একঝলক (৪ সেপ্টেম্বর ২০২২)

১ / ২৪
পাইকারি দরে কিনে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব ড্রাম বিক্রি করেন তিনি। ১৮০ লিটার ধারণক্ষমতার ড্রাম পাইকারি বাজারে বিক্রি হয় ৫০০ টাকা। খুচরা বাজারে বিক্রি হয় আরও বেশি দামে। হ‌ুমায়ূন রশীদ চত্বর, সিলেট, ৪ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ২৪
পাহাড়ে ভোরের সৌন্দর্য দেখতে এসেছেন পর্যটকেরা। কংলাক পাহাড়, সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি, ৪ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২৪
নিজের হাতে তৈরি মাটির ব্যাংক উঠানে শুকাতে দিচ্ছেন বাসন্তী রানি পাল। শুকিয়ে যাওয়া ব্যাংক আগুনে পোড়ানোর পর রং দিয়ে বিক্রির জন্য তৈরি করা হয়। কদিমপাড়া, বগুড়া, ৪ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ২৪
পাইকারি বাজার থেকে মাছ কিনে বিক্রির জন্য রেলপথ ধরে গন্তব্যে হেঁটে যাচ্ছেন এই ব্যক্তি। মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট, ৪ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ২৪
মোটরসাইকেলে ঝুঁকিপূর্ণভাবে মালপত্র নিয়ে যাচ্ছেন তিনি।
ছবি: আনিস মাহমুদ
৬ / ২৪
সিলেট নগরের বিভিন্ন সড়কে অসহনীয় যানজট। প্রতিদিন এমন যানজটে নাকাল নগরবাসী। সিটিপয়েন্ট, সিলেট, ৪ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৭ / ২৪
সামনেই শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে মেলায় বাহারি রঙের খেলনার পসরা সাজান পাল সম্প্রদায়ের মানুষেরা। ঘরে বসেই মাটি দিয়ে পুতুল তৈরি করছেন আরতি রানি পাল। কদিমপাড়া, বগুড়া, ৪ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ২৪
বৃষ্টিতে বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমেছে। উমর শাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট, ৪ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৯ / ২৪
শিশুদের খেলনা রিকশা তৈরি শেষে রং করছেন শ্রমিক। মোহাম্মদনগর, বটিয়াঘাটা, খুলনা, ৪ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৪
বেইলি সেতুর পাটাতন ভেঙে গেছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বরকোটা-পিতাম্বর্দী-নায়েরগাঁও সড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ৪ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২৪
নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমেছে মহাসড়কে। ফলে যানজটে ভোগান্তি বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৪ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১২ / ২৪
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন। থানা বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৪ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
১৩ / ২৪
প্রতিবন্ধীদের সরকারি ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী অভিভাবক ফোরাম। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৪ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৪ / ২৪
চার দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়ন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৪ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৫ / ২৪
গন্তব্যে পৌঁছাতে সময় লাগলেও খরচ কম। দীর্ঘ যাত্রাপথে ভেলার ওপর ঘর তৈরি করে রান্না, খাওয়া, ঘুম—সবই করেন শ্রমিকেরা। মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে বাঁশের এমন ভেলা আসে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায়। সুরমা নদী, মাছিমপুর, সিলেট, ৪ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৪
দুর্ঘটনা এড়াতে চালককে সতর্ক করতে স্থানীয় বাসিন্দারা সড়ক বিভাজকের ওপর প্রতিফলকজাতীয় কাপড় পরিয়ে ম্যানিকিন দাঁড় করিয়ে রেখেছেন। দূর থেকে দৃষ্টি পড়লে গাড়ির গতি কমিয়ে আনেন চালকেরা। দিয়াবাড়ী, মিরপুর, ঢাকা, ৪ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম
১৭ / ২৪
মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে হেলমেটের ব্যবহার বেড়েছে। দোকানে পছন্দের হেলমেট দেখছেন এক ক্রেতা। মানভেদে ১ হাজার ২০০ থেকে ৪৫ হাজার টাকায় বিক্রি হয় এসব হেলমেট। উত্তর পীরেরবাগ, ঢাকা, ৪ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম
১৮ / ২৪
কুড়িল বিশ্বরোড় থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতু পর্যন্ত ৩০০ ফুট সড়কে উন্নয়নমূলক কাজ চলছে। বিভিন্ন নকশায় নির্মিত সড়কটির বড় অংশ এখন দৃশ্যমান। পূর্বাচল, ঢাকা, ৪ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৯ / ২৪
একসঙ্গে ওড়াউড়ি, খাবার সংগ্রহ আর ঘোরাঘুরি নিয়েই দিনভর ব্যস্ত। শেষমেশ ঝগড়ায় মেতেছে দুটি শালিক। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৪ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
২০ / ২৪
সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ শাহবাগের ঢাকা শিশুপার্ক। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা ৪ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
২১ / ২৪
বাড়ির উঠানে বসে নকশি কাঁথা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দুই নারী। মেঘাগাছা গ্রাম, বগুড়া সদর, ৪ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
২২ / ২৪
চাষ করার পরে খেতের পাশের ডোবায় জমে থাকা পানিতে ট্রাক্টর ধুয়ে নিচ্ছে দুটি শিশু। বায়লাখালি বাজার, বাবুগঞ্জ, বরিশাল, ৪ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
২৩ / ২৪
আড়িয়াল খাঁ নদের ভাঙনে সড়ক বিলীন হয়ে গেছে। এতে চলাচলে বিপাকে পড়েছে স্থানীয় লোকজন। আরজিকালিকাপুর, বাবুগঞ্জ, বরিশাল, ৪ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
২৪ / ২৪
মানিকগঞ্জ সদরের দশানি এলাকায় ধলেশ্বরী নদীর ওপর সেতু না থাকায় এভাবেই নদী পরাপার হন মোটরসাইকেল চালকেরা। মানিকগঞ্জ, ৪ সেপ্টেম্বর
ছবি: আবদুল মোমিন