একঝলক (৯ জুলাই ২০২৩)

১ / ১৬
ফুটপাতের ওপর ঝুলে আছে কেব্‌ল। এতে চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। জিলা স্কুল মোড়, রংপুর, ৯ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৬
খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা, টুপি ও ব্যাজ বিক্রি করছেন সেন্টু নিজাম। এই স্টেডিয়ামে আজ রোববার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের ওয়ানডে ম্যাচ চলছে। খুলনা, ৯ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
ঈদের দীর্ঘ ছুটি শেষে বিদ্যালয়গুলো খুলেছে আজ। ক্লাস শুরুর আগে চলছে বন্ধুদের আড্ডা। রংপুর জিলা স্কুল চত্বর, ৯ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৬
সড়কের পাশে পুরোনো পরিত্যক্ত টায়ার ফেলে রাখা হয়েছে। সেখানে জমে আছে বৃষ্টির পানি। এই পরিবেশ ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারের জন্য অনুকূল বলে বিবেচিত। কদমতলী, সিলেট, ৯ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৬
সিলেট থেকে কার্গোতে আসা বালু তুলছেন শ্রমিকেরা। প্রতি ফুট বালু তুললে পাবেন ৩ টাকা ৭০ পয়সা। নতুন বাজার লঞ্চ ঘাট এলাকা, খুলনা, ৯ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৬
আমগাছের মরা ডালে বসে আছে একটি ফড়িং। বাদুড়তলা, কুমিল্লা, ৯ জুলাই
ছবি: এম সাদেক
৭ / ১৬
বিক্রির জন্য ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সড়কের পাশে কাঁঠাল স্তূপ করে রেখেছেন বাগানিরা। সাপ্তাহিক হাটে এসব কাঁঠাল বিক্রি হবে। কুদুকছড়ি, রাঙামাটি, ৯ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৬
গাছের ডালে থোকায় থোকায় ঝুলে আছে রঙিন জামরুল। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৯ জুলাই
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৬
দুপুরের সামান্য বৃষ্টিতে পানি জমেছে অনেক সড়কে। এতে বিড়ম্বনায় পড়েছেন পথচারীসহ বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রীরা। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ৯ জুলাই
ছবি: এম সাদেক
১০ / ১৬
বাঁশ দিয়ে তৈরি সাজি বিক্রি করছেন এক ব্যক্তি। আকার অনুযায়ী ৫০ থেকে ১০০ টাকায় প্রতিটি সাজি বিক্রি হয়। হাটখোলা, বরিশাল নগর, ৯ জুলাই
ছবি: সাইয়ান
১১ / ১৬
সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ খেলে আসা বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ১৪ বছর পর সাফের সেমিফাইনালে পৌঁছানোর পুরস্কার হিসেবে দলের প্রত্যেককে দেওয়া হয় দেড় লাখ টাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন, মতিঝিল, ৯ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১৬
বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড ২০২৩–এর উদ্বোধনী অনুষ্ঠান। বিসিসি অডিটরিয়াম, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা, ৯ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
১৩ / ১৬
ঈদের ছুটির পর আজ রোববার খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল খোলার পর রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুলের শিক্ষার্থীদের মশা প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। ঢাকা, ৯ জুলাই
ছবি: সাজিদ হোসেন
১৪ / ১৬
লুপাস ফাউন্ডেশন অব বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউম্যাটোলজি বিভাগ ও প্রথম আলোর আয়োজনে ‘বাতব্যাধি ও লুপাস: চাই বিশ্বমানের চিকিৎসা’ শীর্ষক গোলটেবিল বৈঠক। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ৯ জুলাই
ছবি: জাহিদুল করিম
১৫ / ১৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তিন বছর বয়সী মাহিয়া ইসলাম। হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বাবা সাজেদুল ইসলামের সঙ্গে হাসপাতালের বারান্দায় অপেক্ষা করছে সে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা, ৯ জুলাই
ছবি: দীপু মালাকার
১৬ / ১৬
মশা নিধনে চলছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিন দিনব্যাপী অভিযান। অভিযানের প্রথম দিন মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করছেন সিটি করপোরেশনের এক কর্মী। চামেলিবাগ, শান্তিনগর, ঢাকা, ৯ জুলাই
ছবি: দীপু মালাকার