সামনে রমজান, তাই খুলনার আশপাশের জেলা-উপজেলাগুলোর ব্যবসায়ীরা রমজানের পণ্য বড় বাজার থেকে কিনে নিতে ব্যস্ত। বাগেরহাটের ট্রলারে মোরেলগঞ্জের দোকানমালিকদের চিড়া, চিনি, খেজুর, বেসন, আলু, ছোলা ইত্যাদি খুলনার বড় বাজার থেকে তোলা হচ্ছে। নদীপথে এগুলো মোরেলগঞ্জে যাবে। বড় বাজার, খুলনা, ১৩ মার্চ।ছবি: সাদ্দাম হোসেন