একঝলক (১১ আগস্ট ২০২২)

১ / ১৭
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধনী দিনে শিশুদের টিকা প্রদান করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র, ঢাকা, ১১ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
২ / ১৭
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমাবেশ। নয়া পল্টন, ঢাকা, ১১ আগস্ট
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৭
এক ছাত্রীকে মেসেঞ্জারে আপত্তিকর খুদে বার্তা পাঠানোর অভিযোগ এনে নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা। বুড়িচং, কুমিল্লা, ১১ আগস্ট
ছবি: এম সাদেক
৪ / ১৭
স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেতে হুড়োহুড়ি। তাই বৃদ্ধ এক নারী পেছনে অপেক্ষায় দাঁড়িয়ে। সদর ইউনিয়ন পরিষদ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ১১ আগস্ট
ছবি: বদর উদ্দিন
৫ / ১৭
ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে হুমকির মুখে শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। নারায়ণখোলা, নকলা, শেরপুর, ১১ আগস্ট
ছবি: দেবাশীষ সাহা রায়
৬ / ১৭
ইকোপার্কের নির্দিষ্ট এলাকাজুড়ে বিচরণ করে হরিণগুলো। প্রখর রোদে হাঁপিয়ে উঠে একপর্যায়ে ঠাঁই নেয় শেডের ভেতরে। ইকোপার্ক, টিলাগড়, সিলেট, ১১ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৭
শ্রাবণ মাসেও প্রখর রোদ আর ভ্যাপসা গরম। তপ্ত দুপুরে গরম থেকে রেহাই পেতে ছোট-বড় সবাই পুকুরে নেমে শরীর জুড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। কেন্দ্রীয় শাহি ঈদগাহ পুকুর, সিলেট, ১১ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৭
পদ্মার পানি বেড়ে তীব্র স্রোত শুরু হয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে নদীর পাড়ে। এতে নদীর পাড়সহ আবাদি জমি ভেঙে বিলীন হচ্ছে। দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ১১ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৭
রংপুরে কয়েক দিন থেকে বৃষ্টির দেখা নেই। তাই ঘাঘট নদের পানি কমে গেছে। সেখানে মাছ ধরছেন শৌখিন মাছশিকারিরা। দমদমা, রংপুর, ১১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৭
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় অসহায় সাধারণ মানুষ। তাই টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়। ইন্দ্রার মোড়, শালবন, রংপুর, ১১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৭
চট্টগ্রামগামী শান্তি পরিবহনের সঙ্গে খাগড়াছড়িগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন কয়েকজন। বুদংপাড়া, গুইমারা, ১১ আগস্ট
ছবি: জয়ন্তী দেওয়ান
১২ / ১৭
গ্রাম থেকে সংগ্রহ করা পাকা তাল পথে পথে বিক্রি করছেন ইয়ার আলী। প্রতিটি পাকা তালের দাম চাইছেন ৪০ টাকা। বড় বাজার, খুলনা, ১১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৭
মরক্কো থেকে আমদানি করা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের ডাই–অ্যামোনিয়াম ফসফেট সার এসেছে। এ সার বিএডিসির কাছে হস্তান্তর করা হবে। বিআইডব্লিউটিএ লঞ্চঘাট, খুলনা, ১১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৭
মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে সারা দেশের ২৩১টি চা–বাগানে ২ ঘণ্টা কর্মবিরতি। কর্মসূচির তৃতীয় দিন ছিল আজ। ভুরভুরিয়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১১ আগস্ট
ছবি: শিমুল তরফদার
১৫ / ১৭
সিলেটের চা-শ্রমিকেরা দৈনিক মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এর অংশ হিসেবে সিলেট বিমানবন্দর সড়কের লাক্কাতুরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। লাক্কাতুরা, সিলেট, ১১ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৭
সিলেট অঞ্চলের পাহাড়-টিলায় বাণিজ্যিকভাবে লেবু চাষ করা হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এই হাট থেকে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় লেবু। পাইকারিভাবে বাজারে প্রতি হালি লেবু আকারভেদে বিক্রি হয় ১০-৩০ টাকায়। সোবহানীঘাট, সিলেট, ১১ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৭
‘ফ্যাসিবাদ হটাও, শাসনব্যবস্থা বদলাও, জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রুখে দাঁড়াও’ স্লোগানে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জোটটি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১১ আগস্ট
ছবি: খালেদ সরকার