একঝলক (৩১ মে, ২০২৪)

১ / ৯
প্রখর রোদে ছাতা বেঁধে  ইট ভাঙছেন দুই নারী।  মদনখালি, ফরিদপুর ৩১ মে
ছবি: আলীমুজ্জামান
২ / ৯
বিভিন্ন জাতের আমের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কেন্দ্রীয় বাস টার্মিনাল, রংপুর, ৩১ মে
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৯
চাতালে ভুট্টা শুকাচ্ছেন নারীরা। বালুয়া, মিঠাপুকুর, রংপুরে, ৩১ মে
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৯
ছুটির দিনে সড়কে বাইসাইকেল চালাচ্ছে শিশুরা। ভাটি লক্ষ্মীপুর, ফরিদপুর ৩১ মে
ছবি: আলীমুজ্জামান
৫ / ৯
ভুট্টা সংগ্রহ করে মাঠে শুকাতে দিচ্ছেন কৃষক রুহুল আমিন। হিজলতলী, মেঘনা, কুমিল্লা, ৩১মে
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ৯
কলা আর কাঁঠাল বিক্রির আশায় ট্রাক টার্মিনাল ঘাটে আনা হয়েছে। পাইকাররা কেনার পর নৌকা থেকে তা নামানো হচ্ছে। রাঙামাটি শহর, ৩১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ৯
বৃষ্টির পানি জমেছে কাপ্তাই হ্রদে। সেখানে মাছ খেতে নেমেছে দুটি বক। আসামবস্তি সেতু, রাঙামাটি, ৩১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ৯
চরাঞ্চল থেকে কেটে আনা ধান ফেরি ঘাটের ফাঁকা রাস্তায় যন্ত্রের সাহায্যে মাড়াই করছে এই কৃষক পরিবার। ৬ নম্বর ফেরি ঘাট, দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩১ মে
ছবি: এম রাশেদুল হক
৯ / ৯
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে জমিতে হাঁটু সমান পানি জমেছে। খেত থেকে ধান নিয়ে পানি ভেঙে বাড়ি ফিরছেন এক কৃষক। রায়পুর, দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ৩১ মে
ছবি: এম সাদেক