড়া, ২৯ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৯ / ১৫
শীতের প্রকোপ বেড়েছে। শিশুকে গরম কাপড়ে জড়িয়ে নিয়েছেন এই অভিভাবক। বন্দর গুদারাঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ২৯ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
১০ / ১৫
মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ব্যবহার করা হচ্ছে ‘স্পিড গান’ (চলমান বস্তুর গতি পরিমাপক যন্ত্র)। চলাচলকারী যানবাহনের বেশি গতি হলেই দেওয়া হচ্ছে মামলা। হাইওয়ে পুলিশের এক সদস্য স্পিড গান দিয়ে যানবাহনের চলাচলের গতি মাপছেন। খান জাহান আলী সেতু এলাকা, খুলনা, ২৯ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৫
চারটি সড়কের সংযোগস্থল ও খুলনা শহরের প্রবেশমুখ জিরো পয়েন্টে দীর্ঘদিন ধরেই ধুলার রাজ্য। আশপাশের বাসিন্দা ও চলাচলকারীরা ভোগান্তিতে। জিরো পয়েন্ট, খুলনা, ২৯ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৫
আগাম জাতের বোরো ধান রোপণের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। এ জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে। বত্তরবিল, রংপুর, ২৯ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৫
সিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রামে টমেটো চাষ করেন চাষিরা। মৌসুমের শুরুতেই এসব টমেটো পাওয়া যায় সিলেটের বিভিন্ন বাজারে। উমাইরগাঁও, সিলেট, ২৯ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৫
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যে ভোটারদের দীর্ঘ লাইন। মুগগাও আদর্শ উচ্চবিদ্যালয়, বরুড়া, কুমিল্লা, ২৯ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১৫ / ১৫
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে যাত্রীবাহী পরিবহনসহ পণ্যবাহী গাড়ি। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট থেকে ছেড়ে যায় একটি রো রো। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক