একঝলক (৬ এপ্রিল ২০২৪)

১ / ৯
বোরো ধানের খেতে শামুকখোল পাখির ঝাঁক। কুসুম্বি গ্রাম, শেরপুর, বগুড়া, ৬ এপ্রিল
ছবি: সোয়েল রানা
২ / ৯
বৈশাখে ধান মাড়াই শুরু হবে। ধান তুলতে বাঁশের তৈরি খাঁচার চাহিদা বেড়েছে। দানাপাটুলী এলাকা, কিশোরগঞ্জ, ৬ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ৯
খেত থেকে তোলার পর ভুট্টার খোসা শুকাচ্ছেন এই নারী। দুর্গাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৬ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
৪ / ৯
ঈদবাজারের শেষ মুহূর্তে পাঞ্জাবির দোকানে ভিড় করেছেন নারী পুরুষসহ নানা বয়সের  ক্রেতারা। জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ৬ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৯
মোটরসাইকেলে লাচ্ছা সেমাইসহ বেকারি পণ্য বিক্রি করতে বেড়িয়েছেন এই ব্যক্তি। বেনুঘাট এলাকা, রংপুর, ৬ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৯
পাট বিক্রি করতে হাটে নিচ্ছেন কৃষকেরা। পাটের দাম মণপ্রতি ২ হাজার ৩০০ টাকা  থেকে ২ হাজার ৪০০ টাকা। চওড়াহাট এলাকা, রংপুর, ৬ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৯
ঈদে উৎসবে নতুন টাকার কদর বেড়ে যায়। বিশেষ করে বাচ্চাদের ঈদের সালামি দিতে অভিভাবকেরা এই নতুন টাকা নিয়ে থাকে।  মনোহরপুর এলাকা, কুমিল্লা, ৬ এপ্রিল
ছবি: এম সাদেক
৮ / ৯
কুমিল্লা বুড়িচং উপজেলার গোমতী নদীর চরে এই বছর ব্যাপক ফলন হয়েছে মিষ্টিকুমড়ার। খেত থেকে মিষ্টিকুমড়া তুলে সড়কের পাশে স্তূপ করে রাখছেন কৃষক। পূর্বহারা এলাকা, কুমিল্লা, ৬ এপ্রিল
ছবি: এম সাদেক
৯ / ৯
সড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে রাখা হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার। চৌকিদেখী এলাকা, সিলেট, ৬ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ