একঝলক (১ এপ্রিল ২০২৪)

১ / ২৫
বিক্রির আশায় নিজের খেত থেকে বেগুন তুলছেন এক পাহাড়ি নারী। সাপছড়ি মধ্যপাড়া, রাঙামাটি, ১ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৫
গবাদিপশুর খাবার খড় বিক্রির জন্য শহরে আনা হচ্ছে। সিও বাজার, রংপুর, ১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২৫
পোকামাকড় শিকারের জন্য গাছের ডালে বসে আছে গিরগিটি। তারাপুর, সিলেট, ১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৫
বিক্রির আশায় পাবনা থেকে লুঙ্গি এনেছেন আরিফুল ইসলাম। প্রতিটি লুঙ্গি ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করছেন তিনি। টেলিফোন ভবনের সামনের সড়ক, রংপুর, ১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২৫
গরমে বেলের চাহিদা বাড়ে। ভ্যানে বেল বিক্রি করছেন এক ব্যক্তি। আকারভেদে এক হালি বেল ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করেন তিনি। মিরের ময়দান, সিলেট, ১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৬ / ২৫
ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে অনেকেই বেড়ানোর জন্য দৃষ্টিনন্দন এই ঘোড়ার গাড়িতে চড়ে। তাই গাড়ি ধোয়ামোছা করে সেই প্রস্তুতি চলছে। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৫
সিলেটে গত রোববার রাতে হঠাৎ কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। বড় বড় শিলার আঘাতে নগরের বিভিন্ন এলাকার বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলা পড়ে ছিদ্র হওয়া টিনের চাল মেরামত করছেন এক ব্যক্তি। ওপরপাড়া, সিলেট, ১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৮ / ২৫
ব্রয়লার মুরগির বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন এক খামারি। পাইকারিতে প্রতিটি বাচ্চা ৭০ টাকায় কিনেছেন তিনি। সাতমাথা, রংপুর, ১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২৫
জোয়ারের পানির সঙ্গে ভেসে এসেছে কচুরিপানা। তাই নৌকা নিয়ে যাত্রী পারাপারে বেগ পেতে হচ্ছে মাঝিকে। নবীগঞ্জ গোদারাঘাট, নারায়ণগঞ্জ, ১ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
১০ / ২৫
গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কে ঘোড়ার টানা গাড়িতে করে ইট বোঝাই করে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ১ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক
১১ / ২৫
আসছে বোরো ধান মাড়াইয়ের সময়। এতে বেশ কদর রয়েছে বাঁশের তৈরি পাটি ও কুলার। বাঁশের তৈরি এসব জিনিস বিক্রির জন্য নেওয়া হচ্ছে বাজারে। নিকলী, কিশোরগঞ্জ, ১ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
১২ / ২৫
ঈদ উপলক্ষে বেচাকেনা ভালো। তাই সাতসকালে সাইকেলে কাপড় নিয়ে ছুটছেন এই বিক্রেতা। শুকানচকি, রংপুর, ১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৫
পয়লা বৈশাখের মেলা উপলক্ষে মাটির তৈরি খেলনা তৈরিতে ব্যস্ত এক নারী। নিজমেহার পালপাড়া, শাহারাস্তি, চাঁদপুর, ১ এপ্রিল
ছবি: এম সাদেক
১৪ / ২৫
প্রখর রোদে চাতালে ভুট্টা শুকাচ্ছেন দুই নারী। দৈনিক জনপ্রতি ৩২০ টাকা মজুরি পান তাঁরা। প্রথমার ছেও, গাবতলী, বগুড়া, ১ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৫ / ২৫
বাজারে বিক্রির জন্য তৈরি করা ওড়া রোদে শুকাতে দিচ্ছেন খলিল মিয়া। প্রতিটি ওড়া ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে বিক্রি করবেন তিনি। কাপাশতলা, লালমাই, কুমিল্লা, ১ এপ্রিল
ছবি: এম সাদেক
১৬ / ২৫
ঈদ উপলক্ষে ঈদগাহ ময়দানের সৌন্দর্য বৃদ্ধির জন্য মিনারে রঙের কাজে ব্যস্ত দুজন। বামুনিয়া গ্রাম, গাবতলী, বগুড়া, ১ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৭ / ২৫
লোহার টুকরা, টিন, সিলভার প্রভৃতি সংগ্রহ করে বিক্রির জন্য আয়রন মার্কেটে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। প্রকারভেদে এসব ভাঙারি ৪০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি করবেন তাঁরা। নবীগঞ্জ, নারায়ণগঞ্জ, ১ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
১৮ / ২৫
ঈদ উপলক্ষে দরজিদের কাজ বেড়েছে। তাই কাঁচি শান দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন কর্মকার ইয়াসিন খন্দকার। প্রতিটি কাঁচি শান দিতে ৪০ থেকে ৬০ টাকা নেন তিনি। খুলনা সদর থানার সামনে, ১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২৫
আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের কারিগরদের সঙ্গে স্বর্ণের কারিগরদের ব্যস্ততাও বেড়ে যায়। কারখানায় নানা ধরনের অলংকার তৈরিতে ব্যস্ত এক কারিগর। কাটপট্টি, বরিশাল নগর, ১ এপ্রিল
ছবি: সাইয়ান
২০ / ২৫
মাঠের মধ্যে ঘুড়ি ওড়াতে ব্যস্ত দুই কিশোর। তুলাগ্রাম, কৈজুরী, ফরিদপুর ৩১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২১ / ২৫
গরুর খাদ্য ঘাস ডিঙি নৌকায় করে গন্তব্য নেওয়া হচ্ছে। নগর সেতু, নিকলী সদর, কিশোরগঞ্জ, ১ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
২২ / ২৫
তালগাছে নিরাপদ আশ্রয়ে বাসা তৈরি করছে বাবুই পাখি। তুলাগ্রাম, কৈজুরী, ফরিদপুর, ৩১ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২৩ / ২৫
পয়লা বৈশাখকে সামনে রেখে তৈরি করা মাটির তৈজস রোদে শুকানোর কাজ করছেন দিপালী পাল। পালপাড়া, নিকলী সদর, কিশোরগঞ্জ, ১ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
২৪ / ২৫
ঈদ উপলক্ষে নতুন উল্লাসে বিনোদন পার্ক খোলা হয়েছে। বর্তমানে ৫০ টাকা প্রবেশমূল্য হলেও ঈদের আগের দিন থেকে তা ১০০ টাকা নেওয়া হবে। মুজগুন্নী, খুলনা শহর, ৩১ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
২৫ / ২৫
গমমাড়াই শেষে ঝাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন গৃহবধূ কমলা বেগম। কবিরপুর, কৈজুরী, ফরিদপুর, ৩১ মার্চ
ছবি: আলীমুজ্জামান