ধান, চাল ও শর্ষে সংরক্ষণের জন্য অনেকেই প্লাস্টিকের ড্রাম ব্যবহার করেন। গ্রামগঞ্জে ফেরি করে প্লাস্টিকের ড্রাম বিক্রির জন্য ঘুরছেন বিক্রেতারা। আকারভেদে প্রতিটি ড্রাম ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করেন তারা। টেংগামাগুর, শাজাহানপুর, বগুড়া, ২৩ আগস্টছবি: সোয়েল রানা