একঝলক (২৪ নভেম্বর ২০২৫)

১ / ১১
ভোরবেলায় ঘন কুয়াশায় ঢাকা সড়কে লাইট জ্বালিয়ে চলছে একটি ট্রাক। মনু ব্রিজ, মৌলভীবাজার, ২৪ নভেম্বর
ছবি: আকমল হোসেন
২ / ১১
তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্ণ হলো আজ। সেদিনের ভয়াবহতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শ্রমিক খাদিজা আক্তার। সাভার, ঢাকা, ২৪ নভেম্বর
ছবি: শামসুজ্জামান
৩ / ১১
আম বাগানেই ফাঁকা জায়গায় টমেটো চাষ করেছেন বাগান মালিক। বাগানে মাচা তৈরির কাজ চলছে। নাদের হাজির মোড়, রাজশাহী। ২৪ নভেম্বর, ২০২৫
ছবি: শহীদুল ইসলাম
৪ / ১১
ঘাটে বেঁধে রাখা হয়েছে জেলেদের নৌকা। মোরঘোনা, রাঙামাটি, ২৪ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১১
কুঞ্জলতায় ফুটেছে রক্তিম ফুল। লিচুবাগান, রাঙামাটি, ২৪ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১১
ধান কেটে আঁটি বাঁধায় ব্যস্ত কৃষক। পানিগাতী, দিঘলিয়া, খুলনা, ২৪ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১১
ফুলের ওপর উড়ে এসে বসেছে পতঙ্গ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২৪ নভেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
৮ / ১১
ডালে বসে আছে পাখি। মহালছড়ি, খাগড়াছড়ি, ২৪ নভেম্বর
ছবি: জয়ন্তী দেওয়ান
৯ / ১১
বিক্রির জন্য জমি থেকে বাঁধাকপি তুলে নিয়ে যাচ্ছেন চাষি। বকচি, রংপুর, ২৪ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
আলু রোপণের জন্য কৃষকেরা খেতে যাচ্ছেন। মেকুড়া, রংপুর, ২৪ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১১
কেটে আনার পর যন্ত্রে মাড়াই করা হচ্ছে বিন্নি ধান। কুলাউড়া, মৌলভীবাজার, ২৪ নভেম্বর
ছবি: কল্যাণ প্রসূন