একঝলক (২০ অক্টোবর, ২০২২)

১ / ১৪
হেমন্তের শিশিরভেজা সকালে গরুর জন্য ঘাস কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন এক কৃষক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ময়মনসিংহ, ২০ অক্টোবর
ছবি: আনোয়ার হোসেন
২ / ১৪
ধারণক্ষমতার অতিরিক্ত ধান বোঝাই করা হয়েছে ট্রলিতে। ধানের বস্তার ওপর জীবনের ঝুঁকি নিয়ে চড়ে বসেছেন কয়েকজন। কোদালধর, তারাকান্দা, ময়মনসিংহ, ২০ অক্টোবর
ছবি: আনোয়ার হোসেন
৩ / ১৪
কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে। শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু, নারীসহ অন্তত ৩৩ জন রোগী চিকিৎসাধীন। কিশোরগঞ্জ, ২০ অক্টোবর
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ১৪
পদ্মায় হঠাৎ করে পানি বাড়তে শুরু করেছে। তড়িঘড়ি করে নদীর পাড়ে শুকাতে দেওয়া পাটখড়ি শুকনো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। পদ্মাঘাট, পাবনা, ২০ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৪
প্রতি বৃহস্পতিবার ফরিদপুর রেলস্টেশন চত্বরে বসে কবুতরের হাট। দেশি-বিদেশি নানা জাতের বাহারি কবুতর ওঠে এই হাটে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। লক্ষ্মীপুর, ফরিদপুর, ২০ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৪
আলু রোপণের মৌসুম শুরু হবে। তাই রংপুরের হিমাগারগুলো থেকে বীজ আলু বের করে বিক্রি করছেন গৃহস্থ ও মজুতদারেরা। ধর্মদাস, রংপুর, ২০ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৪
ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা দলের সাড়ে চার শ ফুট লম্বা পতাকা টাঙিয়েছেন সমর্থকেরা। কালাইয়া বন্দর, বাউফল, পটুয়াখালী, ২০ অক্টোবর
ছবি: এবিএম মিজানুর রহমান
৮ / ১৪
মৃৎ শিল্পীরা তৈজসপত্রের পাশাপাশি স্যানিটারি বাথরুমের অংশ তৈরি করেন। সেগুলো প্রতিটি পাইকারিতে ১১০ টাকায় বিক্রি হয়। ভ্যানে করে মাটির তৈরি পাট নিয়ে যাচ্ছেন চালকেরা। আমতলীপাড়া গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২০ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৯ / ১৪
রবিশস্য রোপণের জন্য পাওয়ার টিলার দিয়ে জমির মাটি ঠিক করছেন কৃষক জিন্নাহ প্রামাণিক। পাশেই ছোট সন্তান ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। ত্রিমোহনী গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২০ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১০ / ১৪
গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। সেখানে মাছ শিকারে নেমেছে এক কিশোর। গজারিয়া গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২০ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১১ / ১৪
খুলনা শহরে অন্যতম প্রবেশদ্বার জিরো পয়েন্ট এলাকার সড়কগুলো বেহাল। ধুলায় জর্জরিত ভোগান্তিতে চলাচলকারীরা। জিরো পয়েন্ট, খুলনা, ২০ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৪
বাল্যবিবাহকে ‘না’ বলে লাল কার্ড দেখাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি, ২০ অক্টোবর
ছবি: পলাশ বড়ুয়া
১৩ / ১৪
সূর্যের আলোয় নদীর পানি চকচক করছে। তার ওপরে শিকারের জন্য ডানা মেলে উড়ছে চিলটি। কিনব্রিজ এলাকা, সিলেট, ২০ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৪
প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলোতে খোলা হচ্ছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। রোগীর বিছানায় মশারি টাঙিয়ে চলছে চিকিৎসা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২০ অক্টোবর
ছবি: তানভীর আহাম্মেদ