একঝলক (১৪ ফেব্রুয়ারি ২০২৪)

১ / ১৮
প্রায় চার শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা শুরু হয়েছে। মেলায় প্রায় ২২ কেজি ওজনের ব্ল্যাক কার্প মাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতা নীলু মণ্ডল। পোড়াদহ এলাকা, গাবতলী, বগুড়া, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
২ / ১৮
বোরো ধানের খেতে নিড়ানি দিচ্ছেন দুই নারী শ্রমিক। কলাবাড়ী এলাকা, রংপুর, ১৪ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৮
বসন্তের সকালে মিষ্টি রোদে ঝলমলে পুকুরে ফুটে থাকা শাপলা। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৮
খুলনা বিশ্ববিদ্যালয়ে চলছে বসন্তবরণ। বসন্তবরণকে কেন্দ্র করে বসন্তের সাজ, বসন্তের গান–নাটক–কবিতায় মুখর অদম্য বাংলার পাদদেশ। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৮
তিন শত বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী দইমেলা। হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতীপূজা উপলক্ষে এই দইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তাড়াশ মাঠ, তাড়াশ, সিরাজগঞ্জ
ছবি: সাজেদুল আলম
৬ / ১৮
মাঘের শীত শেষে আবার এসেছে ঋতুরাজ বসন্ত। সেই সঙ্গে কুহু কুহু ডাকে আগমন ঘটছে বসন্তের কোকিলের। পাতার আড়ালে লুকিয়ে ডেকে ডেকে ক্লান্ত কোকিলটি। গোপালপুর, পাবনা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৮
জানুয়ারি থেকে জুলাই মাস প্রজনন মৌসুমে খাবার সংগ্রহ করে এনে গভীর মমতায় প্রিয়ার মুখে তা তুলে দিচ্ছে পুরুষ টিয়া পাখিটি। জেলাপাড়া, পাবনা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৮
কারেন্ট জাল দিয়ে মাছ শিকার নিষেধ থাকলেও তা অমান্য করে স্থানীয় জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন। নদীর পাড়ে এসে জাল পরিষ্কার করে নিচ্ছেন। বাহির চর দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৪ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৮
ভালোবাসা দিবস ও বসন্ত উপলক্ষে ঘুরতে বের হয়েছে অনেক যুগল। সেখানে এক রসিক যুবক পিঠে সঙ্গীর খোঁজে সিঙ্গেল লেখা প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরছেন। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৮
বসন্ত বরণ উৎসবের আনন্দঘন মুহূর্তটিকে মুঠোফোনে বন্দী করে রাখছেন শিক্ষার্থীরা। রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১১ / ১৮
ক্রেতাসমাগম না হওয়ায় কম দামে ফুল বিক্রির হাঁক দিচ্ছেন রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকানের বিক্রেতা। বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে এমন অনেক ফুলের দোকান দিয়েছেন শিক্ষার্থীরা। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৮
ভালোবাসা দিবসে মজা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন একদল শিক্ষার্থী। জীবনে প্রেম আসেনি বলে মনে ক্ষোভ তাঁদের। তাই ‘প্রেমবঞ্চিত সংঘ’ মিছিলের জন্য আজকের দিনটিকে বেছে নিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, ১৪ ফেব্রুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
১৩ / ১৮
বসন্তের সাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভিভাবকের সঙ্গে এসেছে এক শিশু। ক্যাম্পাসের প্যারিস রোড, রাজশাহী, ১৪ ফেব্রুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
১৪ / ১৮
বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে যেখানে–সেখানে ভ্রাম্যমাণ দোকানে বিক্রি হচ্ছে ফুল। এমনই এক দোকানে নামীদামি নানা ফুলের সঙ্গে বিক্রি হচ্ছে লাল শাপলাও। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৮
পয়লা ফাল্গুনে সেজেগুজে মুহূর্তটি ধরে রাখতে মুঠোফোনে সেলফি তুলছেন তরুণীরা। সরকারি মহিলা কলেজ, বরিশাল, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১৬ / ১৮
তিস্তা রেলসেতুতে মানুষের হাঁটাচলা নিষেধ। এরপরও অনেকে বেড়াতে গিয়ে সেতুতে হেঁটে বেড়ান। আর এর মধ্যে যখন চলে আস ট্রেন, তখন ঝুঁকির মুখে পড়তে হয়। তিস্তা রেলসেতু, কাউনিয়া, রংপুর, ১৪ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৮
চলছে বোরো ধান রোপণের মৌসুম। রোপণের জন্য বীজতলা থেকে ধানের চারা তুলছেন এক কৃষক। মদনখালী এলাকা, ডিগ্রিচর , ফরিদপুর, ১৪ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৮
নিজের চাষ করা ধানের জমিতে কীটনাশক ছিটাচ্ছেন ক্যহ্লামং নামের এক ব্যক্তি। রেইছা এলাকা, বান্দরবান, ১৪ ফেব্রুয়ারি
ছবি: মংহাইসিং মারমা