একঝলক (১৬ জুন ২০২৪)

১ / ১৩
পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে বাড়িঘর। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঝিরারগাঁও গ্রামে, ১৫ জুন
ছবি: প্রথম আলো
২ / ১৩
ভুট্টা তোলার পর খেতে মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন কৃষকেরা। ফরিদপুর সদরের গোলডাঙ্গী এলাকায়, ১৫ জুন
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৩
খেত থেকে তিলসহ গাছ তুলে রোদে শুকাচ্ছেন এক নারী। ফরিদপুর সদরের গোলডাঙ্গী এলাকায়, ১৫ জুন
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৩
সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকায় নৌকা মেরামত করছেন এক বনজীবী। খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন তেঁতুলতলাচর গ্রামে, ১৫ জুন
ছবি: প্রথম আলো
৫ / ১৩
ভারী বৃষ্টিতে টিলা ধসে দিনমজুর সোলেমান আলীর বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকি নিয়ে এই ঘরেই বসবাস করছেন পরিবারটির সদস্যরা। জুড়ী, মৌলভীবাজার, ১৫ জুন
ছবি: কল্যাণ প্রসূন
৬ / ১৩
পবিত্র ঈদুল আজহার আগের দিনে যানজটমুক্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ জুন
ছবি: আবদুর রহমান
৭ / ১৩
সড়কের পাশে বসেছে কোরবানির পশুর খাবারের হাট। পাবনার পৈলানপুর বড় ব্রিজ এলাকায়, ১৬ জুন
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৩
ঝুঁকি এড়াতে কাপড়ের মুখোশ ও চশমা পরে ঝালাইয়ের কাজ করছেন এক শ্রমিক। খুলনার জোড়াগেট এলাকায়, ১৬ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৩
হাটে বিক্রির জন্য মহিষ নিয়ে যাচ্ছেন ব্যাপারী। দাম হাঁকা হয়েছে ২ লাখ ৭০ হাজার টাকা। খুলনার খালিশপুর কদমতলা মোড়ে, ১৬ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৩
ঝড়ে রংপুর-বদরগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। রংপুরের বদরগঞ্জ উপজেলার চেংমারি এলাকায়, ১৬ জুন
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৩
মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। রংপুর নগরের উত্তর কেল্লাবন্দ এলাকায়, ১৬ জুন
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৩
সাইকেলে কাঁঠাল ঝুলিয়ে বিক্রি করতে হাটে যাচ্ছেন এক ব্যক্তি। রংপুরের ময়নাকুঠি এলাকায়, ১৬ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৩
পবিত্র ঈদুল আজহার আগে অনেকে নিজেদের মোটরসাইকেল পরিষ্কার করিয়ে নিচ্ছেন। ফরিদপুর সদরের গোয়ালচামট এলাকায়, ১৬ জুন
ছবি: আলীমুজ্জামান