একঝলক (২১ মে ২০২৫)

১ / ১৯
ফুলের মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। কুতুকছড়ি ধর্মঘর, রাঙামাটি, ২১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৯
ঝিরঝির বৃষ্টিতে বসে আছে চড়ুই পাখি। চাঁদনীঘাট, সিলেট, ২১ মে
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৯
গাছের ডাল থেকে ওড়ার অপেক্ষায় একলা শালিক। ফুলবাড়ি গেট, খুলনা, ২১ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৯
গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন এই ব্যক্তি। দৌলতপুর রেলস্টেশন, খুলনা, ২১ মে
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৯
পিনন বুনছেন তাঁরা। তৈমিদুং, রাঙামাটি, ২১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৯
পানিতে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। হুমাইপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, ২০ মে
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ১৯
খাল-বিলে পানি বাড়ছে। এ সময় নতুন পানিতে মাছ ধরার ফাঁদের চাহিদা বেড়ে যায়। তাই বিক্রির জন্য মাছ ধরার চাঁই সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা। কিনব্রিজ, সিলেট, ২১ মে
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৯
জমে থাকা বৃষ্টি মাড়িয়ে ঘুড়ি ওড়ানোর জন্য ছুটে চলছে দুই কিশোর। ধর্মগাছা, গাবতলী, বগুড়া, ২১ মে
ছবি: সোয়েল রানা
৯ / ১৯
গ্রামীণ মাঠে জমেছে বৃষ্টির পানি। সেই পানিতে মাছ শিকারের চেষ্টায় শিশু–কিশোরেরা। সোনাকানিয়া, গাবতলী, বগুড়া, ২১ মে
ছবি: সোয়েল রানা
১০ / ১৯
ফুলে ফুলে ভরে গেছে এলাচিগাছটি। আটঘড়িয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ মে
ছবি: সাজেদুল আলম
১১ / ১৯
ডালিমগাছে পাশাপাশি শোভা পাচ্ছে ফুল ও ফল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ মে
ছবি: সাজেদুল আলম
১২ / ১৯
বস্তা থেকে বের করে ভ্যানে আলু রাখছেন বিক্রেতা। ২০ টাকায় প্রতি কেজি আলু বিক্রি করছেন তিনি। কিনব্রিজ, সিলেট, ২১ মে
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৯
আগুন নেভানোর কৌশল শেখানো হচ্ছে মহড়ায় অংশ নেওয়া একজনকে। স্থানীয় ব্যক্তিদের জন্য ফায়ার সার্ভিস এ মহড়ার আয়োজন করে। শিশুপার্ক চত্বর, জুড়ী, মৌলভীবাজার, ২১ মে
ছবি: কল্যাণ প্রসূন
১৪ / ১৯
মহাসড়কের বিভাজকে ফুটেছে সোনালু ফুল। প্রকৃতিতে ছড়িয়েছে সোনালি আভা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, জিংলাতলী, দাউদকান্দি, কুমিল্লা, ২১ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ১৯
জঙ্গলের পাশে সড়ক পার হচ্ছে গিরগিটি। শ্রীপুর, গাজীপুর। ২১ মে
ছবি: সাদিক মৃধা
১৬ / ১৯
গাছে ধরেছে টক-মিষ্টি স্বাদের প্যাশন ফল। অপ্রচলিত ফলটি চাষে মানুষের আগ্রহ বাড়ছে। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর। ২১ মে
ছবি: সাদিক মৃধা
১৭ / ১৯
পোষ্য হিসেবে খরগোশের প্রতি অনেকেরই আগ্রহ রয়েছে। বিক্রির জন্য হাটে আনা হয়েছে খরগোশের ছানা। লালবাগহাট, রংপুর, ২১ মে
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ১৯
কাঁকরোলের মৌসুম শুরু হয়েছে। চাষিদের থেকে কেজি ৩২–৩৫ টাকায় কিনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় এসব কাঁকরোল পাঠানো হয়। মিঠাপুকুর, রংপুর, ২১ মে
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ১৯
মরিচ তুলছেন একদল নারী শ্রমিক। মরিচের দামও কিছুটা বেড়েছে। পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। ঈশ্বরপুর, রংপুর, ২১ মে
ছবি: মঈনুল ইসলাম