একঝলক (২৭ ডিসেম্বর ২০২৩)

১ / ২১
শীতের সকালে পথের ধারে ফুলে বসে মধু খাচ্ছে প্রজাপতি। জলকরকান্দি, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ২১
বাঁধাকপির খেতে এক কিশোর। খেত পরিচর্যার কাজ করছিল সে। আমতলী এলাকা, শিবগঞ্জ, বগুড়া, ২৭ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ২১
পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগরে অনেক স্থানে শুরু হয়েছে পেঁয়াজের চারা রোপণ। হাটে চলছে পেঁয়াজের চারা কেনাবেচা। সুজানগর বাজার, পাবনা, ২৭ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৪ / ২১
এক বিঘা জমিতে কলার চারা রোপণ করেছেন কৃষক। পাশাপাশি ফুলকপিও চাষ করেছিলেন। ফুলকপি তোলা শেষে একই জমিতে এখন আলু রোপণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। উথলী গ্রাম, শিবগঞ্জ, বগুড়া, ২৭ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ২১
সিলেটের বৃহত্তম নদী সুরমা। বর্ষাকালে পানিতে টইটম্বুর থাকে। কিন্তু পানি কমে শুকনো মৌসুমে সুরমায় জেগে ওঠে চর। মুরাদপুর এলাকা, সিলেট, ২৭ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ২১
সাইকেলে করে সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন এক কৃষক। বৈকুণ্ঠপুর এলাকা, রংপুর, ২৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২১
মুড়িকাটা পেঁয়াজ উঠছে বাজারে। নতুন পেঁয়াজ বাজারে আসায় দামও কমছে। তারাবাড়িয়া হাট, পাবনা, ২৭ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ২১
খেতে রোপণের জন্য বীজতলা থেকে ধানের চারা তুলছেন এক নারী। তীলকপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
বোরো ধান রোপণের জন্য শীতের সকালে জমি চাষ করছেন কৃষক। দেদ্দিবিল, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ২১
ফুলগাছের ডালে বসে আছে এক পাখি। রাঙাপানি, রাঙামাটি, ২৭ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২১
খেত থেকে কাঁচা মরিচ তুলছেন চাষি। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কাঁচা মরিচের ভালো ফলন হয়েছে। কামারখাড়া গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ২৭ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১২ / ২১
খেতে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত এক কৃষক। বালাচড়া এলাকা, রংপুর, ২৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
বুড়িগঙ্গা নদীর পাড়ে ফেলে দেওয়া ব্যাগ রোদে শুকাচ্ছেন এক নারী। শুকালে তা প্রক্রিয়াজাত করে তৈরি করা হবে প্লাস্টিক তৈরির দানা। কামরাঙ্গীরচর, ঢাকা, ২৭ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ২১
কাঁচা ঘরের কাজে ব্যবহারের জন্য গরুর গাড়িতে করে এঁটেল মাটি নিয়ে যাওয়া হচ্ছে। হরিপুর এলাকা, রংপুর, ২৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২১
ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন। মালিবাগ, ঢাকা, ২৭ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৬ / ২১
বাঁধাকপি কিনে তা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে। দামকুড়া হাট এলাকা, রাজশাহী, ২৭ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৭ / ২১
চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন ‘বাঁচাও পাখি, বাঁচাও পরিবেশ’, ‘বাঁচাও পাখি, বাঁচাও দেশ’ স্লোগানে ফাঁদ পেতে পাখি হত্যা বন্ধের দাবিতে প্রতিবাদী অবস্থান নেন। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ২৭ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৮ / ২১
ভাটা থেকে ট্রলারে করে আনা ইট খালাস করছেন শ্রমিকেরা। বিএডিসি এলাকা, বরিশাল, ২৭ ডিসেম্বর
ছবি: সাইয়ান
১৯ / ২১
পড়ন্ত বিকেলে কেনাবেচায় সরগরম গ্রামীণ হাট। মুদি থেকে শুরু করে শাকসবজি, মাছ সবই পাওয়া যায় এক হাটে। কুড়িপাড়া হাট, সুজানগর, পাবনা, ২৭ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২০ / ২১
পেঁয়াজ রোপণের জন্য খেত প্রস্তুত করছেন কৃষক। বালিয়া গট্টি এলাকা, সালথা, ফরিদপুর, ২৬ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান 11. বোরো ধান রোপণের মৌসুম শুরু হয়েছে। খেতে রোপণের জন্য বীজতলা থেকে চারা তুলছেন পাহাড়ি কিষানিরা। লুম্বিনী গ্রাম, সাধনাপুর, রাঙামাটি, ২৬ ডিসেম্বর।
ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২১