গাছের ডালে বসে আছে একটি কসাই পাখি। বল্লভবিষু, কাউনিয়া, রংপুর, ২২ মে।ছবি: মঈনুল ইসলাম
২ / ২১
ছোট পাখি মৌটুসি। সারাক্ষণই মুখে লেগে থাকে ডাক ও গান। জোড়ায় জোড়ায় চলে। এ গাছ থেকে ও গাছে যায়। সুযোগ পেলেই এক পাক নেচে নেয়, ডানা ঝাপটায়। সর্বদা আনন্দে মেতে থাকা ছোট এই পাখিটির অন্য নাম ফুলটুনি। মা-মণি কৃষি খামার, বক্তারপুর, ঈশ্বরদী, পাবনা, ২২ মেছবি: হাসান মাহমুদ
৩ / ২১
কুমিল্লার লালমাইয়ে ২৪০ শতাংশ জমিতে আনারস চাষ করেছেন আলী নেওয়াজ। মাসখানেক পর আনারস বিক্রি শুরু করবেন তিনি। বড় ধর্মপুর, কুমিল্লা, ২২ মেছবি: এম সাদেক
৪ / ২১
মাঠ থেকে ধান কেটে মাড়াইয়ের জন্য মহিষের গাড়িতে করে নেওয়া হচ্ছে কৃষকের উঠানে। সড়ক-মহাসড়কে ধান-খড়ের ধীরগতির এসব যানবাহনের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। নাজিরপুর, পাবনা, ২২ মেছবি: হাসান মাহমুদ
৫ / ২১
হাতে তৈরি তালপাখা বিক্রি করতে যশোরের নওয়াপাড়া থেকে খুলনায় এসেছেন উজির আলী। একেকটি পাখা ২৫ টাকায় বিক্রি করেন তিনি। স্টেডিয়াম এলাকা, খুলনা, ২২ মেছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
বাড়ির উঠানে বিক্রির জন্য বাঁশ দিয়ে টাপা তৈরি করছেন কারিগর সিরাজ শেখ। তৈরি শেষে প্রতিটি টাপা ১৩০ টাকা দরে বিক্রি করবেন তিনি। মল্লিক ডাংগি এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ২২ মেছবি: আলীমুজ্জামান
সচরাচর একাকী, জোড়ায় বা ছোট দলে চিল বিচরণ করে। গাছের ডাল বা অন্য কোনো কিছুতে বসে বা আকাশে বৃত্তাকারে উড়ে উড়ে খাদ্যের সন্ধান করে। আখালিয়া নয়াবাজার এলাকা, সিলেট, ২২ মেছবি: আনিস মাহমুদ
৯ / ২১
ধানখেতের ভেতরে থাকা ঘাস পরিষ্কার করছেন একজন নারী। মাছহারি, কাউনিয়া, রংপুর, ২২ মেছবি: মঈনুল ইসলাম