একঝলক (১২ মার্চ, ২০২৩)

১ / ১৭
সড়কে কালভার্টের মাঝে ভেঙে সৃষ্টি হয়েছে গর্ত। গর্তটি মেরামত না করায় ঝুঁকি নিয়ে চলাচল করছে এই এলাকার বাসিন্দারা। আস্তকাঠি সড়ক, জাগুয়া ইউনিয়ন, বরিশাল, ১২ মার্চ
ছবি: সাইয়ান
২ / ১৭
গাঢ় লাল রঙের বাগানবিলাস ফুলে ছেয়ে গিয়েছে একটি বাড়ির সামনের অংশ। গৃহসজ্জা কিংবা বাড়ির চারপাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুলগাছ লাগানো হয়। আস্তকাঠি, জাগুয়া ইউনিয়ন, বরিশাল, ১২ মার্চ
ছবি: সাইয়ান
৩ / ১৭
পাকা বটফলের খোঁজে বসন্তবাউরি পাখিটি। মুজগুন্নী, খুলনা, ১২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৭
নিজের এক বিঘা জমিতে দুই রঙের ধান রোপণ করে জাতীয় পতাকার আদলে শস্যচিত্র তৈরি করেছেন মো. এনামুল হক নামের এক কৃষক। দেশের প্রতি ভালোবাসা প্রকাশে ও নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তাঁর এই উদ্যোগ। বেকাসাহারা, টেংরা, শ্রীপুর, গাজীপুর। ১২ মার্চ
ছবি: সাদিক মৃধা
৫ / ১৭
২২ ঘণ্টা পর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে। এখনো পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সকাল ৯টা, ছোট কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১২ মার্চ
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৬ / ১৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাচে–গানে বাহা উৎসব পালন করে সাঁওতালরা। গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুকবেড়া আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসব পালিত হয়। ব্রিটিশ হাইকমিশন, মানুষের জন্য ফাউন্ডেশন ও আইইডির সহযোগিতায় গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন ও জনউদ্যোগ এ কর্মসূচির আয়োজন করে। গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ১১ মার্চ
ছবি: প্রথম আলো
৭ / ১৭
মাহে রমজানে বেড়ে যায় লাচ্ছা সেমাইয়ের চাহিদা। পাল্লা দিয়ে বাড়ে লাচ্ছা রাখার ঝুড়ির চাহিদা। চাহিদা থাকায় দিনমান ঝুড়ি তৈরিতে ব্যস্ত এক ব্যক্তি। পাইকারিভাবে প্রতিটি ঝুড়ি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। সাগাটিয়া গ্রাম, গাবতলী, বগুড়া, ১১ মার্চ
ছবি: সোয়েল রানা
৮ / ১৭
সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ মার্চ। এ উপলক্ষে চলছে প্রচার-প্রচারণা। পছন্দের প্রার্থীর প্রচারণায় ব্যস্ত কর্মী-সমর্থকেরা। এক প্রার্থীরা পোস্টার লাগাচ্ছেন কর্মীরা। তারাপুর চা-বাগান, ৬ নম্বর টুকেরবাজার, সদর উপজেলা, সিলেট, ১১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৭
বাসাবাড়ি কিংবা দোকানপাটে কাঠের আসবাবের কদর রয়েছে বেশ। বিভিন্ন নকশার আসবাব তৈরিতে কাঠের জুড়ি নেই। তাই বাজারে বিক্রি হয় নানা জাতের কাঠ। ট্রাকে করে কাঠ এনে দোকানে রাখা হচ্ছে বিক্রির জন্য। ভার্থখলা এলাকা, সদর উপজেলা, সিলেট, ১২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৭
সড়কের পাশে পড়ে আছে নর্দমা সংস্কারের জন্য রাখা বালু-পাথর। সংকুচিত হয়ে পড়া সড়কে ভোগান্তি নিয়ে পথ চলছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। শেখঘাট-লামাবাজার সড়ক, সিলেট, ১২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৭
সিলেটের সুরমা নদীর পানি কমে যাওয়ায় নদীর বুকে ক্রিকেট খেলায় মত্ত শিশু-কিশোর। মাছিমপুর এলাকা, সিলেট, ১২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৭
রাঙামাটি সদরের কুদুকছড়ি গ্রামীণ হাটে বেল বিক্রি করতে এসেছেন তাঁরা। সাপ্তাহিক এই হাটে বেচাকেনা শেষে পাইকারের বস্তায় বেল ভর্তি করে দিচ্ছেন পাহাড়ি নারীরা। কুদুকছড়ি, সদর উপজেলা, রাঙামাটি, ১২ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৭
গরমে স্বস্তি পেতে সূর্যমুখী খেতের পাশে সেচের পানিতে গোসলে মেতেছে এক কিশোর। ভাট্টা এলাকা, কটিয়াদী, কিশোরগঞ্জ, ১২ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
১৪ / ১৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে আঘাত ও নির্যাতনে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণ এবং অস্ত্রধারী, অছাত্র ও খুনের মামলার আসামিদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞার দাবিতে মানববন্ধন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ১২ মার্চ
ছবি: এম সাদেক
১৫ / ১৭
খুলনার খান জাহান আলী সেতুর নিচ থেকে রূপসা ট্রাফিক স্ট্যান্ড পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। ১২ মাসই ভোগান্তিতে থাকে এলাকাবাসী ও চলাচলকারীরা। শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, খুলনা, দুপুর ১২টা, ১২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৭
সবুজবাগ দোল পূজা উদ্‌যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোলপূর্ণিমা উৎসব। উৎসবে আসা তরুণীরা একে অন্যকে রং দিয়ে রাঙিয়ে তোলেন। সবুজবাগ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১২ মার্চ
ছবি: শিমুল তরফদার
১৭ / ১৭
কুমিল্লা স্টেশন ক্লাবের মাঠে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে বিসিক শিল্প মেলা। মেলায় রয়েছে কুটিরশিল্প, খাদিশিল্প, প্রসাধনীসহ হাতের তৈরি পিঠার দোকান
কুমিল্লা, ১২ মার্চ। ছবি: এম সাদেক