পানিতে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। হুমাইপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, ২০ মেছবি: তাফসিলুল আজিজ
৭ / ১৯
খাল-বিলে পানি বাড়ছে। এ সময় নতুন পানিতে মাছ ধরার ফাঁদের চাহিদা বেড়ে যায়। তাই বিক্রির জন্য মাছ ধরার চাঁই সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা। কিনব্রিজ, সিলেট, ২১ মেছবি: আনিস মাহমুদ
৮ / ১৯
জমে থাকা বৃষ্টি মাড়িয়ে ঘুড়ি ওড়ানোর জন্য ছুটে চলছে দুই কিশোর। ধর্মগাছা, গাবতলী, বগুড়া, ২১ মেছবি: সোয়েল রানা
৯ / ১৯
গ্রামীণ মাঠে জমেছে বৃষ্টির পানি। সেই পানিতে মাছ শিকারের চেষ্টায় শিশু–কিশোরেরা। সোনাকানিয়া, গাবতলী, বগুড়া, ২১ মেছবি: সোয়েল রানা