বসন্তের আগেই হাওরাঞ্চলের গাছে গাছে ফুটতে শুরু করেছে নানা জাতের ফুল। দিগন্তজোড়া হাওর এখন বোরো ফসলের মাঠ। সবুজ ফসলের পাশে এ সময়ে হাওরের কান্দায় (পতিত জমি) ফুটেছে হুড়হুড়ি ফুল। মেদি বিল, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
২ / ২২
কুয়াশার চাদর সরে সূর্যের দেখা পাওয়া গেছে, সকালের এ সময়ে চা-বাগানের ভেতরের আঁকাবাঁকা সড়ক দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছে একদল শিক্ষার্থী। দিলদারপুর-কাপনাপাহাড় চা-বাগান সড়ক, কুলাউড়া, মৌলভীবাজার, ২৭ জানুয়ারিছবি: কল্যাণ প্রসূন
৩ / ২২
পাহাড়ি কিষানিরা জমির আলপথ ধরে দল বেঁধে গন্তব্যে যাচ্ছেন। রাঙাপানি, রাঙামাটি, ২৭ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২২
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ২৭ জানুয়ারিছবি: প্রথম আলো
৫ / ২২
বোরো মৌসুমে নিজের খেতে ধান রোপণ করছেন এই ব্যক্তি। সাদিপুর, আলিয়াবাদ, ফরিদপুর, ২৭ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
৬ / ২২
স্কুলে যেতে পথে মহাসড়ক পার হতে হবে। এপারে থাকা সব শিক্ষার্থী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, একজন বাইসাইকেল আরোহী স্কুলগামী শিক্ষার্থীদের মহাসড়ক পার হতে সহযোগিতা করছেন। বিরামপুর, দিনাজপুর, ২৭ জানুয়ারিছবি: নূরে আলম সিদ্দিকী
৭ / ২২
খাবারের খোঁজে হাওরের কচুরিপানার মধ্যে বসে আছে সাদা বক। জলকরকান্দি হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৮ / ২২
ওড়াউড়ি শেষে খানিক জুড়িয়ে নিয়ে পাতাহীন শিমুলগাছের ডালে বসে আছে বেশ কয়েকটি চিল। লালমাটিয়া, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৯ / ২২
কমলার পসরা সাজিয়ে বিক্রির জন্য ফুটপাতে বসেছেন এই ক্ষুদ্র ফল ব্যবসায়ী। কাচারিবাজার, রংপুর, ২৭ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১০ / ২২
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কাশিমপুর, গাজীপুর, ২৭ জানুয়ারিছবি: প্রথম আলো
১১ / ২২
শীতের সকালে পায়ে হেঁটে শহরে কাজে যাচ্ছেন তিনি। মেডিকেল পূর্বগেট, রংপুর, ২৭ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাবাহিনীর সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শহীদ আবু সাঈদ স্টেডিয়াম, রংপুর, ২৭ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
সাইকেলে করে প্লাস্টিকের সামগ্রী বিক্রি করতে বের হয়েছেন এই বিক্রেতা। ফেরিতে দাঁড়িয়ে মুঠোফোনের সেলফিতে হাতের আঙুল দিয়েই চুল আঁচড়ে নিচ্ছেন তিনি। পোদ্দারগঞ্জ, দাকোপ, খুলনা, ২৭ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২২
কারাগার থেকে মুক্তির পর দেশে ফেরত পাঠাতে কোস্টগার্ডের মাধ্যমে বাগেরহাটের মোংলায় নেওয়া হচ্ছে ভারতীয় জেলেদের। জেলা কারাগার গেট, বাগেরহাট, ২৭ জানুয়ারিছবি: প্রথম আলো
ছোট পিকআপে তোলা হচ্ছে কাগজের টুকরা। বিভিন্ন প্রিন্টিং প্রেস থেকে কাগজের এসব কাটা টুকরা সড়ক পথে ঢাকায় পাঠানো হয়। টুকরা কাগজ গলিয়ে পুনরায় কাগজ তৈরি করা হয়। পলাশপুর, বরিশাল, ২৭ জানুয়ারিছবি: সাইয়ান
২০ / ২২
অ্যালুমিনিয়ামের তৈরি কাড়াই বিক্রির জন্য পিকআপে করে নিয়ে যাওয়া হচ্ছে। ঘোড়াধাপ, বগুড়া, ২৭ জানুয়ারিছবি: সোয়েল রানা
২১ / ২২
কৈটোলা ইউনিয়নের প্রয়াত আকাশফলি দাসের পাখির অভয়াশ্রম সংরক্ষণ এবং অবৈধ দখলদার থেকে মুক্ত করে সরকারি তত্ত্বাবধানে সুরক্ষিত করার দাবিতে মানববন্ধন করেছে নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিউনিটি এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রিন ভয়েস নামের দুটি সংগঠন। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৭ জানুয়ারিছবি: হাসান মাহমুদ