বাড়ির পাশের বিল থেকে শাপলার ডাঁটা তুলে গ্রামীণ পাকা সড়কের ধারে বসে মালা বানিয়ে হাতে, গলায় ও কানে পরে সাজগোজ করছে শিশু-কিশোরীরা। দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ৩০ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
২ / ৯
ফুলকপিখেতে নিড়ানি দিতে ব্যস্ত দুই কৃষক। কয়েক দিন পরেই ফুলকপি বিক্রি শুরু হবে। বাদিয়াচড়া গ্রাম, শিবগঞ্জ, বগুড়া, ৩০ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
৩ / ৯
বাড়ির গবাদিপশুর খাবারের জন্য মাঠ থেকে ঘাস সংগ্রহ করছেন এক কৃষক। দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ৩০ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৪ / ৯
নদের জলে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। বানার নদ, শ্রীপুর, গাজীপুর, ৩০ সেপ্টেম্বরছবি: সাদিক মৃধা
৫ / ৯
আড়ত থেকে কতবেল কিনে রোদে শুকাতে দিচ্ছেন এক খুচরা বিক্রেতা। কতবেল রোদে পেকে গেলে আকার অনুযায়ী ১০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি করবেন তিনি। কদমতলা, খুলনা, ৩০ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৬ / ৯
কম মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমের চাল-আটা সংগ্রহ করতে ভোরবেলা থেকেই দোকানের সামনে লাইনে দাঁড়িয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তাঁরা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি আটা সংগ্রহ করতে পারবেন। শোভারামপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৩০ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
৭ / ৯
লালশাক লাগানোর জন্য জমি প্রস্তুত করছেন কাজী কাইয়ুম। চলতি মৌসুমে এই কৃষক ২০ শতাংশ জমিতে লালশাক লাগাবেন। জালুয়াপাড়া এলাকা, কুমিল্লা, ৩০ সেপ্টেম্বরছবি: এম সাদেক
৮ / ৯
চা-বাগানের মেঠোপথ ধরে চা-পাতা তুলতে যাচ্ছেন নারী চা-শ্রমিক। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ৩০ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৯ / ৯
কাপ্তাই হ্রদে ভ্রমণের মোক্ষম সময় শরৎকাল। সবুজ পাহাড় ঘেরা হ্রদের নীলাভ জলরাশিতে হালকা মিষ্টি রোদে সারা দিন ঘুরে বেড়ানো যায়। ডিসি বাংলো এলাকা, রাঙামাটি, ৩০ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা