একঝলক (২২ মে ২০২৪)

১ / ২১
গাছের ডালে বসে আছে একটি কসাই পাখি। বল্লভবিষু, কাউনিয়া, রংপুর, ২২ মে।
ছবি: মঈনুল ইসলাম
২ / ২১
ছোট পাখি মৌটুসি। সারাক্ষণই মুখে লেগে থাকে ডাক ও গান। জোড়ায় জোড়ায় চলে। এ গাছ থেকে ও গাছে যায়। সুযোগ পেলেই এক পাক নেচে নেয়, ডানা ঝাপটায়। সর্বদা আনন্দে মেতে থাকা ছোট এই পাখিটির অন্য নাম ফুলটুনি। মা-মণি কৃষি খামার, বক্তারপুর, ঈশ্বরদী, পাবনা, ২২ মে
ছবি: হাসান মাহমুদ
৩ / ২১
কুমিল্লার লালমাইয়ে ২৪০ শতাংশ জমিতে আনারস চাষ করেছেন আলী নেওয়াজ। মাসখানেক পর আনারস বিক্রি শুরু করবেন তিনি। বড় ধর্মপুর, কুমিল্লা, ২২ মে
ছবি: এম সাদেক
৪ / ২১
মাঠ থেকে ধান কেটে মাড়াইয়ের জন্য মহিষের গাড়িতে করে নেওয়া হচ্ছে কৃষকের উঠানে। সড়ক-মহাসড়কে ধান-খড়ের ধীরগতির এসব যানবাহনের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। নাজিরপুর, পাবনা, ২২ মে
ছবি: হাসান মাহমুদ
৫ / ২১
হাতে তৈরি তালপাখা বিক্রি করতে যশোরের নওয়াপাড়া থেকে খুলনায় এসেছেন উজির আলী। একেকটি পাখা ২৫ টাকায় বিক্রি করেন তিনি। স্টেডিয়াম এলাকা, খুলনা, ২২ মে
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
বাড়ির উঠানে বিক্রির জন্য বাঁশ দিয়ে টাপা তৈরি করছেন কারিগর সিরাজ শেখ। তৈরি শেষে প্রতিটি টাপা ১৩০ টাকা দরে বিক্রি করবেন তিনি। মল্লিক ডাংগি এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ২২ মে
ছবি: আলীমুজ্জামান
৭ / ২১
তিস্তার চরের বাদাম তুলছেন চাষিরা। নিজপাড়া, কাউনিয়া, রংপুর, ২২ মে
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
সচরাচর একাকী, জোড়ায় বা ছোট দলে চিল বিচরণ করে। গাছের ডাল বা অন্য কোনো কিছুতে বসে বা আকাশে বৃত্তাকারে উড়ে উড়ে খাদ্যের সন্ধান করে। আখালিয়া নয়াবাজার এলাকা, সিলেট, ২২ মে
ছবি: আনিস মাহমুদ
৯ / ২১
ধানখেতের ভেতরে থাকা ঘাস পরিষ্কার করছেন একজন নারী। মাছহারি, কাউনিয়া, রংপুর, ২২ মে
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২১
বর্ষাকালে নিরাপদ আশ্রয়ে তালগাছে বাসা বেঁধেছে বাবুই পাখি। গোলাপবাগ এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ২২ মে
ছবি: আলীমুজ্জামান
১১ / ২১
বুদ্ধপূর্ণিমায় রাঙামাটির রাজবনবিহারে নানা বয়সের নারী–শিশু–পুরুষের ঢল নেমেছে। রাজবনবিহার, রাঙামাটি, ২২ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২১
মিনি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছেন কৃষক। চর কৃষ্ণপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২২ মে
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২১
সড়কে ঘুরে ঘুরে এক দিন বয়সের মুরগির বাচ্চা বিক্রি করেন রহমান মিয়া। একেকটি মুরগির বাচ্চা ৩০ টাকায় বিক্রি হয়। আশোকতলা, কুমিল্লা, ২২ মে
ছবি: এম সাদেক
১৪ / ২১
জাহাজে রং করছেন শ্রমিকেরা। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মরিচা থেকে রক্ষার জন্য জাহাজে রং করা হয়। বেলতলা এলাকা, বরিশাল, ২২ মে
ছবি: সাইয়ান
১৫ / ২১
ধানখেতে আগাছা পরিষ্কারের কাজ শেষে বাড়ি ফিরছেন এক কৃষক। আমিরাবাদ, মেঘনা, কুমিল্লা, ২২ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২১
একপশলা বৃষ্টিতেই হাঁটুপানি জমেছে সড়কে। কিন্তু সেই পানিনিষ্কাশনের ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে প্রায় সারা দিনই সড়ক পানিতে থই থই ছিল। বিড়ম্বনায় পড়েছেন পথচারীরা। সবুজবাগ কৃষি ফার্ম এলাকা, বগুড়া, ২২ মে
ছবি: সোয়েল রানা
১৭ / ২১
বুদ্ধপূর্ণিমায় প্রার্থনা করছেন দুই নারী। বৌদ্ধবিহার, সিলেট, ২২ মে
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২১
নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ব্যাটারিচালিত রিকশা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। রায়েরবাগ এলাকা, ঢাকা, ২২ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১৯ / ২১
ফুলের ওপর প্রজাপতির ওড়াউড়ি। দৌলতপুর, খুলনা, ২২ মে
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২১
সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। আর ফুটপাতে দোকান। তাই ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। যাত্রাবাড়ী এলাকা, ঢাকা, ২২ মে
ছবি: তানভীর আহাম্মেদ
২১ / ২১
শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সম্মিলিত শান্তি শোভাযাত্রা। শাহবাগ, ঢাকা, ২২ মে
ছবি: শুভ্র কান্তি দাশ