একঝলক (৫ জুন ২০২৪)

১ / ১৭
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটের কানাইঘাট উপজেলার বিভিন্ন গ্রাম এখনো পানিবন্দী। সাতবাক এলাকা, কানাইঘাট, সিলেট, ৫ জুন
ছবি: আনিস মাহমুদ
২ / ১৭
রংপুরে অস্থায়ীভাবে গড়ে উঠেছে লিচুর পাইকারি বাজার। চলছে বেচাকেনা। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ৫ জুন
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৭
বর্ষাকাল সামনে রেখে মাছ ধরার নানা রকমের জালের পসরা নিয়ে হাটে বসেছেন ব্যবসায়ীরা। আকার ও প্রকারভেদে প্রতিটি জালের দাম ১০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। লালবাগহাট, রংপুর, ৫ জুন
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৭
ঘোড়ায় টানা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে খড়। অনেকে খড়ের বোঝার ওপর বসে ঝুঁকি নিয়ে চলাচল করে। ঢাকা-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ জুন
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৭
ছাগলছানাকে বোতলে করে দুধ পান করাচ্ছেন এক নারী। চকচিরট এলাকা, পাবনা, ৫ জুন
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৭
বিক্রির জন্য মাছ ধরার চাঁই ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। দিগনগর এলাকা, কানাইপুর, ফরিদপুর, ৫ জুন
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৭
বর্ষা আসার আগেই কদম ফুল ফুটতে শুরু করেছে। দোকান থেকে সেই ফুল কিনছেন দুই তরুণী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ৫ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১৭
প্রখর রোদে মাথাল মাথায় দিয়ে মোচা থেকে ভুট্টা আলাদা করছেন এক নারী। হিজলতলী, মেঘনা, কুমিল্লা, ৫ জুন
ছবি: আবদুর রহমান
৯ / ১৭
ময়লা–আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলটি। কামরাঙ্গীরচর এলাকা, ঢাকা, ৫ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৭
বিক্রির জন্য খেত থেকে মরিচ সংগ্রহ করা হচ্ছে। ঘাঘটপাড়া এলাকা, রংপুর, ৫ জুন
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৭
ট্যানারি বর্জ্য ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে। বিষাক্ত ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত এই বর্জ্য দূষিত করছে মাটি, পানি ও বাতাসকে। ট্যানারিতে তরল বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি ব্যবহার করলেও কঠিন বর্জ্যের ব্যাপারে পরিবেশ উপযোগী কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। হেমায়েতপুর, সাভার, ৪ জুন
ছবি: দীপু মালাকার
১২ / ১৭
গরমের মধ্যে গাছের ছায়ায় খাওয়াদাওয়ায় ব্যস্ত কৃষিশ্রমিকেরা। ঘাঘটপাড়া এলাকা, রংপুর, ৫ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৭
মারফা বা মারমা নামে পরিচিত শসাজাতীয় সবজি বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। বনরূপা বাজার, রাঙামাটি, ৫ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৭
বাড়তি আয়ের জন্য অনেকেই বাড়িতে ছোট পরিসরে হাঁস পালন করেন। হাঁসের ছানা দল বেঁধে পানিতে সাঁতার কাটছে। বালিয়াহালট, পাবনা, ৫ জুন
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৭
বাড়ির পাশের জমিতে মাচায় মশারি টানিয়ে বিভিন্ন ধরনের আচার রোদে শুকাতে দেওয়া হয়েছে। পাখিসহ বিভিন্ন কীটপতঙ্গ থেকে আচার রক্ষায় এভাবে মশারি টানানো হয়েছে। মুন্সিকান্দি গ্রাম, হোমনা, কুমিল্লা, ৫ জুন
ছবি: এম সাদেক
১৬ / ১৭
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত রয়েছে। মনতৈল গ্রাম, জকিগঞ্জ, সিলেট, ৫ জুন
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৭
বাঁশের তৈরি জিনিসপত্র নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। আফুরিয়া, পাবনা, ৫ জুন
ছবি: হাসান মাহমুদ