বৈশাখী মেলার জন্য শেষ সময়ে মাটির তৈরি নানা ধরনের খেলনায় রং করতে ব্যস্ত পালেরা। স্থানীয় বৈশাখী মেলায় বিক্রি করা হবে এসব মাটির খেলনা। কলস কাঠি এলাকা, বরিশাল, ১১ এপ্রিলছবি: প্রথম আলো
২ / ২১
ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব বৈসু উপলক্ষে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা। আদালত সড়ক, খাগড়াছড়ি, ১১ এপ্রিলছবি: জয়ন্তী দেওয়ান
৩ / ২১
ভাটার সময় ভৈরব নদের পাড়ে কাদায় মাখামাখি করে দুরন্তপনায় মেতেছে শিশুরা। এরপর গোসল শেষে বাড়ি ফিরবে তারা। সেনহাটি, দিঘলিয়া উপজেলা, খুলনা, ১১ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৪ / ২১
ফরিদপুরের নগরকান্দা উপজেলার দেবীনগর স্কুলমাঠে প্রতিদিন ভোরবেলা বসে বাঙ্গির হাট। আশপাশের কৃষকেরা তাঁদের উৎপাদিত বাঙ্গি ভ্যানে করে নিয়ে এসে জড়ো হন এই হাটে। দূরদূরান্ত থেকে আসা পাইকারেরা হাট থেকে বাঙ্গি সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করেন। হাটে আকারভেদে প্রতি ভ্যান বাঙ্গি ২০০০ থেকে ৪০০০ টাকা দরে বিক্রি হয়। দেবীনগর এলাকা, রামনগর ইউনিয়ন নগরকান্দা উপজেলা ফরিদপুর, ১১ এপ্রিলছবি: আলীমুজ্জামান
৫ / ২১
পয়লা বৈশাখ উপলক্ষে সন্তানের জন্য পোশাক কিনছেন এই নারী। জেলা পরিষদ কমিউনিটি মার্কেট, রংপুর, ১১ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৬ / ২১
রাজধানীসহ সারা দেশে প্রতিদিন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। রাজপথে এসব কর্মসূচিতে অনেকের হাতেই থাকছে নির্যাতিত ফিলিস্তিনিদের জাতীয় পতাকা। সেই পতাকা তৈরি করে বিক্রি করছেন আতাউর রহমান। প্রতিটি পতাকা আকারভেদে ১০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করছেন তিনি। জাহাজ কোম্পানি মোড় এলাকা, রংপুর, ১১ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৭ / ২১
পাইকারি বাজারে বিক্রির জন্য সবরি কলা আনছেন চাষিরা। শহীদ জররেজ মার্কেট, রংপুর, ১১ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
জলবায়ু সুবিচার ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর দাবিতে খুলনার সুন্দরবন–সংলগ্ন কয়রায় জলবায়ু ধর্মঘট পালন করেছেন জলবায়ুকর্মীরা। কয়রা উপজেলার কপোতাক্ষ নদের মাঝে জেগে ওঠা চরে। সাতক্ষীরা, ১১ এপ্রিলছবি: ইমতিয়াজ উদ্দীন
৯ / ২১
উত্তরাঞ্চলের হাটগুলোতে বিপুল পরিমাণে আলু আসছে। উৎপাদন খরচের চেয়ে অপেক্ষাকৃত কম দামে আলু বিক্রি করছেন কৃষকেরা। হাটে বিভিন্ন প্রজাতির আলু প্রতি মণ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বিবিরপুকুর হাট, কাহালু উপজেলা, বগুড়া, ১১ এপ্রিলছবি: সোয়েল রানা
১০ / ২১
বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, চাংক্রান, বিহু, বৈসু ও সাংক্রান উদ্যাপন কমিটির আয়োজিত উৎসবে শুক্রবার বিকেলে চিংহ্লা মং মারি স্টেডিয়ামে বলীখেলা আয়োজন করা হয়। এতে ২৫ জন বলী অংশগ্রহণ করেন। রাঙামাটি, ১১ এপ্রিলসুপ্রিয় চাকমা
১১ / ২১
পড়ন্ত দুপুরে নদীর পানিতে হাত দিয়ে মাছ ধরছে দুরন্ত কিশোর–তরুণেরা। কুমারখালী উপজেলার সাওতা গ্রামের কালী নদী, কুষ্টিয়া, ১১ এপ্রিলছবি: তৌহিদী হাসান
১২ / ২১
সাফারি পার্কে ভালুকের ভাস্কর্যের ওপর বসে আছে নীলকণ্ঠ ও ফিঙে পাখি। গাজীপুর সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ১১ এপ্রিলছবি: সাদিক মৃধা
১৩ / ২১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে গণস্বাক্ষরের আয়োজন করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ। চট্টগ্রাম প্রেসক্লাব, ১১ এপ্রিলছবি: জুয়েল শীল
১৪ / ২১
বাংলা ১৪৩২ সাল সামনে রেখে দেশজুড়ে ছাপাখানাগুলোতে বইছে ব্যস্ততার হাওয়া। বিশেষ করে ক্যালেন্ডার ছাপার কাজের ব্যস্ততা এখন তুঙ্গে। ছাপাখানার কারিগরেরা সকাল-সন্ধ্যা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সময়মতো ক্রেতাকে পণ্য বুঝিয়ে দিতে। আন্দরকিল্লা এলাকা, ১১ এপ্রিলছবি: জুয়েল শীল
১৫ / ২১
সড়ক বিভাজকের মাঝখানের লোহাগুলো খুলে ফেলা হয়েছে। তাই যেখানে–সেখানে সড়ক পারাপার রোধ করা যায় না। সায়েন্স ল্যাবরেটরি এলাকায় মিরপুর রোডে, ঢাকা, ১১ এপ্রিলছবি: জাহিদুল করিম
১৬ / ২১
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা পর্যালোচনাসহ বিভিন্ন দাবিতে ‘ইয়ুথ ক্লাইমেট স্ট্রাইক’র বিক্ষোভ সমাবেশ। জাতীয় প্রেসক্লাবের সামনে, ১১ এপ্রিলছবি: দীপু মালাকার
১৭ / ২১
বৈশাখী মেলা ঘনিয়ে আসায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোয়েল চত্বরের মৃৎশিল্পের দোকানগুলো মাটির তৈজসপত্রের পাশাপাশি বাঙালি ঐতিহ্যের অন্যান্য পণ্যের বিপুল সমাহারে সাজানো হয়েছে। ক্রেতাদের হাতে পছন্দের পণ্য তুলে দিতে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে তাঁদের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১১ এপ্রিলছবি: দীপু মালাকার
১৮ / ২১
গাছ ভেঙে পড়ে আছে সড়কে। সাতমসজিদ সড়ক, ঢাকা, ১১ এপ্রিলছবি: জাহিদুল করিম
১৯ / ২১
গাজা ও রাফার মজলুম ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করে গণসংহতি আন্দোলন। ঢাকা, ১১ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
২০ / ২১
পয়লা বৈশাখ সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বর্ষবরণের প্রস্তুতি। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১১ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
২১ / ২১
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন ইসলামপন্থী দল। বায়তুল মোকাররম মসজিদের সামনে, ঢাকা, ১১ এপ্রিলছবি: তানভীর আহাম্মেদ