এক ঝলক (১৬ এপ্রিল,২০২৪)

১ / ১৫
সারা দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন তপ্ত আবহাওয়ায় কোলের শিশুকে রোদ থেকে রক্ষায় মাথার ওপর কাপড় ধরে আছেন এক অভিভাবক। প্রধান সড়ক, সারিয়াকান্দি, বগুড়া, ১৬ এপ্রিল
ছবি: সোয়েল রানা
২ / ১৫
সনাতন হিন্দুধর্মাবলম্বীদের অষ্টমী পুণ্যস্নান উপলক্ষে যমুনা নদীর তীরে মেলা বসেছে। মেলায় মাটির তৈরি তৈজসপত্র কিনছেন ক্রেতারা। বাগবেড় শ্মশানঘাট, সারিয়াকান্দি, বগুড়া, ১৬ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৩ / ১৫
বৈসাবি ও ঈদের পরও পর্যটকের ভিড় রয়েছে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে। আলুটিলা পর্যটনকেন্দ্র, খাগড়াছড়ি, ১৬ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
৪ / ১৫
মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উপলক্ষে জল উৎসবে তরুণ–তরুণীরা একে অপরকে পানি ছুড়ছেন। চিংহ্লা মং মারি স্টেডিয়াম, রাঙামাটি, ১৬ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৫
আর কিছুদিন পরই বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়বে হাওর ও খাল-বিলের পানি। এ সময় দরকার পড়বে নৌকার। তাই নিজের নৌকাটি মেরামত শেষে রং করিয়ে নিচ্ছেন এই ব্যক্তি। দোবাগীর হাওর এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ১৬ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৫
সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে আবারও বেড়েছে গরম। এর মধ্যেও ভবনের কাজে ব্যস্ত নির্মাণশ্রমিক। এই গরমে সবচেয়ে বেশি কষ্টে আছেন এমন খেটে খাওয়া মানুষেরা। শহীদ রিদ্দিক সড়ক, গোপালপুর, পাবনা, ১৬ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৫
বাঙ্গালী নদীর একপাশে বাঁশহাটা ও অন্যপাশে ছাইহাটা গ্রাম। বাঁশহাটা গ্রামের মানুষেরা খেয়ানৌকায় বাঙ্গালী নদী পার হয়ে নিজ গন্তব্যে যাতায়াত করে। ছাইহাটা গ্রাম, সারিয়াকান্দি, বগুড়া, ১৬ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৮ / ১৫
ঝুঁকি নিয়ে উঁচু বিভাজক পার হয়ে বাসে উঠছেন নারী-পুরুষ-শিশু। অথচ যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ১৫
মেহগনি কাঠ দিয়ে বেলনি তৈরি শেষে মোম পালিশে ব্যস্ত শ্রমিক। প্রতিটি বেলনি মোম পালিশ করে দিলে ৮০ পয়সা মজুরি পান শ্রমিকেরা। আকার ও মান অনুযায়ী পাইকারিতে বেলনিগুলোর দাম ১৩ থেকে ২০ টাকা। দামোদর, ফুলতলা উপজেলা, খুলনা, ১৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৫
প্রতিদিন বাড়ছে গরম। তাই গরম থেকে একটু স্বস্তি পেতে মানুষ ছুটছেন বৈদ্যুতিক পাখা কিনতে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিক্রেতারা দোকানে সাজিয়ে রেখেছেন বিভিন্ন ধরনের পাখা। ৮০০ টাকা থেকে ১০ হাজার টাকা দামের এসব পাখা কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। রাইফেল ক্লাব এলাকা, চট্টগ্রাম, ১৬ এপ্রিল
ছবি: সৌরভ দাশ
১১ / ১৫
নিউমোনিয়া নিয়ে চার মাস বয়সী ইয়ামিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। মা সোনিয়া তাকে সেবা করছেন। শিশু ওয়ার্ড, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ১৬ এপ্রিল
ছবি: জুয়েল শীল
১২ / ১৫
প্রচণ্ড গরমে বুড়িগঙ্গার পানিতে খেলায় মেতেছে শিশুরা। কালো দুর্গন্ধযুক্ত এই পানিতে গোসল করার কারণে আক্রান্ত হতে পারে যেকোনো রোগে। কামরাঙ্গীরচর এলাকা, ঢাকা, ১৬ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
১৩ / ১৫
বহুতল ভবন নির্মাণের জন্য ভেঙে ফেলা হচ্ছে বাঁশের তৈরি বঙ্গবাজার। ফুলবাড়িয়া, ঢাকা, ১৬ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ১৫
টানা অসহ্য গরমের পর হঠাৎ স্বস্তির বৃষ্টি। বিকেল ৪টা, দৈনিক বাংলা মোড় এলাকা, ঢাকা। ১৬ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ১৫
প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ