একঝলক (৬ মে ২০২৪)

১ / ১৩
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তাই দ্রুত ধান কাটায় ব্যস্ত কৃষকেরা। অভিরাম এলাকা, রংপুর, ৬ মে
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৩
পাইকারি বাজার থেকে সবজি কিনে গন্তব্যে যাচ্ছেন ব্যবসায়ীরা। টিপনা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৩
আবারও কাটা হয়েছে গাছ। ঘোড়ার গাড়িতে কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সাজিয়ারা, ডুমুরিয়া, খুলনা, ৬ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৩
বাঁশ ও প্লাস্টিকের দোলনা নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির জন্য। লাইব্রেরি বাজার সড়ক, পাবনা, ৬ মে
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৩
ছুটির পর আবার খুলেছে স্কুল-কলেজ। এর মধ্যে লাল কৃষ্ণচূড়ায় ভরে গেছে ক্যাম্পাস। ছাতা মাথায় চলেছেন দুই শিক্ষার্থী। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ৬ মে
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৩
যেদিকে দুচোখ যায়, মাঠভরা সোনালি বোরো ধান। ধান কেটে কৃষকের দল বাড়ি ফিরছে। ছোট ধর্মপুর এলাকা, কুমিল্লা, ৬ মে
ছবি: এম সাদেক
৭ / ১৩
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। ধান কাটার পর মেশিনের সাহায্যে মাড়াই করছেন কৃষকেরা। লক্ষ্মীপুর গ্রাম, কুমিল্লা, ৬ মে
ছবি: এম সাদেক
৮ / ১৩
ঝড়-বৃষ্টি শুরুর আশঙ্কায় পরিবারের সবাই মিলে তড়িঘড়ি ধান মাড়াই করছেন। মনোহর এলাকা, রংপুর, ৬ মে
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৩
জমি থেকে তোলা হয়েছে ভুট্টা। চব্বিশহাজারি এলাকা, রংপুর, ৬ মে
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৩
পণ্য বিক্রির জন্য বেরিয়েছেন ফেরিওয়ালা। ঝালোপাড়া এলাকা, সিলেট, ৬ মে
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৩
গাছ থেকে ঝরে পড়া কাঠগোলাপ কুড়িয়ে নিচ্ছে শিশুটি। নবীগঞ্জ এলাকা, নারায়ণগঞ্জ, ৬ মে
ছবি: দিনার মাহমুদ
১২ / ১৩
বাজারে উঠতে শুরু করেছে কাঁঠাল। কদমতলী ফলের আড়ত, সিলেট, ৬ মে
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৩
বৃষ্টির কারণে অনেকেই ছাতা মেরামত করে নিচ্ছেন। সুরমা পয়েন্ট, সিলেট, ৬ মে
ছবি: আনিস মাহমুদ