একঝলক (২৯ মে ২০২৫)

১ / ২২
আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ মে
ছবি: সাজেদুল আলম
২ / ২২
গাছের মগডালে এসে বসেছে মৌটুসী পাখি। নার্সিং কলেজ চত্বর, বগুড়া, ২৯ মে
ছবি: সোয়েল রানা
৩ / ২২
গাছে ঝুলে আছে খেজুর। দুর্গাপুর, ঈশান গোপালপুর, ফরিদপুর, ২৯ মে
ছবি: আলীমুজ্জামান
৪ / ২২
পবিত্র ঈদুল আজহার আগে হাটে বিক্রির জন্য গরু নিয়ে যাচ্ছেন খামারিরা। কাউনিয়া, রংপুর, ২৯ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২২
কোমরে বেঁধে রাখা লুঙ্গি এভাবে উড়িয়ে পাখির মতো ওড়ার চেষ্টা করে খুনসুটিতে মেতেছে দুই শিশু। কাউনিয়া, রংপুর, ২৯ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২২
বীজ–কচু লাগানোর আগে শিশুকে সঙ্গে নিয়ে তা বাছাইয়ের কাজে এসেছেন এক নারী। দেবতাছড়ি, রাঙামাটি, ২৯ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২২
বৃষ্টিতে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। মাইথারকান্দি, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ মে
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ২২
সকাল থেকে বৃষ্টিতে কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া মানুষেরা রাস্তায় বিপাকে পড়েছেন। ধানমন্ডি, ঢাকা, ২৯ মে
ছবি: জাহিদুল করিম
৯ / ২২
চর থেকে বাদাম তুলে বাড়ি ফিরছেন এক কৃষক। পাঞ্জরভাঙ্গা, কাউনিয়া, ২৯ মে
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২২
বৃষ্টির কারণে তড়িঘড়ি করে খেতে থাকা ধান কাটছেন কৃষকেরা। আদমপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২৯ মে
ছবি: আলীমুজ্জামান
১১ / ২২
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বরিশালে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। নদীবন্দর, বরিশাল, ২৯ মে
ছবি: সাইয়ান
১২ / ২২
বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। নদীবন্দরে আসা যাত্রীরা পড়েন ভোগান্তিতে। নদীবন্দর, বরিশাল নগর, ২৯ মে
ছবি: সাইয়ান
১৩ / ২২
নিম্নচাপের প্রভাবে খুলনায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ। নিরালা, খুলনা, ২৯ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২২
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের প্রবেশমুখে সমর্থকদের বিক্ষোভ। ঢাকা, ২৯ মে
ছবি: দীপু মালাকার
১৫ / ২২
অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাচ্ছেন সেনাসদস্যরা। চক সূত্রাপুর হাড্ডিপট্টি, বগুড়া, ২৯ মে
ছবি: প্রথম আলো
১৬ / ২২
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নিয়ে দিনব্যাপী কর্মশালায় অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, রাজবাড়ী, ২৯ মে
ছবি: এম রাশেদুল হক
১৭ / ২২
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতের কবলে দেশ। বৃষ্টিতে জবুথবু দুটি হাঁস। পুরোনো জেলা প্রশাসকের কার্যালয় এলাকা, ঝিনাইদহ, ২৯ মে
ছবি: প্রথম আলো
১৮ / ২২
বৃষ্টি আসছে দেখে দ্রুত ধান স্তূপ করে ঢেকে রাখছেন চাতালের শ্রমিকেরা। নওহাটা, পবা, রাজশাহী, ২৯ মে
ছবি: শহীদুল ইসলাম
১৯ / ২২
কৃষকের কাছ থেকে পটোল কিনে ঢাকায় পাঠানোর আগে ধুয়ে বস্তায় ভরছেন আড়তের শ্রমিকেরা। পবা, রাজশাহী, ২৯ মে
ছবি: শহীদুল ইসলাম
২০ / ২২
বৃষ্টির মধ্যে পিকআপ ভ্যানে শামিয়ানা টানিয়ে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন নারী শ্রমিক। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৯ মে
ছবি: আনিস মাহমুদ
২১ / ২২
টানা বৃষ্টিতে নাকাল সিলেটের বাসিন্দারা। ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৯ মে
ছবি: আনিস মাহমুদ
২২ / ২২
নিম্নচাপের প্রভাবে ঢাকায় দিনভর বৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। আসাদগেট, ঢাকা, ২৯ মে
ছবি: সাবিনা ইয়াসমিন